Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 10:37 - পবিএ বাইবেল CL Bible (BSI)

37 যোহন বাপ্তিষ্মের কথা ঘোষণা করার পর গালীল থেকে আরম্ভ করে ইহুদীদের সমগ্র দেশে সাম্প্রতিক কালে যেসব ঘটনা ঘটেছে তার কথা আপনারা সকলেই অবগত আছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

37 ইয়াহিয়া কর্তৃক তবলিগকৃত বাপ্তিস্মর পর গালীল থেকে আরম্ভ হয়ে সেই খবর সমুদয় এহুদিয়াতে ছড়িয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

37 যোহন বাপ্তিষ্মের বিষয়ে প্রচার করার পর গালীল থেকে শুরু করে সমস্ত যিহূদিয়ায় যা যা ঘটেছে, তা আপনাদের অজানা নেই—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

37 আপনারা সেই কথা জানেন, যাহা যোহনকর্ত্তৃক প্রচারিত বাপ্তিস্মের পর গালীল হইতে আরম্ভ হইয়া সমুদয় যিহূদিয়াতে ব্যাপিয়া গেল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

37 “সমগ্র যিহূদাতে কি ঘটেছিল সে সব কথা আপনারা শুনেছেন। যোহন বাপ্তাইজক লোকেদের কাছে বাপ্তিস্মের কথা প্রচার করার পর গালীলে এই ঘটনাগুলি শুরু হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

37 আপনারা সকলে এই ঘটনা জানেন, যা যোহনের দ্বারা প্রচারিত বাপ্তিষ্মের পর গালীল থেকে শুরু হয়ে সমগ্র যিহূদীয়া প্রদেশে ছড়িয়ে পড়ল;

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 10:37
16 ক্রস রেফারেন্স  

পবিত্র আত্মার শক্তিতে পরিচালিত হয়ে যীশু গালীলে ফিরে এলেন। সমস্ত দেশ জুড়ে তাঁর খ্যতি ছড়িয়ে পড়ল।


কিন্তু আমরা তোমার ধ্যান-ধারণা কি তা জানতে চাই। কারণ তোমাদের এই সম্প্রদায় সম্পর্কে আমরা যতটুকু আনি, তাতে কেউই তোমাদের সুখ্যাতি করে না।


মহারাজ এ বিষয়ে খুব ভাল করেই জানেন। তাঁর কাছেই আমি সব কথা খোলাখুলি বলতে পারব। এই সমস্ত বিষয় সম্বন্ধে তিনি যে ওয়াকিবহাল নন, এ কথা আমি বিশ্বাস করি না কারণ ঘরের কোণে গোপনে এ ঘটনা ঘটেনি।


হে ইসরায়েলী জনসাধারণ, আমার কথা শুনুন। নাসরত নিবাসী যীশুর কথা আমি বলছি। তিনি ছিলেন ঈশ্বরের মনোনীত ব্যক্তি। তাঁর অলৌকিক কীর্তির মাধ্যমেই আপনারা তার প্রমাণ পেয়েছেন। এই সমস্ত অলৌকিক কার্য, লক্ষণ ও নিদর্শন কার্য তাঁর মাধ্যমে ঈশ্বরই আপনাদের মধ্যে সাধন করেছেন।


তাদেরই একজনকে তাঁর পুনরুত্থানের প্রত্যক্ষদর্শী হিসেবে আমাদের সঙ্গে যোগদান করতে হবে।


কিন্তু তারা আরও জোর করে বলল, এই লোকটা শিক্ষা দিয়ে সবাইকে উত্তেজিত করে তুলছে।


রাজা হেরোদের আমলে যিহুদীয়া বেথলেহেম শহরে যীশুর জন্ম হয়। সেই সময়ে প্রাচ্য থেকে কয়েকজন জ্যোতিষী জেরুশালেমে এলেন। তাঁরা জানতে চাইলেন,


তারা প্রকাশ্যে তাদের সমস্ত পাপ অপরাধ স্বীকার করল। তিনি তাদের জর্ডন নদীর দলে বাপ্তিষ্ম দিলেন।


ইসরায়েল জাতির কাছে ঈশ্বর তাঁর বাণী প্রেরণ করেছিলেন, যীশু খ্রীষ্ট যিনি সকলের প্রভু, তাঁর মাধ্যমে শান্তির সুসমাচার প্রচার করছেন।


আপনারা জানেন যে নাসরতবাসী যীশুকে ঈশ্বর পবিত্র আত্মা ও পরাক্রমে অভিষিক্ত করেছিলেন। তিনি সকলের কল্যাণ সাধন করে বেড়াতেন এবং শয়তানের কবলে যারা উৎপীড়িত হত তাদের সকলকে সুস্থ করতেন কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন