Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 11:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তখন আমার স্মরণে এল প্রভুর সেই কথা, তিনি বলেছিলেন, ‘বাপ্তিষ্মদাতা যোহন জলে বাপ্তিষ্ম দিতেন, কিন্তু তোমরা লাভ করবে পবিত্র আত্মার বাপ্তিষ্ম।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 তাতে প্রভুর কথা আমার স্মরণ হল, যেমন তিনি বলেছিলেন, ‘ইয়াহিয়া পানিতে বাপ্তিস্ম দিতেন, কিন্তু তোমাদের পাক-রূহে বাপ্তিস্ম হবে।’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তখন আমার মনে এল, যে কথা প্রভু বলেছিলেন, ‘যোহন জলে বাপ্তিষ্ম দিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 তাহাতে প্রভুর কথা আমার স্মরণ হইল, যেমন তিনি বলিয়াছিলেন, ‘যোহন জলে বাপ্তাইজ করিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 এরপর প্রভু যা বলেছিলেন তা আমার মনে পড়ল। প্রভু যীশু বলেছিলেন, ‘যোহন জলে বাপ্তাইজ করছেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 তাতে প্রভুর কথা আমাদের মনে পড়ল, যেমন তিনি বলেছিলেন, যোহন জলে বাপ্তিষ্ম দিত, কিন্তু তোমরা পবিত্র আত্মার বাপ্তিষ্ম পাবে।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 11:16
20 ক্রস রেফারেন্স  

বাপ্তিষ্মদাতা যোহন জলে বাপ্তিষ্ম দিতেন কিন্তু কিছুদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।


আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দান করছি, তিনি তোমাদের বাপ্তিষ্ম দান করবেন পবিত্র আত্মায়।


হায়, তোমরা যদি একবার আমার অনুযোগে কান দিতে আমি তোমাদেরদান করতাম সুপরামর্শ, জানাতাম আমার সুচিন্তিত মতামত।


কিন্তু তোমাদের সহায় সেই পবিত্র আত্মা যাঁকে পিতা আমার পরিবর্তরূপে পাঠাবেন, তিনিই তোমাদের সব কিছু শিক্ষা দেবেন এবং আমার সমস্ত বাণী তোমাদের স্মরণে এনে দেবেন।


যোহন তাদের বললেন, আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দান করছি, কিন্তু আমার চেয়েও যিনি শক্তিমান, তিনি আসছেন, যাঁর পাদুকার বন্ধন খোলার যোগ্যতাও আমার নেই, তিনি তোমাদের পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তিষ্ম দান করবেন।


তোমাদের মন পরিবর্তিত হয়েছে বলেই আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মায় ও অগ্নিতে তোমাদের বাপ্তিষ্ম দেবেন। তিনি আমার চেয়ে বহুগুণে শক্তিমান, এমন কি তাঁর পাদুকা বহন করা যোগ্যও আমি নই।


ইহুদী কি গ্রীক, ক্রীতদাস কি স্বাধীন নির্বিশেষে আমরা সকলেই একই আত্মার দ্বারা দীক্ষিত হয়ে একই দেহের অঙ্গ হয়েছি এবং একই আত্মার অমৃতধারা আমরা সকলে পান করেছি।


আমি তোমাদের দেখিয়েছি যে, এভাবেই কঠোর পরিশ্রম করে দুর্বলদের সাহায্য করা উচিত। আমাদের স্মরণে রাখা প্রয়োজন প্রভু যীশুর নিজ মুখের কথা —‘গ্রহণের চেয়ে দানেই বেশী আনন্দ’।


এসব কথা আমি তোমাদের বললাম যাতে এইসব ঘটনা ঘটার সময়ে তোমরা স্মরণ কর আমার আজকের এই সতর্কবাণী। আগে এসব কথা তোমাদের আমি বলি নি কারণ তখন আমি তোমাদের সঙ্গে ছিলাম। এবার আমি তাঁর কাছে চলে যাচ্ছি যিনি আমায় পাঠিয়েছেন।


আমি তখনও তাঁকে চিনতাম না কিন্তু যিনি আমাকে জলে বাপ্তিষ্ম দিতে পাঠিয়েছেন, তিনিই আমাকে বলেছেন যে, পবিত্র আত্মাকে যাঁর উপর অবতরণ করতে দেখবে, জেনো, তিনিই বাপ্তিষ্মদান করবেন পবিত্র আত্মায়।


যোহন তাদের উত্তর দিলেন, আমি জলে বাপ্তিষ্ম দিচ্ছি। কিন্তু যিনি আমার পরে আসছেন, তিনি তোমাদেরই মাঝে আছেন, তাঁকে তোমরা চেন না। আমি তাঁর পাদুকাবন্ধন খোলারও যোগ্য নই।


সেদিন পর্বতগাত্র ভরে যাবে দ্রাক্ষাকুঞ্জে পাহাড়ের বুকে চরবে পশুপাল, যিহুদীয়ার নদী নালা হবে জলে পূর্ণ, প্রভুর আবাস থেকে নির্গত হবে নির্ঝর, শিটিমের উপত্যকা সিক্ত হবে তার জলে।


আগামী দিনে আমি প্রতিটি মানুষের উপর আমার আত্মা বর্ষণ করব, তোমাদের পুত্রকন্যারা ভাবোক্তি করবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, আর তরুণেরা লাভ করবে দিব্যদর্শন।


আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।


প্রিয় বনধুগণ, তোমাদের কাছে এটি আমার দ্বিতীয় পত্র। উভয় পত্রেই তোমাদের সরল চিন্তাকে সচেতন করার জন্য আমি তোমাদের জানা কথাই মনে করিয়ে দিয়েছি,


তখন তাঁর সেই কথা তাঁদের মনে পড়ল।


তারা প্রকাশ্যে তাদের সমস্ত পাপ অপরাধ স্বীকার করল। তিনি তাদের জর্ডন নদীর দলে বাপ্তিষ্ম দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন