প্রকাশিত বাক্য 6:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 তিনি যখন চতুর্থ সীলমোহরর খুললেন তখন আমি চতুর্থ প্রাণীকে বলতে শুনলাম, ‘এস’। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 পরে তিনি যখন চতুর্থ সীলমোহরটি খুললেন, তখন আমি চতুর্থ প্রাণীর এই বাণী শুনলাম, এসো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 মেষশাবক যখন চতুর্থ সিলমোহর খুললেন, আমি শুনতে পেলাম চতুর্থ জীবন্ত প্রাণীর কণ্ঠস্বর বলছে, “এসো!” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পরে তিনি যখন চতুর্থ মুদ্রা খুলিলেন, তখন আমি চতুর্থ প্রাণীর এই বাণী শুনিলাম, আইস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 মেষশাবক যখন চতুর্থ সীলমোহরটি ভাঙলেন, তখন আমি সেই প্রাণীদের মধ্যে চতুর্থ জনকে বলতে শুনলাম, “এস!” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 যখন মেষ শিশু চতুর্থ সীলমোহর খুললেন তখন আমি চতুর্থ জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, “এস।” অধ্যায় দেখুন |