Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 1:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 যীশুর কথা শেষ হলে তাঁরা দেখলেন, তিনি ঊর্ধ্বলোকে উন্নীত হচ্ছেন এবং সেই মুহূর্তে এক খণ্ড মেঘ এসে যীশুকে তাঁদের দৃষ্টির আড়াল করে দিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 এই কথা বলবার পর তিনি তাঁদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হলেন এবং একখানি মেঘ তাঁকে তাঁদের দৃষ্টিপথের আড়ালে নিয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 একথা বলার পর তাঁকে তাঁদের চোখের সামনেই স্বর্গে তুলে নেওয়া হল ও একখণ্ড মেঘ তাঁকে তাঁদের দৃষ্টির আড়াল করে দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 এই কথা বলিবার পর তিনি তাঁহাদের দৃষ্টিতে ঊর্দ্ধে নীত হইলেন, এবং একখানি মেঘ তাঁহাদের দৃষ্টিপথ হইতে তাঁহাকে গ্রহণ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 এই কথা বলার পর প্রেরিতদের চোখের সামনে তাঁকে আকাশে তুলে নেওয়া হল। আর এক খানা মেঘ তাঁকে তাঁদের দৃষ্টির আড়াল করে দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 যখন প্রভু যীশু এসব কথা বলছেন, তিনি তাঁদের চোখের সামনে স্বর্গে উঠে যেতে লাগলেন, একটি মেঘ তাঁদের দৃষ্টিপথ থেকে তাঁকে ঢেকে দিল।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 1:9
17 ক্রস রেফারেন্স  

রাতের সেই দর্শনে দেখলাম মনুষ্যরূপী একজনকে। মেঘবাহনে এলেন তিনি। এগিয়ে গেলেন সুপ্রাচীন সেই ব্যক্তির কাছে। সেই ব্যক্তির সামনে তাঁকে উপস্থিত করা হল।


শিষ্যদের সঙ্গে যীশুর কথা বলা হয়ে গেলে যীশুকে স্বর্গে নেওয়া হল, তিনি ঈশ্বরের দক্ষিণ দিকে উপবিষ্ট হলেন।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি ঘন মেঘের আড়ালে তোমার কাছে উপস্থিত হব যেন তোমার সঙ্গে আমার সমস্ত কথাবার্তা লোকে শুনতে পায়, তাহলে তারা চিরকাল তোমাকে বিশ্বাস করবে। মোশি তখন ইসরায়েলীয়দের বক্তব্য প্রভুকে জানালেন।


তাঁরা তখন স্বর্গ থেকে উচ্চকণ্ঠের আদেশ শুনতে পেলেন, “এখানে উঠে এস।” তাঁদের শত্রুদের সামনেই তকন তাঁরা মেঘবাহনে স্বর্গে আরোহণ করেলন।


তাহলে মানবপুত্রকে তাঁর পূর্ববর্তীস্থানে প্রত্যাবর্তন করতে দেখলে কি করবে?


ঠিক তখনই তারা পরাক্রম ও মহাগৌরবে বিভূষিত মানবপুত্রকে মেঘরথে আসতে দেখবে।


মিশর সম্বন্ধে দৈববাণী। মেঘরথে চড়ে দ্রুতগতিতে প্রভু পরমেশ্বর মিশরে আসছেন। মিশরের অলীক প্রতিমারা থরথর করে কাঁপছে তাঁর সামনে। মিশরীরা সাহস হারিয়েছে।


তিনি আরোহণ করেছেন ঊর্ধ্বে, বন্দী করে এনেছেন পরাজিতদের। মানুষের কাছ থেকে, এমন কি বিদ্রোহীদের কাছ থেকেও তিনি গ্রহণ করেছেন উপঢৌকন, ঈশ্বর, প্রভু পরমেশ্বর বাস করবেন সেখানে।


এঁরা কেউ নারী সংস্পর্শে কলুষিত হয়নি, কারণ এঁরা কৌমারব্রতী। মেষশাবক যেখানে যান এঁরাও সেখানে তাঁর অনুসরণ করেন। ঈশ্বর ও মেষশাবকের উদ্দেশ্যে এঁরা মানবজাতির শ্রেষ্ঠাংশরূপে উদ্ধারপ্রাপ্ত।


দেখ, মেঘবাহনে তিনি আসিতেছেন! প্রতিটি নয়ন তাঁকে দেখবে, দেখবে তারাও যারা তাঁকে বিদ্ধ করেছিল। পৃথিবীর সমস্ত মানবগোষ্ঠী তাঁর জন্য বিলাপ করবে। অবশ্যই করবে, আমেন।


প্রভু পরমেশ্বর মেঘের আড়ালে সেখানে অবতীর্ণ হয়ে মোশির পাশে এসে দাঁড়ালেন এবং তিনিই যে ‘ইয়াহ্ওয়েহ্, সেই নিত্যসত্তা চিরায়ত প্রভু পরমেশ্বর’, তাঁর এই পরিচয় তাঁকে জানালেন।


হে গালীল নিবাসীবৃন্দ! কেন তোমরা এভাবে আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে আছ? যেমন ভাবে আজ যীশুকে স্বর্গে আরোহণ করতে দেখলে, ঠিক সেইভাবেই আবার তিনি ফিরে আসবেন।


তারপরে অবশিষ্ট আমরা যারার জীবিত থাকব তারা অন্তরীক্ষে প্রভুর সঙ্গে মিলিত হবার জন্য তাঁদের সহ্গে মেঘযোগে উন্নীত হব এবং চিরকাল প্রভুর কাছে থাকব।


একথা কেউ-ই অস্বীকার করতে পারবে না যে আমাদের ধর্মের নিগূঢ়তত্ত্ব কত গভীর। মর্ত্যে মানবরূপে ঘটল লতাঁর আত্মপ্রকাশ, দিব্য আত্মার প্রভাবে তিনি হলেন স্বীকৃত, দূতবৃন্দ প্রত্যক্ষ করল তাঁকে। সর্বজাতির মাঝে কীর্তিত হলেন তিনি, বিশ্বমানবের মাঝে হলেন বন্দিত, দ্যুলোকে উন্নীত হলেন বিপুল গৌরবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন