Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 6:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 এর পরে আমি দেখলাম, তিনি যখন ষষ্ঠ সীলমোহর খুললেন তখন মহাভূমিকম্প হল। সূর্য কালো কম্বলের মত এবং পূর্ণচন্দ্র রক্তের মত হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 পরে আমি দেখলাম, তিনি যখন ষষ্ঠ সীলমোহরটি খুললেন, তখন মহা ভূমিকমপ হল; এবং সূর্য চটের মত কালো রংয়ের ও পূর্ণচন্দ্র রক্তের মত হল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 পরে আমি দেখলাম, তিনি ষষ্ঠ সিলমোহরটি খুললেন। তখন এক মহা ভূমিকম্প হল। সূর্য ছাগলের লোমে বোনা কম্বলের মতো কালো রংয়ের আর সম্পূর্ণ চাঁদ রক্তের মতো লাল রংয়ে রূপান্তরিত হল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 পরে আমি দেখিলাম, তিনি যখন ষষ্ঠ মুদ্রা খুলিলেন, তখন মহাভূমিকম্প হইল; এবং সূর্য্য লোমজাত কম্বলের ন্যায় কৃষ্ণবর্ণ ও পূর্ণচন্দ্র রক্তের ন্যায় হইল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 পরে আমি যা দেখলাম, তিনি ষষ্ঠ সীলমোহরটি ভাঙলেন। তখন ভীষণ ভূমিকম্প হল। সূর্য কালো শোকবস্ত্রের মত হয়ে গেল আর চাঁদ রক্তের মতো লাল হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তারপর আমি দেখলাম, মেষ শিশু যখন ষষ্ঠ সীলমোহর খুললেন, তখন ভীষণ ভূমিকম্প হল। সূর্য্য একেবারে চট বস্ত্রের মত কালো হয়ে গেল এবং পুরো চাঁদটাই রক্তের মত লাল হয়ে উঠল।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 6:12
31 ক্রস রেফারেন্স  

সে সব দিনের দুঃখ ক্লেশের শেষে, সূর্য ঢেকে যাবে অন্ধকারে, চাঁদ আর দেবে না আলো, আকাশ থেকে খসে পড়বে তারকারাজি প্রকম্পিত হবে নভোমণ্ডল।


তারা যত এগিয়ে চলে, পৃথিবী কাঁপতে থাকে, শিউরে ওঠে আকাশ, সূর্য-চন্দ্র আঁধারে ঢেকে যায়, নক্ষত্রপুঞ্জ হয় দীপ্তিহীন।


চন্দ্র সূর্য ঢেকে গেছে অন্ধকারে, নক্ষত্ররাজি সংবরণ করেছে দীপ্তি।


প্রভু পরমেশ্বর বলেছেনঃ সেদিন মধ্যাহ্নে আমি সূর্যাস্ত ঘটাব, প্রখর দিবালোকময় সারা পৃথিবীকে করব অন্ধকারাচ্ছন্ন।


তখন বিদ্যুৎ চমকাতে লাগল, নানাবিধ ধ্বনি, বজ্রনাদ ও বূমিকম্প হতে লাগল পৃথিবীতে। মানুষ সৃষ্টির পর এমন প্রচণ্ড ভূমিকম্প কখনও হয়নি।


সেই মুহুর্তে প্রচণ্ড ভূমিকম্প হল এবং নগরের দশভাগের এক ভাগ ধ্বসে পড়ল। সাত হাজার লোক মারা গেল সেই ভূমিকম্পে। বাকী সবাই সন্ত্রস্ত হয়ে স্বর্গবাসী ঈশ্বরের স্তবস্তুতি করতে লাগল।


জলাভাবে মৎস্যকুল মরে নি কি আকন্ঠ তৃষ্ণায়? করি নি কি আচ্ছন্ন আকাশমণ্ডলকে ঘোর অন্ধকারে, যেন শোকবস্ত্র করেছে ধারণ।


অকস্মাৎ, অপ্রত্যাশিতভাবে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ ও ঝঞ্ঝা এবং ভূমিকম্পের মধ্য দিয়ে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তোমাদের উদ্ধার করবেন। তিনি পাঠাবেন ঘূর্ণিঝড় ও সর্বগ্রাসী লেলিহান অগ্নি।


তারপর সেই স্বর্গদূত বেদীর আগুনে সেই ধূপদানীটা ভরে দিলেন এবং পৃথিবীতে নিক্ষেপ করলেন। ফলে মেঘগর্জন, নানা রকমের শব্দ, বিদ্যুৎ-চমক ও ভূমিকম্প হতে লাগল।


যেদিন পরমেশ্বরের ভাস্বর মহিমায় চাঁদ-সূর্য লজ্জায় মুখ ঢাকবে, চাঁদের বুকে নেমে আসবে অন্ধকার, সূর্য আর আলো দেবে না কারণ সর্বশক্তিমান প্রভু পরমেশ্বরই রাজ্যভার গ্রহণ করবেন। সিয়োন পর্বতের উপরে রাজধানী জেরুশালেম থেকেই তিনি পরিচালনা করবেন, সমগ্র রাজ্য এবং জননায়কেরা দেখবে তাঁর মহিমা।


একে জাতির বিরুদ্ধে অন্য জাতির, এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্রের অভ্যুত্থান হবে এবং বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প দেখা দেবে।


বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সারা দেশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে রইল।


এমন সময়ে হঠাৎ প্রবল ভূমিকম্প হল-প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সমাধির পাথর সরিয়ে তার উপর বসলেন।


শতপতি সেনানায়ক ও তাঁর সঙ্গে যাঁরা যীশুকে পাহারা দিচ্ছিলেন তাঁরা ভূমিকম্প আর ঐ সমস্ত ঘটানা ঘটতে দেখে ভয়ে অভিভূত হয়ে বললেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।


বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সারা দেশ অন্ধকার হয়ে রইল।


তখন তোমরা সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে। যিহুদীয়ার রাজা উৎসিয়ের আমলে ভূমিকম্পের সময় যেভাবে তোমাদের পূর্বপুরুষেরা পালিয়েছিল, সেইভাবেই তোমরা পালিয়ে যাবে। তখন আমার প্রভু পরমেশ্বর তাঁর পবিত্র বাহিনী সঙ্গে নিয়ে আবির্ভূত হবেন।


আমোসের দিব্যদর্শন ও বাণী। আমোস ছিলেন তেকোয়া শহরের একজন মেষপালক। যিহুদীয়ার রাজা উষিয় ও যোয়াশের পুত্র ইসরায়েলের রাজা যারবিয়ামের আমলে ভূমিকম্পের দুবছর আগে ইসরায়েল সম্পর্কে তিনি এই দিব্যদর্শন লাভ করেন।


সূর্য, চন্দ্র তারকারাজি ধূলায় পরিণত হবে। আকাশমণ্ডল চোখের নিমিষে মাদুরের মত গুটিয়ে অদৃশ্য হয়ে যাবে। দ্রাক্ষালতা বা ডুমুরের জীর্ণ পাতার মত ঝরে পড়বে আকাশের তারাগুলি।


হায় কোরাসিন! হায় বেৎসৈদা! ধিক তোমাদের! তোমাদের মধ্যে যে সমস্ত অলৌকিক কার্য সাধিত হয়েছে, সে সব যদি টায়ার ও সীদোন অঞ্চলে সাধিত হত তাহলে সেখানকার লোকজন অনেক আগেই হৃদয়ের পরিবর্তন করে চট পরিধান করত ও দেহে ভস্ম মাখত।


এর পরে চতুর্থ দূত তূর্যধ্বনি করলেন। তখন সূর্য, চন্দ্র এবং নক্ষত্ররাজি প্রতিটির এক-তৃতীয়াংশের বিস্ফোরণ হল, ফলে এক-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন হল। দিনের এক-তৃতীয়াংশ আলোকবিহীন হল। রাতেরও হল একই অবস্থা।


এরপরে চতুর্থ দূত সূর্যের উপর তাঁর পাত্র উপুড় করলেন। তখন সূর্য পেল মানবকুল দগ্ধ করার ক্ষমতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন