Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 2:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 আমি তার সন্তানদেরর সংহারক করব। ফলে সকল মণ্ডলী জানবে যে আমিই হৃদয় ও মর্মমূল অড়ুসন্ধান করি এবং আমি তোমাদের প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিফল দেব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 আর আমি তার সন্তানদেরকে আঘাত করে হত্যা করবো; তাতে সমস্ত মণ্ডলী জানতে পারবে, “আমি মর্মের ও হৃদয়ের অনুসন্ধানকারী, আর আমি তোমাদের প্রত্যেককে তাদের কাজ অনুসারে ফল দিব”।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 আমি সেই নারীর সন্তানদের আঘাত করে বধ করব। তখন সব মণ্ডলী জানতে পারবে যে আমি হৃদয় ও মনের অনুসন্ধানকারী এবং আমি তোমাদের প্রত্যেককে, তার কাজ অনুযায়ী প্রতিফল দেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 আর আমি মারী দ্বারা তাহার সন্তানগণকে বধ করিব; তাহাতে সমস্ত মণ্ডলী জানিতে পারিবে, “আমি মর্ম্মের ও হৃদয়ের অনুসন্ধানকারী, আর আমি তোমাদের প্রত্যেক জনকে আপন আপন কার্য্যানুযায়ী ফল দিব”।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 আমি তার সন্তানদের ওপর মহামারী এনে তাদের মেরে ফেলব, তাতে সমস্ত মণ্ডলী জানতে পারবে, আমিই একজন যে সমস্ত লোকের মন ও হৃদয় সকল জানি। তোমরা প্রত্যেকে যা করেছ তার প্রতিফল আমি তোমাদের প্রত্যেককে দেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 মহামারী দিয়ে তার অনুসরণকারীদের ও আমি মেরে ফেলব; তাতে সব মণ্ডলীগুলো জানতে পারবে যে, “আমিই মানুষের হৃদয় ও মন খুঁজে দেখি, আমি কাজ অনুসারে তোমাদের প্রত্যেককে ফল দেব।”

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 2:23
39 ক্রস রেফারেন্স  

মানবপুত্র আসবেন তাঁর পিতার মহিমায় মণ্ডিত হয়ে আপন দূতবাহিনীকে সঙ্গে নিয়ে। তখন তিনি প্রতিটি লোককেই তার কর্ম অনুযায়ী উপযুক্ত ফল দেবেন।


দুর্জনের দুষ্কৃতির হোক অবসান, হে ধর্মময় ঈশ্বর, অন্তর্যামী ঈশ্বর আমার, সজ্জনকে তুমি কর প্রতিষ্ঠিত।


অন্তর্যামী ঈশ্বরই জানেন আত্মা কি চান, কারণ তিনি ঈশ্বরের ইচ্ছানুযায়ী ঈশ্বরের প্রজাবৃন্দের পক্ষে আবেদন করেন।


তারপর তাঁরা প্রার্থনা নিবেদন করলেন। বললেন, হে প্রভু, তুমি সকলের অন্তর্যামী। যিহুদা তার কাজের উপযুক্ত প্রতিফল লাভ করায়, সেবাব্রতী ও প্রেরিত শিষ্যের যে পদটি শূন্য রয়েছে,


যিনি নিরপেক্ষভাবে প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করেন, তাঁকে যদি তোমরা ‘পিতা’ বলে সম্বোধন কর, তাহলে তাঁর প্রতি সম্ভ্রম অক্ষুণ্ণ রেখে এই প্রবাসজীবন যাপন কর।


তখন আমি প্রার্থনা করলাম, ‘হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তুমি ন্যায়পরায়ণ বিচারক। মানুষের হৃদয়-মনের ভাবনা ও অনুভূতির কথা তোমার অজানা নয়। আমার সমস্ত ভার আমি তোমারই উপর অর্পণ করেছি। আমি দেখতে চাই এদের উপরে তোমার প্রতিশোধের কর্মধারা।


আমি, প্রভু পরমেশ্বর, অনুসন্ধান করি মানুষের মন, যাচাই করি প্রতিটি হৃদয়, তার জীবন যাপনের ধারা অনুযায়ী, তার কর্ম অনুযায়ী ফল দিই তাকে।


কিন্তু হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তুমি ধর্মনিষ্ঠদের যাচাই কর, তুমিই জান, কি আছে তাদের হৃদয়ে মনে, আমার শত্রুদের উপর তোমার প্রতিশোধ আমাকে দেখতে দাও, আমি যে তোমারই উপর অর্পণ করেছি আমার সমস্ত ভার।


শাশ্বত প্রেমের আধার তুমি, হে প্রভু পরমেশ্বর, অবিচল প্রেম তোমার। তাই মানুষের কাজের প্রতিফল দিয়ে, তাকে তুমি শাসন করে থাক।


তাহলে কি ঈশ্বর জানতে পারতেন না সে কথা? তিনি যে অন্তর্যামী, জানেন অন্তরের গোপন কথা।


তবে স্বর্গে তোমার আবাস থেকে তুমি তাদের প্রার্থনা শুনো, ক্ষমা করো তাদের। একমাত্র তুমিই জান মানুষের মনের চিন্তা। তাই প্রত্যেকের যথাযোগ্য বিচার করো


কিন্তু প্রভু পরমেশ্বর শৌলকে বললেন, তুমি এর রূপ বা দৈহিক উচ্চতার দিকে তাকিও না। এ ব্যক্তি আমার মনোনীত নয়। মানুষ যে ভাবে বিচার করে, প্রভু পরমেশ্বর সেভাবে করেন না। মানুষের দৃষ্টি বাহ্য রূপের দিকে, কিন্তু প্রভু পরমেশ্বর দেখেন অন্তর।


আমি দেখলাম, ক্ষুদ্র ও মহৎ নির্বিশেষে সমস্ত মৃত ব্যক্তি সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে। তখন কয়েকটি গ্রন্থ খোলা হল। তারপর আর একটি গ্রন্থ অর্থাৎ জীবনপঞ্জী খোলা হল। ঐ গ্রন্থাবলীতে লিখিত মৃত ব্যক্তিদের কার্যকলাপের বিবরণ অনুযায়ী তাদের বিচার হল।


সৃষ্টির কোন কিছুই তাঁর দৃষ্টির অগোচর নয়। যাঁর সম্মুখীন আমাদের হতে হবে, তাঁর দৃষ্টিতে সব কিছুই প্রকাশিত ও অনাবৃত।


কারণ সৎকর্মই হোক আর অসৎ কর্মই হোক, এই দেহে যে যেমন কাজ করবে তার ফল গ্রহণ করার জন্য সকলকেই খ্রীষ্টের বিচারাসনের সম্মুখে উপস্থিত হতে হবে।


হে প্রভু, পরীক্ষা করে দেখ আমায়, যাচাই করে দেখ আমার হৃদয় দেখ আমার হৃদয়ের সকল ভাবনা।


আমি জানি তুমি প্রত্যেকের মন পরীক্ষা কর এবং ন্যায়পরায়ণ সাধু মানুষের উপরেই তুমি তুষ্ট। আমি সৎ ও বিশ্বস্তভাবে এবং সাগ্রহে এইসব উপহার তোমার চরণে এনেছি এবং দেখেছি, তোমার এই সমবেত প্রজাবৃন্দ কী আনন্দ সহকারে তোমার কাছে তাদের উপহার এনেছে।


শলোমনকে তিনি বললেন, পুত্র তোমার প্রতি আমার আদেশ, তুমি তোমার পিতার ঈশ্বরকে স্বীকার কর এবং একনিষ্ঠ হৃদয়ে ও অকুন্ঠ চিত্তে তাঁর সেবা কর। তিনি জানেন আমাদের সমস্ত চিন্তা ও মনোবাসনার কথা। তুমি যদি তাঁর কাছে যাও, তিনি তোমাকে গ্রহণ করবেন, কিন্তু তুমি যদি তাঁর কাছে থেকে দূরে সরে যাও, তাহলে তিনি তোমাকে চিরকালের জন্য পরিত্যাগ করবেন।


শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলচেন। যে জয়ী হবে দ্বিতীয় মৃত্যু তার কোন অনিষ্ট করতে পারবে না।


শোনার মত কান যচার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন, “যে জয়ঈ হবে তাকে আমি পরম দেশে ঈশ্বরের উদ্যানের জীবনবৃক্ষের ফল খেতে দেব।”


আমাদের প্রত্যেককেই ঈশ্বরের কাছে নিজের নিজের হিসাব নিকাশ দিতে হবে।


তিনি তৃতীয়বার বললেন, যোহনের পুত্র শিমোন, তুমি কি আমায় ভালবাস? তৃতীয়বার যীশু ‘তুমি কি আমায় ভালবাস'- এ কথা জিজ্ঞাসা করায় পিতর খুব ক্ষুণ্ণ হলেন। বললেন, প্রভু, আপনি তো সবই জানেন। আপনি জানেন যে আপনাকে আমি ভালবাসি। যীশু তাঁকে বললেন, আমার মেষগুলিকে চরাও।


এ কথা শুনে সমাজের অন্যান্য লোকেরা ভয় পাবে এবং সেই রকম কাজ আর তারা করবে না।


লোকে এ কথা শুনে ভয় পাবে এবং স্পর্ধামূলক আচরণ আর করবে না।


ইসরায়েলীরা সকলে একথা শুনে ভয় পাবে এবং তোমাদের মধ্যে কেউ আর এরকম দুষ্কর্ম করবে না।


চেয়ে দেখলাম, পাণ্ডুরবর্ণ একটি অশ্ব, তার আরোহীর নাম ‘মৃত্যু’। পাতাল তাকে আনুসরণ করছিল। পৃথিবীর এক চতুর্থাংশের উপরে তাদের কর্তৃত্ব দেওয়া হল যেন যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী এবং পৃথিবীর বন্য জন্তুদের দ্বারা তারা লোকক্ষয় করতে পারে।


তখন নগরের সমস্ত লোক পাথর মেরে তাকে বধ করবে। এইভাবে তোমরা নিজেদের সমাজ থেকে দুষ্কর্ম লোপ করবে, আর ইসরায়েলীরা সকলে একথা শুনে ভয় পাবে।


কারণ প্রত্যেককেই বইতে হবে আপন বোঝা।


হে মক্তেশ নিবাসী, বিলাপ কর। কারণ বণিকেরা সব ধ্বংস হয়েছে,ব্যবসায়ীরাও হয়েছে বিনষ্ট।


হে প্রভু পরমেশ্বর, তুমি আমায় পরীক্ষা করেছ, জেনেছ আমায়।


কিন্তু তিনি বললেন, তোমরা মানুষের কাছে নিজেদের ধার্মিক বলে পরিচয় দাও কিন্তু ঈশ্বর তোমাদের অন্তর জানেন। মানুষের চোখে যা প্রশংসনীয়, ঈশ্বরের কাছে তা ঘৃণ্য।


সমুদ্র তার গর্ভস্থ মৃত ব্যক্তিদের ফিরিয়ে দিল। মৃত্যু ও পাতালও তাদের অভ্যন্তরস্থ মৃতদের ফিরিয়ে দিল। তাদের প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করা হল।


যীশু বলেন, “দেখ, আমি শীঘ্রই আসছি, প্রত্যেকের কর্মানুযায়ী যে প্রতিফল আমি দেব তা-ও আমি সঙ্গে নিয়ে আসছি।


আমি তোমায় আর বেশী কি বলব, তুমি তো তোমার দাস জান। তবু তুমি তাকে সম্মানিত করেছ।


ঈশ্বর হয়তো তাদের নিরাপত্তা দেন, কিন্তু তাঁর দৃষ্টি সর্বদা তাদের উপরে থাকে।


যীশু তাকে বললেন, যাও, তোমার স্বামীকে ডেকে নিয়ে এস।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন