Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 9:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 সেই কণ্ঠস্বর তূর্যধারী ষষ্ঠ দূতকে নির্দেশ দিল, “ইউফ্রেটিস মহানদীর কাছে যে চারজন স্বর্গদূত আবদ্ধ রয়েছে তাদের মুক্ত করে দাও।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 তা সেই ষষ্ঠ তূরীধারী ফেরেশতাকে বললো, ফোরাত মহানদীর মধ্যে যে চার জন ফেরেশতা বাঁধা আছে, তাদেরকে মুক্ত কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 তা তূরীধারী সেই ষষ্ঠ স্বর্গদূতকে বলছিল, “ইউফ্রেটিস মহানদীর কাছে যে চারজন দূত রুদ্ধ আছে, তাদের মুক্ত করে দাও।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 উহা সেই ষষ্ঠ তূরীধারী দূতকে কহিল, ইউফ্রেটীস মহানদীর সমীপে যে চারি দূত বদ্ধ আছে, তাহাদিগকে মুক্ত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 সেই কন্ঠস্বর ষষ্ঠ তূরীধারী স্বর্গদূতকে বললেন, “ইউফ্রেটিস মহানদীর কাছে যে চারজন স্বর্গদূত হাত-পা বাঁধা অবস্থায় আছেন তাদের মুক্ত কর।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 যাঁর কাছে তূরী ছিল সেই ষষ্ঠ স্বর্গদূতকে বললেন, “যে চারজন দূত মহা নদী ইউফ্রেটীসের কাছে বাঁধা আছে, তাদের ছেড়ে দাও।”

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 9:14
12 ক্রস রেফারেন্স  

ষষ্ঠ দূত মহানদী ইউফ্রেটিসের উপর তাঁর পাত্র উপুড় করলেন। ফলে তার জল শুকিয়ে গেল, প্রাচ্যের নৃপতিদের আগমনের পথ হল প্রস্তুত।


তখন যে নির্দিষ্ট লগ্ন, দিন, মাস ও বৎসরে মানবজাতির এক-তৃতীয়াংশকে সংহার করার জন্য ঐ চজারজন দূতকে প্রস্তুত করা হয়েছিল তাদের মুক্তি দেওয়া হল।


সরায়, তুমি লোকদের সামনে পুস্তকটি পড়ার পর পুস্তকটির সঙ্গে একটি পাথর বেঁধে ইউফ্রেটিস নদীর জলে ফেলে দেবে এবং


এবার দাউদ আক্রমণ করলেন রেহবের পুত্র, সোবার রাজা হদ্‌দেষরকে। তিনি যাচ্ছিলেন ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলের উপর দখল কায়েম করতে। যুদ্ধে হদ্‌দেষর পরাজিত হলেন।


তৃতীয় নদীর নাম হিদ্দেকল, (টাইগ্রিস) এটি আসিরিয়া দেশের পূর্বদিক দিয়ে প্রবাহিত। চতুর্থ নদীটির নাম ফরাৎ (ইউফ্রেটিস)।


তখন সেই সাতজন তূর্যধারী স্বর্গদূত তূর্যধ্বনি করার জন্য প্রস্তুত হলেন।


এর পরে আমি দেখলাম, পৃথিবীর চার কোণে চারজম স্বর্গদূত দাঁড়িয়ে পৃথিবীর চার বায়ুর পথরোধ করছেন যেন পৃথিবীতে, সমুদ্রে কিম্বা কোন বৃক্ষের উপর বাতাস বইতে না পারে।


পরে আমি দেখলাম, ঈশ্বরের সম্মুখে যে সাতজন স্বর্গদূত দাঁড়িয়ে থাকেন তাঁদের হাতে সাতটি তুরী দেওয়া হল।


সেদিন প্রভু পরমেশ্বর অব্রামের সঙ্গে সন্ধিচুক্তি স্থাপন করে বললেন, মিশরের নদী থেকে মহানদ ফরাৎ (ইউফ্রেটিস) পর্যন্ত বিস্তৃত এই দেশ আমি তোমার বংশধরদের দিলাম।


এবার তোমরা ইমোরীদের পার্বত্য অঞ্চল ও তার নিকটবর্তী সকল স্থান, আরাবা উপত্যকা, পার্বত্য অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণে নেগেব অঞ্চল, সমুদ্রের উপকূল ভাগে কনান ও লেবানন দেশ হয়ে মহানদী ইউফ্রেটিস অভিমুখে যাত্রা কর।


মরুপ্রান্তর থেকে লেবানন এবং মহানদী ইউফ্রেটিস পর্যন্ত হিত্তীয়দের সমগ্র অঞ্চল এবং অস্তাচলের দিকে মহাসিন্ধু পর্যন্ত এলাকা হবে তোমাদের দেশ।


তারপর দেখলাম, পূবর্দিক থেকে আর একজন স্বর্গদূত উঠে আসছেন। তাঁর কাছে রয়েছে জীবন্ময় ঈশ্বরের সীলমোহর। পৃথিবী ও সমুদ্রের অনিষ্ট করার ক্ষমতা যাদের দেওয়া হয়েছিল, সেই চারজন স্বর্গদূতকে তিনি উচ্চকণ্ঠে ডেকে বললেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন