Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 1:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 গীতসংহিতায় লেখা আছেঃ গৃহ তার পরিত্যক্ত হোক, আর কেউ বাস না করুক সেখানে। এবং ‘অপর একজন গ্রহণ করুক তার কর্মভার!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 পিতর আরও বললেন, ‘বস্তুত জবুর শরীফে লেখা আছে, “তার নিবাস শূন্য হোক, তাতে বাস করে, এমন কেউ না থাকুক;” এবং “অন্য ব্যক্তি তার নেতার পদ প্রাপ্ত হোক।”

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 পিতর বললেন, “বস্তুত, গীতসংহিতায় লেখা আছে, “ ‘তার বাসস্থান শূন্য হোক; সেখানে বসবাস করার জন্য যেন কেউ না থাকে,’ আবার, “ ‘অন্য কেউ যেন তার নেতৃত্বের পদে নিযুক্ত হয়।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 বস্তুতঃ গীতপুস্তকে লেখা আছে, “তাহার নিবাস শূন্য হউক, তাহাতে বাস করে, এমন কেহ না থাকুক;” এবং “অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষ-পদ প্রাপ্ত হউক।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 বাস্তবিক, “গীতসংহিতায় লেখা আছে: ‘তার গৃহ যেন পরিত্যক্ত হয়; কেউ যেন তার মধ্যে বাস না করে।’ আরও লেখা আছে: ‘আর অন্য কেউ তার স্থান দখল করুক।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 কারণ গীতসংহিতায় লেখা আছে, “তার ভূমি খালি হোক, তাতে বাস করে এমন কেউ না থাক এবং তার পালকের পদ অন্য কাউকে দেওয়া হোক।”

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 1:20
9 ক্রস রেফারেন্স  

ওদের বাসস্থান হোক পরিত্যক্ত, সেখানে বাস করার মত কেউ অবশিষ্ট না থাকে যেন।


সেই পদ পূরণের জন্যে এই দুজনের মধ্যে কে তোমার মনোনীত তাকে দেখিয়ে দাও।


যীশুকে পুনরুত্থিত করে তাঁদের উত্তরপুরুষ —আমাদের কাছে ঈশ্বর সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। গীতসংহিতার দ্বিতীয় গীতেও এ সম্বন্ধে লেখা আছেঃ তুমি আমার পুত্র, আজ থেকে তোমার পিতা হলাম আমি।’


তারপর তাঁদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে আমি বলেছিলাম যে আমার সম্পর্কে মোশির বিধান শাস্ত্রে, নবীদের গ্রন্থে ও গীতসংহিতা যে সব কথা লেখা আছে —তার সবই পূর্ণ হবে।


কারণ দাউদ নিজেই তাঁর গীতে বলেছেনঃ পরমেশ্বর বলেন, তুমি আমার রাজা, তুমি আমার দক্ষিণে বস,


ভাইসব! যে যিহুদা যীশুকে বন্দী করার জন্য শত্রুপক্ষকে পথ দেখিয়ে এনেছিল, তার সম্পর্কে পবিত্র আত্মা দাউদের মাধ্যমে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, শাস্ত্রে উদ্ধৃত সেই বাণী পূর্ণ হয়েছে।


অন্য পাথর এনে ঐ পাথরগুলির জায়গায় বসাতে হবে এবং দেওয়ালের অন্য পলেস্তারা লাগাতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন