Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 3:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 যে জয়ী হবে আমি তাকে আমার ঈশ্বরের মন্দিরের স্তম্ভস্বরূপ করব, সে কখনও স্থানচ্যূত হবে না। তার উপরে আমি লিখব আমার ঈশ্বরের নাম। লিখব আমার ঈশ্বরের নতুন নগরীর নাম —নতুন জেরুশালেম যা স্বর্গ থেকে, আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। আর লিখব আমার নিজের নতুন নাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 যে জয় করে, তাকে আমি আমার আল্লাহ্‌র গৃহের স্তম্ভস্বরূপ করবো এবং সে আর কখনও সেখান থেকে বাইরে যাবে না; এবং তার উপরে আমার আল্লাহ্‌র নাম লিখব এবং আমার আল্লাহ্‌র নগরী যে নতুন জেরুশালেম বেহেশত থেকে, আমার আল্লাহ্‌র কাছ থেকে নেমে আসবে, তার নাম এবং আমার নতুন নাম লিখব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 যে বিজয়ী হয়, তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের এক স্তম্ভস্বরূপ করব। তারা কখনও সেখান থেকে বাইরে যাবে না। আমি তার উপরে আমার ঈশ্বরের নাম ও আমার ঈশ্বরের সেই নগর সেই নতুন জেরুশালেমের নাম লিখব, যা আমার ঈশ্বরের কাছ থেকে, স্বর্গ থেকে নেমে আসছে; এবং তার উপরেও আমি আমার নতুন নাম লিখব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 যে জয় করে, তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভস্বরূপ করিব, এবং সে আর কখনও তথা হইতে বাহিরে যাইবে না; এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরী যে নূতন যিরূশালেম স্বর্গ হইতে, আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 যে বিজয়ী হয় তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে একটি স্তম্ভ করব, আর তাকে কখনও সেই মন্দির থেকে বাইরে যেতে হবে না। তার ওপর আমি আমার ঈশ্বরের নাম আর আমার ঈশ্বরের নগরের নাম লিখব। সেই নগর হল নতুন জেরুশালেম। সেই নগর ঈশ্বরের কাছ থেকে স্বর্গ হতে নেমে আসছে। আমার নতুন নামও আমি তার ওপর লিখে দেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আমার ঈশ্বরের স্বর্গ থেকে যে জয়ী হবে, তাকে আমি আমার ঈশ্বরের উপাসনালয়ের একটা থাম করব এবং সে আর কখনও এখান থেকে বাইরে যাবে না; এবং আমি তার উপরে আমার ঈশ্বরের নতুন নামও লিখব এবং আমার ঈশ্বরের শহরের নাম লিখব। নতুন যিরূশালেমই সেই শহর। স্বর্গের ভেতর থেকে আমার কাছ থেকে এই শহর নেমে আসবে।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 3:12
26 ক্রস রেফারেন্স  

তাঁর সেবকেরা তাঁর আরাধনা করবে, দর্শন করবে তাঁর শ্রীমুখ। তাঁর রনাম অঙ্কিত থাকবে তাদের ললাটে।


আমি দেখলাম, পবিত্র নগরী নূতন জেরুশালেম স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ তেকে নেমে আসছে। বরের সঙ্গে মিলনোন্মুখ বধূর মত তার প্রস্তুতি ও সাজসজ্জা।


এর পরে আমি চেয়ে দেখলাম মেষশাবক সিয়োন পর্বতের উপর দাঁড়িয়ে আছেন। তাঁর সঙ্গে রয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোক, তাদের ললাটে তাঁর ও তাঁর পিতার নাম অঙ্কিত।


ঈশ্বরই যে আমাকে বরদান করেছেন, একথা উপলব্ধি করে যাকোব , যোহন ও পিতর, যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে স্বীকৃত —তাঁরা আমাকে ও বার্নাবাসকে করমর্দন করে সহকর্মী বলে গ্রহণ করলেন। স্থির হল, আমরা যাব অইহুদীদের মধ্যে, আর তাঁরা যাবেন ইহুদীদের কাছে।


শোন যিরমিয়! এ দেশের প্রতিটি মানুষ—যিহুদীয়ার রাজারা, রাজকর্মচারীরা, পুরোহিতেরা এবং সমস্ত প্রজাবৃন্দ, সকলে তোমার বিরুদ্ধে যাবে। কিন্তু তাদের রোধ করার জন্য আমি তোমায় শক্তিদান করছি। তুমি হবে একটি সুরক্ষিত দুর্গনগরীর মত। লৌহ স্তম্ভের মত হবে তুমি, হবে পিত্তলের প্রাচীরের মত। তারা তোমাকে পরাজিত করতে পারবে না। কারণ আমি থাকব তোমার সঙ্গে, তোমাকে রক্ষা করব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন। যে জয়ী হবে তাকে আমি গুপ্ত মান্নার অংশ দেব। এক খণ্ড শ্বেতপাথরও দেব তাকে, সেই পাথরের উপর লেখা আছে এক নতুন নাম। সেই নাম যাকে দেওয়অ হয়েছে সে ছাড়া আরর কেউ জানে না।


তোমরা এখন সিয়োন পর্বতে জাগ্রত ঈশ্বরের নগরী স্বর্গীয় জেরুশালেমে এসেছ। অসংখ্য দূতবাহিনীর উৎসব-সমাবেশে,


আমরা শুনেছি ঈশ্বরের মহান কীর্তির কথা, স্বচক্ষে আজ দেখেছি সে কীর্তি আমাদের আরাধ্য ঈশ্বর, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের নগরীতে। জেনেছি, তিনি তাঁর নগরীকে নিরাপদে রাখবেন চিরকাল। সেলা


বৎসগণ, তোমরা ঈশ্বরের প্রভা, তোমরা ঐ আত্মাদের পরাস্ত করেছ, কারণ তোমাদের অন্তরে যিনি বাস করেন তিনি জগতে যে বিচরণ করছে তার চেয়ে মহান।


হীরাম মন্দিরে প্রবেশ পথ বারান্দার সামনে স্তম্ভ দুটি স্থাপন করল। দক্ষিণ দিকের স্তম্ভটির নাম রাখল ‘যাখিন’ [ঈশ্বর] এবং উত্তরের স্তম্ভটির নাম রাখল ‘বোয়াস’।


শোনার মত কান যচার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন, “যে জয়ঈ হবে তাকে আমি পরম দেশে ঈশ্বরের উদ্যানের জীবনবৃক্ষের ফল খেতে দেব।”


নগরীর চার দেওয়ালের মোট পরিধি আঠারো হাজার হাত। এখন থেকে এই নগরীর নাম হবে “এখানে বিরাজমান প্রভু পরমেশ্বর!’’


আমার মনোনীত প্রজারা তোমাদের নামকে অভিশাপরূপে ব্যবহার করবে। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমাদের মৃত্যুর হাতে তুলে দেব। কিন্তু আমার অনুগত সেবকদের আমি দান করব এক নতুন নাম।


তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে। মেষশাবক তাদের পরাস্ত করবেন। কারণ তিনি ‘প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা’। আহূত মনোনীত বিশ্বাসীবৃন্দ, যারা তাঁর সঙ্গী তারাও জয়ী হবে।”


হে ঈশ্বরের প্রিয় নগরী, স্বয়ং ঈশ্বর বলেন তোমার গৌরবের কথা। সেলা


একটি স্রোতস্বিনী আছে, যার জলধারা পরাৎপরের পবিত্র বাসভূমি ঈশ্বরের নগরীকে করে আনন্দমণ্ডিত।


জাতিবৃন্দ দেখবে তোমার প্রতাপ ও বিজয়! প্রত্যক্ষ করবে রাজন্যবর্গ তোমার গরিমা তুমি পরিচিত হবে এক নতুন নামে, সে নাম দেবেন স্বয়ং প্রভু পরমেশ্বর।


প্রবেশ কক্ষে যাবার জন্য একটি সিঁড়ি রয়েছে। তার দশটা ধাপ। প্রবেশকক্ষটি কুড়ি হাত লম্বা এবং বারো হাত চওড়া। প্রবেশ পথের দুদিকে রয়েছে দুটি থাম।


কারণ এখানে আমাদের স্থায়ী বসতির জন্য কোন নগর নেই। আমরা তাই আগামী দিনের নগরের সন্ধান করি।


শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলচেন। যে জয়ী হবে দ্বিতীয় মৃত্যু তার কোন অনিষ্ট করতে পারবে না।


যে বিজয়ী হবে তাকে শুভ্রবাস পরানো হবে। আমি তার নাম জীবনপুস্তক থেকে মুছে ফেলব না। আমার পিতা এবং তাঁর দূতবৃন্দের সমক্ষে আমি তাকে স্বীকৃতি দেব।


তারা নিয়ে এল মুদ্রা। যীশু তাদের বললেন, এ মূর্তি আর নাম কার? তারা বলল, সীজারের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন