Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 22:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 যীশু বলেন, “দেখ, আমি শীঘ্রই আসছি, ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাবোক্তিগুলি অনুধাবন করে।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর দেখ, আমি শীঘ্রই আসছি; ধন্য সেই জন, যে এই কিতাবের ভবিষ্যদ্বাণীর কালামগুলো পালন করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 “দেখো, আমি শীঘ্রই আসছি! ধন্য সেই জন, যে এই পুঁথিতে লেখা ভাববাণীর বাক্য পালন করে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর দেখ, আমি শীঘ্রই আসিতেছি; ধন্য সেই জন, যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ‘শোন, আমি শীঘ্রই আসছি। ধন্য সেই জন, যে এই পুস্তকের লিখিত ভাববাণী পালন করে।’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 দেখ, আমি শীঘ্রই আসছি, ধন্য সেই যে এই বইয়ের সব ভবিষ্যৎ বাক্য মেনে চলে।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 22:7
12 ক্রস রেফারেন্স  

আমি শীঘ্রই আসছি, তোমার যা কিছু আছে তা সযত্নে রক্ষা কর। কেউ যেন তোমার প্রাপ্য মুকুট অপহরণ করতে না পারে।


ভাবীকালের এই দিব্যদর্শনের বিবরণ যে পাঠ করে সে ধন্য এবং এতে লিখিত নির্দেশগুলি শুনে যারা পালন করে, তারা ধন্য। কারণ সমাগত সেই কাল।


যিনি এই সমস্ত বিষয়ের সাক্ষী তিনি বলছেন, “হ্যাঁ, আমি শীঘ্রই আসছি।” আমেন, সুস্বাগতম প্রভু যীশু!


যীশু বলেন, “দেখ, আমি শীঘ্রই আসছি, প্রত্যেকের কর্মানুযায়ী যে প্রতিফল আমি দেব তা-ও আমি সঙ্গে নিয়ে আসছি।


(দেখ, আমি চোরের মত আসব। ধন্য সেই জন, যে জাগ্রত থাকে এবং পোষাক পরিচ্ছদ পরে তৈরী থাকে। তাহলে তাকে নগ্ন অবস্থায় যেতে হবে না, লোকের সামনে লজ্জিতও হতে হবে না।)


ঘোষিত হল এই বাণী, ‘তুমি যা কিছু দেখছ সবই একটি গ্রন্থে লেখ এবং ইফিসাস্, স্মার্ণা, পর্গামাস্, থুয়াতিরা, সার্দিস, ফিলাডেলফিয়া ও লায়োদেকিয়া —এই সপ্ত মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।


অতএব মন পরিবর্তন কর, তা না হলে আমি শীঘ্রই তোমার কাচে যাব এবং আমার মুখনিঃসৃত তরবারির রদ্বারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করব।


যে শিক্ষা তুমি পেয়েছ ও শুনেছ তা স্মরণ কর। সবই সযত্নে পালন কর এবং মন পরিবর্তন কর। তুমি যদি জেগে না থাক, তাহলে আমি চোরের মত তোমার কাছে যাব। কোন মুহূর্তে তোমার কাছে যাব তা কখনও তুমি জানতে পারবে না।


যারা এই গ্রন্থের ভাবোক্তির বাণী শোনে, তাদের প্রত্যেককে আমি সতর্ক করে দিচ্ছি: যদি কেউ এর সঙ্গে আর কিছু যোগ করে তাহলে ঈশ্বর এই গ্রন্থে উল্লিখিত সমস্ত আঘাতে তাকে জর্জরিত করবেন।


যদি কেউ এই ভাবোক্তি গ্রন্থ থেকে কিছু হরণ করে তাহলে ঈশ্বর এই গ্রন্থে বর্ণিত জীবন তরু ও পবিত্র নগরীর অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন।


সকলের উপর বর্ষিত হোক প্রভু যীশুর অনুগ্রহ। আমেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন