Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 3:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তবুও সার্দিসে এমন কিছু লোক রয়েছে যারা তাদের বসন অশুচি করে নি। তারা শুভ্রবাস পরিহিত হয়ে আমার সঙ্গে চলাফেরা করবে, কারণ তারা যোগ্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তবুও সার্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে, যারা নিজ নিজ পোশাক মলিন করে নি; তারা সাদা পোশাক পরে আমার সঙ্গে যাতায়াত করবে; কেননা তারা যোগ্য।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তবুও সার্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে, যারা নিজেদের পোশাক কলুষিত করেনি। তারা সাদা পোশাক পরে আমার সান্নিধ্যে জীবনযাপন করবে, কারণ তারা যোগ্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তথাপি সার্দ্দিতে তোমার এমন কয়েকটী লোক আছে, যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই; তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে; কেননা তাহারা যোগ্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “যাই হোক্, সার্দ্দিতে তবু এমন কিছু লোক তোমার দলে আছে যারা তাদের বস্ত্র কলুষিত করে নি; তারা শুভ্র বস্ত্র পরে আমার সঙ্গে চলাফেরা করবে, কারণ তারা তার যোগ্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কিন্তু সার্দ্দিতে তোমার এমন কয়েক জন লোকের নাম আছে, যারা নিজের কাপড় চোপড় নোংরা করে নি; তারা যোগ্য লোক বলেই সাদা পোষাক পরে আমার সাথে চলাচল করবে।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 3:4
31 ক্রস রেফারেন্স  

এর পর আমি দেখলাম, প্রত্যেক জাতির, গোষ্ঠীর, সমাজের ও ভাষার বহু লোক —তাদের সংখ্যা নির্ণয় করার সাধ্য কারও নেই, তারা সিংহাসনের ও মেষশাবকের সামনে দাঁড়িয়ে আছে। তাদের পরণে শুভ্রবসন, হাতে খর্জুর পত্র।


যে বিজয়ী হবে তাকে শুভ্রবাস পরানো হবে। আমি তার নাম জীবনপুস্তক থেকে মুছে ফেলব না। আমার পিতা এবং তাঁর দূতবৃন্দের সমক্ষে আমি তাকে স্বীকৃতি দেব।


তখন তাঁদের প্রত্যেককে শুভ্রবসন দেওয়া হল। বলা হল, তাঁদের যে সহকর্মী ও ভ্রাতারা তাঁদের মতই নিহত হবেন, তাঁদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁরা যেন আর কিছুকাল বিশ্রাম করেন।


বিশুদ্ধ শুভ্র ক্ষৌম বসন পরিহিত স্বর্গীয় সেনাবাহিনী শ্বেত অশ্বে আরোহণ করে তাঁর অনুসরণ করে।


সেই সিংহাসনের চারদিকে রয়েছে আরও চব্বিশটি সিংহাসন। সেগুলিতে বসে আছেন চব্বিশজন প্রবীণ। তাঁদের পরণে শুভ্রবসন, মস্তকে সুবর্ণ কিরীট।


এইজন্যই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে এই জিনিসগুলো কিনে নাও–অগ্নিশুদ্ধ কাঞ্চন, যেন ধনী হতে পার, শুভ্র বসন, যার দ্বারা তোমার নগ্নতার লজ্জা হবে আবৃত, এবং কাজল, যা চোখে লাগালে তুমি দেখতে পাবে।


উজ্জ্বল ও শুচিশুদ্ধ ক্ষৌম বসনতাকে দেওয়া হয়েছে।(পুণ্যাত্মাদের পুণ্যকীর্তিই হচ্ছে সেই ক্ষৌম বসন।)”


অন্যদের আগুনের মুখ থেকে উদ্ধার কর। অন্যান্যদের অনুকম্পা কর কিন্তু সাবধানে তাদেরর বাসনা কলঙ্কিত বসন ঘৃণা কর।


তাই সব সময়ে সতর্ক থেকো এবং প্রার্থনা করো যেন যা কিছু ঘটবে সেই সবের হাত থেকে উদ্ধার পেতে পার এবং মানবপুত্রের সামনে দাঁড়াবার শক্তিলাভ কর।


সমাধিগুহার মধ্যে ঢুকতেই তাঁরা দেখতে পেলেন শুভ্র বসন পরা একটি যুবক ডান দিকে বসে আছে। দেখে তাঁরা খুব অবাক হয়ে গেলেন।


কিন্তচু যারা পরলোকে উত্তরণের ও মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হবার যোগ্য বলে গণ্য হয়েছে, তারা বিবাহ করে না, কিম্বা তাদের বিবাহ দেওয়অ হয় না।


যে কোনো শহরে কিম্বা গ্রামে তোমরা প্রবেশ করবে, প্রথমেই সন্ধান করবে সেখানে ভালো লোক কে আছে। অন্য কোথাও না যাওয়া পর্যন্ত তোমরা তাঁর সঙ্গেই থাকবে।


সেই মুহুর্তে প্রচণ্ড ভূমিকম্প হল এবং নগরের দশভাগের এক ভাগ ধ্বসে পড়ল। সাত হাজার লোক মারা গেল সেই ভূমিকম্পে। বাকী সবাই সন্ত্রস্ত হয়ে স্বর্গবাসী ঈশ্বরের স্তবস্তুতি করতে লাগল।


ঈশ্বরের রাজের যোগ্য হওয়ার জন্যই তোমাদের এই দুঃখকষ্ট সহ্য করতে হচ্ছে এবং এর মাঝেই তোমরা ঈশ্বরের ন্যায়বিচারের প্রমাণ পাবে।


আমরা সকলেই পাপে লিপ্ত ছিলাম। আমাদের সর্বাপেক্ষা পুণ্যকর্মও কলুষমুক্ত ছিল না, ছিল জীর্ণ মলিন বস্ত্রের মত। বাতাস যেমন উড়িয়ে নিয়ে যায় শুকনো পাতা, তেমনি আমাদের পাপ উড়িয়ে নিয়ে যায় আমাদের।


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


জাগ, জাগ হে জেরুশালেম জাগ্রত হও বীর বিক্রমে, হে ঈশ্বরের পবিত্র নগরী, সুসজ্জিত হও মনোরম বস্ত্রসম্ভারে! তোমার তোরণ পার হয়ে তোমাদের সুন্নত সংস্কারহীন অনাচারীরা আর কখনও করবে না প্রবেশ।


সর্বশক্তিমান ঈশ্বর যেদিন করেছিলেন ছত্রভঙ্গ রাজন্যবর্গকে, সালমোন পাহাড়ে সেদিন হয়েছিল তুষারপাত।


মর্দখয় নীল ও সাদা রঙের রাজবস্ত্র, বেগুনী রঙের অতি সূক্ষ্ম আবরণ এবং সুন্দর এক স্বর্ণমুকুট পরে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন। তখন শুশানের সমস্ত পথ হর্ষধ্বনি ও আনন্দরবে মুখরিত হয়ে উঠল।


এই ঘটনার কয়েকদিন পরে প্রায় একশো কুড়িজন খ্রীষ্টবিশ্বাসী এক সভায় মিলিত হলেন। পিতর তখন উঠে দাঁড়িয়ে বললেন,


সিয়োনের শোকার্ত মানুষের কাছে, দুঃখ নয়, সাজাতে আনন্দের উপচার কন্ঠে পরাতে মহানন্দের পুষ্পমাল্য, আর্তনাদ নয়, সাজাতে স্তবের অর্ঘ্য তিনি প্রেরণ করেছেন আমায়। তারা হবে স্বয়ং প্রভু পরমেশ্বরের আপন হাতে রোপিত বৃক্ষের মত। তাদের সকল কর্ম হবে ন্যায্য তাদের কর্মে মহিমান্বিত হবেন ঈশ্বর।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যদি কিছু লোককে রক্ষা না করতেন, তাহলে জেরুশালেম সদোম-ঘমোরার মত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেত।


তবুও বেলদেবের সামনে নতজানু হয় নি বা তার বিগ্রহ চুম্বন করে নি, ইসরায়েলীদের মধ্যে এমন সাত হাজার লোককে আমি অবশিষ্ট রাখব।


ঘোষিত হল এই বাণী, ‘তুমি যা কিছু দেখছ সবই একটি গ্রন্থে লেখ এবং ইফিসাস্, স্মার্ণা, পর্গামাস্, থুয়াতিরা, সার্দিস, ফিলাডেলফিয়া ও লায়োদেকিয়া —এই সপ্ত মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।


এঁরা কেউ নারী সংস্পর্শে কলুষিত হয়নি, কারণ এঁরা কৌমারব্রতী। মেষশাবক যেখানে যান এঁরাও সেখানে তাঁর অনুসরণ করেন। ঈশ্বর ও মেষশাবকের উদ্দেশ্যে এঁরা মানবজাতির শ্রেষ্ঠাংশরূপে উদ্ধারপ্রাপ্ত।


পশম কিম্বা রেশম নির্মিত বস্ত্রের টানা কিম্বা পোড়েনে, অথবা চামড়ায় বা চামড়ার তৈরী কোন দ্রব্যে এই রকম দাগ হয়,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন