Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 1:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 তাঁদের দুজনের নামে পাশার দান ফেলা হলে মত্তথিয় নির্বাচিত হলেন এবং বারোজন প্রেরিত শিষ্যের তালিকাভুক্ত হলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 পরে তাঁরা উভয়ের জন্য গুলিবাঁট করলেন, আর মত্তথিয়ের নামে গুলি উঠলো; তাতে তিনি এগার জন প্রেরিতের সঙ্গে গণিত হলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 পরে তাঁরা গুটিকাপাত করলেন ও মত্তথিয়ের নামে গুটি উঠল। এইভাবে তিনি সেই এগারোজন প্রেরিতশিষ্যের সঙ্গে যুক্ত হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 পরে তাঁহারা উভয়ের জন্য গুলিবাঁট করিলেন, আর মত্তথিয়ের নামে গুলি উঠিল; তাহাতে তিনি এগারো জন প্রেরিতের সহিত গণিত হইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 এরপর তাঁরা ঐ দুজনের জন্য ঘুঁটি চাললেন আর মত্তথিয়ের নাম উঠল। এইভাবে তিনি এগারো জন প্রেরিতের সঙ্গে প্রেরিত বলে গন্য হলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 পরে তারা দুজনের জন্য গুলিবাঁট করলেন, আর মত্তথিয়ের নামে গুলি পড়ল, তাতে তিনি এগারো জন প্রেরিতের সঙ্গে যোগ দিলেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 1:26
15 ক্রস রেফারেন্স  

তারপর হারোণ ঐ ছাগ দুটির নির্বাচনের জন্য পাশার দান ফেলবে। এদের একটি থাকবে প্রভু পরমেশ্বরের জন্য এবং অন্যটিকে বিসর্জন দেওয়া হবে।


যিহোশূয় শীলোতে প্রভু পরমেশ্বরের সম্মুখে পাশার দান ফেলে ইসরায়েলীদের প্রত্যেকের অংশ নির্ধারণ করলেন এবং সেই অনুযায়ী তাদের মধ্যে দেশ বিভাগ করে দিলেন।


পরে নাবিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, এস, আমরা পাশার ঘুঁটি চেলে দেখি, কার দোষে আমাদের এই বিপদ ঘটেছে। ঘুঁটি চেলে দেখা গেল, যোনার নাম উঠেছে।


ইলিয়াসর ও ইথামর–উভয়েরই বংশধরদের মধ্যে মন্দিরের সেবাইত ও ধর্মগুরুরা থাকায় লটারির মাধ্যমে তাঁদের দায়িত্ব বণ্টন করা হয়েছিল।


পিতর তখন এগারোজন প্রেরিত শিষ্যের সঙ্গে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে জনতাকে সম্বোধন করে বললেন, হে ইহুদী জনমণ্ডলী ও জেরুশালেম নিবাসী সমস্ত জনসাধারণ। দয়া করে আমার কথা শুনু।


জ্ঞানীর কাছে জ্ঞান জীবনের উৎস স্বরূপ, কিন্তু নির্বোধ নিজের মূর্খতার জন্য দণ্ডলাভ করে।


কনান দেশের সাতটি জাতিকে উচ্ছেদ করে সেই দেশে তিনি তাঁদের স্বত্বাধিকার দিলেন। প্রায় সাড়ে চারশো বছর এইভাবে কেটে গেল।


মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী তাঁরা পাশার দান ফেলে সাড়ে নয় গোষ্ঠীর অংশ নিরূপণ করেছিলেন।


ঈশ্বরের মন্দিরে প্রতি বৎসর নির্দিষ্ট সময়ে ঈশ্বরের বেদীতে হোমের জন্য কোন পরিবার কাঠের জোগান দেবে তা নির্ধারণ করার জন্য আমরা পুরোহিতেরা, লেবীয়েরা এবং সমস্ত লোক বিধান অনুযায়ী পাশা চেলে স্থির করলাম।


ইসরায়েলীদের নেতৃবৃন্দ জেরুশালেমে বসবাস করতে আরম্ভ করলেন। অবশিষ্ট লোকদের মধ্যে প্রতি দশটি পরিবারের একটি পরিবারকে অন্যান্য শহরে নগরে পাঠানোর জন্য পাশা চেলে স্থির করা হল।


পাশার দান নিজের পক্ষে হয়তো ফেলা যায়, কিন্তু প্রভুই সব কিছুই চূড়ান্ত নিষ্পত্তি করেন।


প্রেরিত শিষ্যেরা ফিরে এলেন যীশুর কাছে। যে সমস্ত কাজ তাঁরা করেছিলেন এবং লোককে যে শিক্ষা তাঁরা দিয়েছিলেন, সব কথা যীশুকে বললেন।


তখন তাঁরা দুজনের নাম প্রস্তাব করেন। একজনের নাম যোষেফ। বারাব্বাস নামেও তিনি পরিচিত ছিলেন। তাঁর উপাধি ছিল যুষ্ট। অপরজনের নাম মত্তথিয়।


নগরীর প্রাচীরের বারোটি ভিত্তিপ্রস্তর, সেগুলির উপরে মেষশাবকের বারোজন প্রেরিত শিষ্যের বারোটি নাম উৎকীর্ণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন