Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 1:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 যিহুদা আমাদের দলেরই একজন সভ্য ছিল এবং আমাদের সেবাব্রতের কাজে তারও সমান দায়িত্ব ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 কেননা সেই ব্যক্তি আমাদেরই এক জন ছিল এবং এই পরিচর্যা-কাজের অধিকার পেয়েছিল।’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 সে আমাদেরই একজন ছিল এবং আমাদের এই পরিচর্যায় অংশগ্রহণ করেছিল।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 কেননা সে ব্যক্তি আমাদের মধ্যে গণিত, এবং এই পরিচর্য্যার অধিকার প্রাপ্ত ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 কারণ সেই ব্যক্তি আমাদের সঙ্গে ছিল এবং এই পরিচর্য্যা কাজের লাভের ভাগিদার হয়েছিল।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 1:17
13 ক্রস রেফারেন্স  

সেই পদ পূরণের জন্যে এই দুজনের মধ্যে কে তোমার মনোনীত তাকে দেখিয়ে দাও।


তাঁদের অভননন্দন জানানোর পর ইহুদীদের মধ্যে তাঁর সেবাব্রতের মাধ্যমে ঈশ্বর যে কর্মসাধন করেছেন, পৌল একে একে সমস্ত বলে গেলেন।


আমার নিজের বিচারে আমার জীবন নগণ্য। প্রভু যীশুর কাছ থেকে ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার প্রচার করার যে দায়িত্ব আমি পেয়েছি ও সেবাব্রত গ্রহণ করেছি তা যদি পালন ও উদ্‌যাপন করতে পারি তাহলেই আমার কর্তব্য সুসম্পন্ন হবে।


তুমি যাদের আমায় দিয়েছ তাদের সঙ্গে আমি যখন ছিলাম তখন তোমার নামের গুণে আমি তাদের রক্ষণাবেক্ষণ করেছি। তাদের আর একজনও বিনষ্ট হয় নি শুধু সেই ব্যক্তি ছাড়া যার বিনাশ ছিল অবশ্যম্ভাবী-যেন শাস্ত্রের বাণী পূর্ণ হয়।


এবং যিহুদা ইষ্কারিয়োৎ, যে যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।


এ সবই ঈশ্বরের কীর্তি। তিনিই খ্রীষ্টের মাধ্যমে তাঁর সঙ্গে আমাদের মিলিত করেছেন এবং তাঁর সঙ্গে মানুষকে সম্মিলিত করার ব্রতে তিনিই আমাদের নিযুক্ত করেছেন।


সেইজন্য, ঈশ্বরের মহা অনুগ্রহে এই কার্যভার পেয়েছিল বলে আমরা কখনও হতাশ হই না।


বারনাবাস আর শৌল কাজ শেষ করে মার্ক ওরফে যোহনকে সঙ্গে নিয়ে জেরুশালেম থেকে ফিরে গেলেন।


যীশু কথা বলছিলেন, এমন সময় তাঁর বারোজন শিষ্যের অন্যতম যিহুদা বহু লোক সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হল। সে যীশুকে চুম্বন করার জন্য এগিয়ে আসতে যীশু তাকে বললেন, যিহুদা, প্রীতি-চুম্বনের ছলেই তুমি শেষে মানবপুত্রকে শত্রুর হাতে তুলে দিলে!


যাকোবের পুত্র যিহুদা ইস্কারিয়োথ, যিনি পরে বিশ্বাসঘাতকতা করেছিলেন।


কনানী শিমোন আর যিহুদা ইসকারিয়োথ-যে যীশুকে ধরিয়ে দিয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন