Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 10:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)

31 বললেন, ‘কর্ণেলিয়াস! ঈশ্বর তোমার প্রার্থনা গ্রাহ্য করেছেন এবং তোমার বদান্যতায় প্রীত হয়েছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 তিনি বললেন, ‘কর্ণীলিয়, তোমার মুনাজাত গ্রাহ্য হয়েছে এবং তোমার দানগুলো আল্লাহ্‌র সাক্ষাতে স্মরণ করা হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 তিনি বললেন, ‘কর্ণীলিয়, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এবং দরিদ্রদের প্রতি তোমার সব দান স্মরণ করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 ‘কর্ণীলিয়, তোমার প্রার্থনা গ্রাহ্য হইয়াছে, এবং তোমার দান সকল ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 তিনি বললেন, ‘কর্ণীলিয়াস তোমার প্রার্থনা গ্রাহ্য হয়েছে, আর তুমি গরীব দুঃখীদের যে সাহায্য কর তা-ও ঈশ্বর দেখেছেন। ঈশ্বর তোমাকে স্মরণ করেছেন;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 তিনি বললেন, কর্নীলিয়, তোমার প্রার্থনা গ্রহণ করা হয়েছে এবং তোমার দান সকল ঈশ্বরের সামনে স্মরণ করা হয়েছে।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 10:31
14 ক্রস রেফারেন্স  

কর্ণেলিয়াস সভয়ে তাঁর দিকে তাকিয়ে বললেন, বলুন প্রভু। দূত বললেন, তোমার পরহিতের কাজ ও প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করেছেন এবং তোমাকে অনুগ্রহ করেছেন।


সেই দূত তাঁকে বললেন, ভয় পেয়ো না, সখরিয়। ঈশ্বর তোমার মিনতি শুনেছেন, তোমার স্ত্রী ইলিশাবেত একটি পুত্রের জননী হবে। তুমি তার নাম রেখো যোহন।


তিনি বললেন, দানিয়েল, ভয় পেয়ো না। প্রথম যেদিন তুমি দিব্য দর্শনগুলি সম্বন্ধে সঠিক জ্ঞানলাভের জন্য ঈশ্বরের কাছে আত্মনিবেদন করতে মনস্থ করেছিলে সেই দিন থেকেই ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার প্রার্থনার উত্তর হয়েই আমি এসেছি।


গ্রহণ করার পর সেই প্রাণীচতুষ্টয় এবং চব্বিশজন প্রবীণ ভূমিষ্ঠ হয়ে মেষশাবককে প্রণাম করলেন। তাঁদের প্রত্যেকের হাতে একটি বীণা ও সুগন্ধি ধূপে পূর্ণ একটি সোনার পাত্র ছিল। পুণ্যাত্মাদের প্রার্থনাই হল সেই ধূপ।


হিষ্কিয়ের কাছে ফিরে গিয়ে বলতে বললেনঃ আমি, প্রভু পরমেশ্বর, তোমার পূর্বপুরুষ দাউদের আরাধ্য ঈশ্বর, আমি দেখেছি তোমার চোখের জল! তোমার আয়ুর সঙ্গে আমি আরও পনেরো বছর যোগ করে দিলাম।


পুরোহিতের কাছে সে এই নৈবেদ্য নিয়ে এলে পুরোহিত তার থেকে এক মুঠো ময়দা স্মারকস্বরূপ নিয়ে প্রভুর পরমেশ্বরের উদ্দেশে বেদীর আগুণে আহুতি দেবে। এটি হবে প্রায়শ্চিত্ত নৈবেদ্য।


যাজক সেই নৈবেদ্যের কিছু অংশ স্মারকস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে, তখন সেটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য।


তারপর সে ঐ নৈবেদ্য হারোণ বংশীয় যাজকদের কাছে নিয়ে যাবে। তাদের একজন ঐ নৈবেদ্য থেকে এক মুঠো মিহি ময়দা, তেল এবং সবটুকু সুগন্ধিদ্রব্য নিয়ে নৈবেদ্যের স্মারকস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য।


আমি সবকিছুই পেয়েছি, প্রচুর পরিমাণেই পেয়েছি। ইপাফ্রদীতের মারফৎ তোমাদের কাছ থেকে যা পেয়েছি তাতে আমার অভাব মিটেছে। তোমাদের এই দান ঈশ্বরের গ্রহণযোগ্য প্রীতিজনক সুরভি নৈবেদ্য।


কারণ ঈশ্বর এমন অবিচার করবেন না যে, তোমরা অতীতে তাঁর ভক্তদের যে সেবা করেছ এবং এখনও করছ ও তার দ্বারা তাঁর প্রতি যে ভালবাসা প্রকাশ করেছ তা তিনি ভুলে যাবেন।


কর্ণেলিয়াস বললেন, তিনদিন আগে ঠিক এই সময় আমি যখন আমার ঘরে বেকালিক প্রার্থনায় নিবিষ্ট ছিলাম তকন হঠাৎ উজ্জ্বল পোষাক পরা এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন,


তুমি যোপ্পা থেকে পিতর ওরফে শিমোনকে আমন্ত্রণ করে আনাও। সেখানে সমুদ্রের ধারে শিমোন নামে একজন চর্মকারের বাড়িতে তিনি রয়েছেন।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন