Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 7:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 শিমিয়োন গোষ্ঠীর বারো হাজারলেবি গোষ্ঠীর বারো হাজারইষাখর গোষ্ঠীর বারো হাজার

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 শিমিয়োন-বংশের বারো হাজার; লেবি-বংশের বারো হাজার; ইষাখর-বংশের বারো হাজার;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 শিমিয়োন গোষ্ঠী থেকে 12,000 জন, লেবি গোষ্ঠী থেকে 12,000 জন, ইষাখর গোষ্ঠী থেকে 12,000 জন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 শিমিয়োন-বংশের দ্বাদশ সহস্র; লেবি-বংশের দ্বাদশ সহস্র; ইষাখর-বংশের দ্বাদশ সহস্র;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 শিমিয়োন গোষ্ঠীর 12,000 লেবি গোষ্ঠীর 12,000 ইষাখর গোষ্ঠীর 12,000

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 শিমিয়োন বংশের বারো হাজার লোককে, লেবি-বংশের বারো হাজার লোককে, ইষাখর বংশের বারো হাজার লোককে,

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 7:7
14 ক্রস রেফারেন্স  

যাকোবের বারোটি পুত্র ছিল। লেয়ার সন্তানঃ যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ, শিমিয়োন, লেবি, যিহুদা ইষাখর ও সবুলুন।


এরা সকলেই শিমিয়োনের বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল বাইশ হাজার দুশো।


যিহূদা গোষ্ঠীর লোকেরা তখন তাদের জ্ঞাতি শিমিয়োন গোষ্ঠীর লোকদের বলল, যে অঞ্চল আমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এস, আমরা সেখানে একসাথে গিয়ে কনানীদের আক্রমণ করি। তারপর আমরাও তোমাদের সাথে তোমাদের জন্য নির্দিষ্ট এলাকায় যাব।


সেই মিদিয়নী নারীর সঙ্গে যে ইসরায়েলী লোকটি নিহত হয়েছিল তার নাম জিম্‌রী। সে ছিল সালুর পুত্র এবং শিমিয়োন গোষ্ঠীর একজন কুলপতি।


জন্মের ক্রম অনুযায়ী লেবির সন্তানদের নাম: গের্শোন, কোহাৎ ও মরারি। লেবি একশ’ সাঁইত্রিশ বছর বেঁচে ছিলেন।


শিমিয়োন ও লেবি দুই সহোদর, দৌরাত্ম্যের জন্যই তাদের অস্ত্রধারণ।


লেয়া বললেন, আমি আমার স্বামীর কাছে আমার দাসীকে দিয়েছিলাম, তার পুরস্কার ঈশ্বর আমাকে দিলেন। তিনি তাই ছেলেটির নাম রাখলেন ইষাখর (পুরস্কার)।


এরপর তৃতীয় বার তিনি আর একটি পুত্রের জন্ম দিলেন এবং বললেন, এবার আমার স্বামী আমার প্রতি আসক্ত হবেন, কারণ আমি তাঁর তিনটি পুত্রের জননী হয়েছি। তাই তার নাম রাখা হল লেবি (আসক্ত)।


চতুর্থবার পাশার দান ফেলে ইষাখর গোষ্ঠীর পরিবারসমূহের জন্য এলাকা নির্দিষ্ট করা হল।


দ্বিতীয়বার পাশার দান ফেলে শিমিয়োন গোষ্ঠীর জন্য এলাকা নির্দিষ্ট করা হল। যিহুদা গোষ্ঠীর এলাকার মধ্যে তাদের এলাকা নির্দিষ্ট হল।


দ্রাক্ষালতায় সে বেঁধে রাখবে আপন গর্দভ, সেরা দ্রাক্ষাকুঞ্জে বাঁধা থাকবে তার গর্দভশাবক। দ্রাক্ষারসে ধৌত তার বসন রক্তিম দ্রাক্ষানির্যাসে সিক্ত তার পরিচ্ছদ।


আশের গোষ্ঠীর বারো হাজারনপ্তালি গোষ্ঠীর বারো হাজার


সবুলুন গোষ্ঠীর বারো হাজার,যোষেফ গোষ্ঠীর বারো হাজারবিন্যামীন গোষ্ঠীর বারো হাজার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন