প্রেরিত্ 10:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)26 পিতর মাটি থেকে তাঁকে তুলে বললেনঃ উঠুন, আর পাঁচজনের মত আমিও একজন সাধারণ মানুষ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 কিন্তু পিতর তাঁকে উঠালেন, বললেন, উঠুন; আমি নিজেও তো এক জন মানুষ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 কিন্তু পিতর তাঁকে তুলে ধরলেন ও বললেন, “উঠে দাঁড়ান, আমিও একজন মানুষমাত্র!” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 কিন্তু পিতর তাঁহাকে উঠাইলেন, বলিলেন, উঠুন; আমি আপনিও মনুষ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 কিন্তু পিতর তাঁকে বললেন, “আহা, কি করছেন, উঠুন! আমি তো একজন সামান্য মানুষ মাত্র।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 কিন্তু পিতর তাঁকে তুললেন, বললেন উঠুন; আমি নিজেও একজন মানুষ। অধ্যায় দেখুন |