Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 21:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, কলুষিত, নরঘাতক, ব্যভিচারী, যাদুকর, পৌত্তলিক ও মিথ্যাবাদী তাদের সকলেরই গতি হবে জ্বলন্ত অগ্নিময় গন্ধক হ্রদে। এই সেই দ্বিতীয় মৃত্যু।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, নরহন্তা, পতিতাগামী, মায়াবী, মূর্তিপূজক তাদের এবং সমস্ত মিথ্যাবাদীর স্থান হবে আগুন ও গন্ধকে জ্বলন্ত হ্রদে; এটিই দ্বিতীয় মৃত্যু।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 কিন্তু যারা কাপুরুষ, অবিশ্বাসী, ঘৃণ্য স্বভাববিশিষ্ট, খুনি, অবৈধ যৌনাচারী, যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা প্রতিমাপূজা করে এবং যত মিথ্যাবাদী, তাদের স্থান হবে জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে। এই হল দ্বিতীয় মৃত্যু।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 কিন্তু যাহারা ভীরু, বা অবিশ্বাসী, বা ঘৃণার্হ, বা নরঘাতক, বা বেশ্যাগামী, বা মায়াবী বা প্রতিমাপূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে; ইহাই দ্বিতীয় মৃত্যু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী ঘৃন্যলোক, নরঘাতক, যৌনপাপে পাপগ্রস্ত, মায়াবী, প্রতিমাপূজারী, যাঁরা মিথ্যাবাদী, এদের সকলের স্থান হবে সেই আগুন ও জ্বলন্ত গন্ধকের হ্রদে; এই হল দ্বিতীয় মৃত্যু।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 কিন্তু যারা ভীরু বা অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, খুনী, ব্যভিচারী, জাদুকর বা মূর্ত্তি পূজারী, তাদের এবং সব মিথ্যাবাদীর জায়গা হবে আগুনে এবং গন্ধকে জলন্ত আগুনের হ্রদে। এটাই হলো দ্বিতীয় মৃত্যু।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 21:8
39 ক্রস রেফারেন্স  

শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলচেন। যে জয়ী হবে দ্বিতীয় মৃত্যু তার কোন অনিষ্ট করতে পারবে না।


বিপথগামী, গুণীন, ব্যভিচারী, নরঘাতক, পৌত্তলিক এবং কাজে ও কথায় যারা মিথ্যা ভালবাসে তারা সকলেই থাকবে নগরীর বাইরে।


মিথ্যা সাক্ষ্য দেয় যে দণ্ড এড়াতে পারবে না, মিথ্যা কথা যে বলে সে অবশ্যই ধ্বংস হবে।


যে নিজের ভাইকে ঘৃণা করে সে খুনী, তোমরা জান যে খুন করে সে অনন্ত জীবনের অধিকারী হতে পারে না।


আমি তখন বিচারকরূপে তোমাদের সামনে উপস্থিত হব। যারা মায়াবী জাদুকর, ব্যাভিচারী, মিথ্যাশপথকারী এবং যারা দিনমজুর, বিধবা, অনাথ ও শিশুদের নির্যাতন করে, যারা প্রবাসীদের উপর দুর্ব্যবহার করে, যারা আমাকে মান্য করে না, তাদের সব কুকর্ম প্রকাশ করে দেব।


সেই পশু বন্দী হল। যে ভণ্ড নবী তার সম্মুখে অলৌকিক কাণ্ড দেখিয়ে ঐ পশুর প্রতীকধারী ও তার মূর্তিপূজকদের প্রতারিত করত, সেও তার রসঙ্গে বন্দী হল। তারা দুজনই জীবন্ত অবস্থায় জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হল।


বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক। দাম্পত্য সম্পর্ককে কেউ যেন কলুষিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন।


কিছু মিথ্যাবাদী লোক মানুষকে মিথ্যা শিক্ষা দিয়ে বেড়াবে কারণ এদের বিবেকের মৃত্যু ঘটেছে।


যীশু উত্তর দিলেন, ক্ষীণবিশ্বাসীর দল, তোমরা কেন এত ভয় পাচ্ছ, তোমাদের বিশ্বাস এত কম? তিনি তখন উঠে বাতাস ও ঢেউকে ধমক দিলেন। সঙ্গে সঙ্গে চারদিকে নেমে এল গভীর প্রশান্তি।


যে নরহত্যা, তন্ত্রমন্ত্র, লাম্পট্য ও চৌর্যকর্মে তারা লিপ্ত ছিল, তাও তারা পরিত্যাগ করল না।


শয়তানই তোমাদের জন্মদাতার অভিসন্ধি পূরণ করাই তোমাদের অভিপ্রায়। প্রথম থেকেই সে হত্যাকারী। সে সত্যে প্রতিষ্ঠিত নয়। সত্যের লেশ মাত্র নেই তাই অন্তরে। মিথ্যা বলাই তার স্বভাব। সে মিথ্যাবাদী, মিথ্যার জন্মদাতা।


যারা শুধু দেহকে ধ্বংস করতে পারে, আত্মাকে বিনাশ করতে পারে না, তাদের ভয় করো না, কিন্তু যিনি নরকে দেহ ও আত্মা উভয়েরই বিনাশ সাধন করতে পারেন, তাঁকেই সম্ভ্রম করো।


মিথ্যা সাক্ষ্য যে দেয় তার দণ্ড হবেই। মিথ্যা কথা বলে কেউ রেহাই পাবে না।


এছাড়াও সৈন্যাধ্যক্ষেরা সৈন্যদের আরও বললেন, ‘দুর্বলচিত্ত ভীরু কেউ যদি থেকে থাকে তবে সেও বাড়ি ফিরে যাক, তা না হলে তার সহযোদ্ধাদের চিত্তও তার মত দুর্বল হয়ে পড়বে।’


মিথ্যাবাদী কে? যীশুই যে খ্রীষ্ট তা যে অস্বীকার করে সে-ই। খ্রীষ্টবৈরী হচ্চে সে-ই যে পিতা ও পুত্রকে অস্বীকার করে।


বড় তাদেরই বলা হচ্ছে, যারা প্রবীণ ও সম্ভ্রান্ত এবং সেই সমস্ত নবী, যারা ভ্রান্ত শিক্ষা দেয়, তারা ছোট!


ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে সে তার অন্তরে এই সাক্ষ্য উপলব্ধি করে। যে ঈশ্বরকে বিশ্বাস করে না সে তাঁকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছে কারণ ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন তা সে বিশ্বাস করেনি।


প্রভু পরমেশ্বর বলেন, এইসব দেবতারা কারা যাদের ভয়ে তোমরা এত ভীত সন্ত্রস্ত এবং যার ফলে তোমরা আমার কাছে মিথ্যা কথা বল, তোমরা আমাকে ভুলে গেলে, মুছে ফেললে আমাকে তোমাদের মন থেকে? দীর্ঘদিন আমি নীরব রয়েছি বলেই কি আমাদে শ্রদ্ধা জ্ঞাপন করাও ছেড়ে দিলে?


তুমি সকলের কাছে এই কথা ঘোষণা কর: কেউ যদি ভীত বা সন্ত্রস্ত হয়ে থাকে তবে সে গিলিয়দ পর্বত থেকে বাড়িতে ফিরে যাক। এই কথা শুনে জনতার মধ্য থেকে বাইশ হাজার লোক ফিরে গেল। দশ হাজার লোক থেকে গেল।


তিনি বলছেন, তোমার সমস্ত কাজকর্ম, তোমার পরিশ্রম, ধৈর্য ও সহিষ্ণুতা সব কিছুই আমি জানি। আমি জানি তুমি মন্দ লোকদের সহ্য করতে পার না। যারা নিজেদের প্রেরিত শিষ্য বলে, কিন্তু আসলে তা নয়, তাদের তুমি যাচাই করে দেখেছ, জেনেছ তারা ভণ্ড কপট।


প্রভু পরমেশ্বর বলেন, আমিই সেইজন যিনি তোমায় করেন শক্তিমান, তবে কেন কর ভয় সেই মর্ত্যমানবকে তৃণের চেয়ে বেশি নয় আয়ু যার?


শয়তানের কূটচক্রে মূর্তিমান অধর্ম মিথ্যার যাবতীয় শক্তিশালী অভিজ্ঞান ও অলৌকিক ক্রিয়াকলাপসহ আবির্ভূত হবে।


ঈশ্বরের সঙ্গে নতুন সন্ধিচুক্তি স্থাপনের মধ্যস্থরূপে যীশুর সিঞ্চিত রক্তের সম্মুখীন হয়েছে যা হেবলের রক্তের চেয়ে উৎকৃষ্ট এবং কল্যাণকর বাণী ঘোষণায় সরব।


ঈশ্বরকে জানে বলে তারা দাবী করে, কিন্তু নিজেদের কাজের মধ্যে দিয়ে তারা তাঁকে অস্বীকার করে। তারা ঘৃণ্য, স্বেচ্ছাচারী, কোন ভাল কাজ করার অযোগ্য।


আমি দিব্যদর্শনে সেই অশ্ব ও অশ্বারোহীদের দেখলাম। তাদের বর্মের রং ছিল আগুন, নীল ও গন্ধকের মত। অশ্বগুলির মস্তক ছিল সিংহের মত।


তাহলে তাকে পান করতে হবে ঈশ্বরের রোষের অবিমিশ্র সুরা যা ঢালা হয়েছে তাঁর ক্রোধের পানপাত্রে। পবিত্র স্বর্গদূতগণ ও মেষশাবকের সম্মুখে তাকে অগ্নি ও গন্ধকের দ্বারা যন্ত্রণা দেওয়অ হবে।


কিন্তু অশুচি কোন বস্তু, কিম্বা ঘৃণ্য ও মিথ্যাচারী কেউ সেই নগরে প্রবেশ করতে পারবে ন।আ মেষশাবকের জীবনপঞ্জীতে যাদের নাম লিখিত আছে, কেবলমাত্র তারাই সেই নগরীতে প্রবেশ করবে।


সেজন্য আমি ভয়ে ভয়ে আপনার স্বর্ণমুদ্রাটি মাটিতে পুঁতে রেখেছিলাম। দেখুন, আপনার জিনিস আপনারই রয়েছে।’


(নরকে কীট তাদের অনন্তকাল ধরে খেতে থাকে আর আগুন জ্বলে অনন্তকাল।)


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন