Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 19:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 এর পরে আমি স্বর্গে বিরাট জনসমাবেশের কোলাহলের মত এক ধ্বনি শুনতে পেলাম, তারা ঘোষণা করছিলঃ “হাল্লেলুয়া, পরিত্রাণ, প্রতাপ ও পরাক্রমআমাদের ঈশ্বরের আয়ত্ত্বাধীন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 এই সকলের পরে আমি যেন বেহেশতে স্থিত বিশাল জনসমাগমের মহাধ্বনি শুনলাম, তারা বলছে— হাল্লিলূয়া! নাজাত ও মহিমা ও পরাক্রম আমাদের আল্লাহ্‌রই;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 এরপরে আমি স্বর্গে এক বিপুল জনসমষ্টির গর্জনের মতো শব্দ শুনতে পেলাম। তারা বলছিল: “হাল্লেলুইয়া! পরিত্রাণ ও মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম, তাহারা বলিতেছে—হাল্লিলূয়া, পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 এরপর আমি স্বর্গে এক বিশাল জনতার কলরব শুনলাম। সেই লোকরা বলছে: “হাল্লিলুইয়া! জয়, মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 এই সবের পরে আমি স্বর্গ থেকে অনেক লোকের ভিড়ের শব্দ শুনতে পেলাম, তাঁরা বলছিলেন “হাল্লেলূইয়া, পরিত্রান ও গৌরব, ও ক্ষমতা সবই আমাদের ঈশ্বরের;”

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 19:1
23 ক্রস রেফারেন্স  

এর পরে সপ্তম দূত তূর্যধ্বনি করলেন। তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই কথা ঘোষিত হল ঃ “জগতের রাজা এখন আমাদের প্রভুর অধীন,তাঁর অভিষিক্তের পদানত।রাজত্ব করবেন তিনি যুগে যুগে, চিরকাল।”


তুমি মহান, তুমি সর্বশক্তিমান, সকল গৌরব ও রাজকীয় মর্যাদায় তুমি বিভূষিত। স্বর্গ ও পৃথিবীর সব কিছুই তোমার, তুমি রাজরাজেশ্বর, সর্বাধিপতি তুমি।


আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা কর।


তখন আমি বিরাট জনসমাবেশের কোলাহন, জলধি কল্লোল ও প্রচণ্ড বজ্রনাদের মত এক ধ্বনি শুনতে পেলাম, সেই ধ্বনিতে ঘোষিত হচ্ছিল: ‘হাল্লেলুয়া, আমাদের আরাধ্য ঈশ্বর সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর রাজত্বগ্রহণ করেছেন,


আমি তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই ঘোষণা শুনতে পেলাম, ‘এখন আমাদের ঈশ্বরের পরিত্রাণ কার্য হল সম্পন্ন। প্রকাশিত হল তাঁর পরাক্রম। রাজত্ব এবং তাঁর অবিষিক্তের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল। কারণ আমাদের ভ্রাতৃবৃন্দের বিরুদ্ধে যে ঈশ্বরের কাছে দিবারাত্র অভিযোগ করত সে বিতাড়িত।


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা! সমগ্র সৃষ্টি স্রষ্টার কর প্রশস্তি, ঊর্ধ্বলোক থেকে কর তাঁর প্রশংসাকীর্তন।


কিন্তু আমি গাইব তোমার স্তব গান উৎসর্গ করব বলিদান তোমার চরণে পূর্ণ করব আমার সমস্ত মানত, একমাত্র প্রভুই করতে পারেন পরিত্রাণ।


তোমরা প্রভু পরমেশ্বরের প্রশংসা কর, ঈশ্বরের পবিত্র পীঠস্থানে তাঁর প্রশস্তি কর। তাঁর শক্তির প্রকাশ যেখানে সেই মহাকাশে তাঁর প্রশস্তি কর।


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা, হে আমার প্রাণ, কর তাঁর স্তবগান


কিন্তু আমরা যারা রয়েছি জীবিত মুখরিত হব প্রভুর জয়গানে এখন ও চিরকাল। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর! ধন্যবাদ কর তাঁর কারণ তিনি মঙ্গলময়, নিত্যস্থায়ী তাঁর অবিচল প্রেম।


হে প্রভু পরমেশ্বর, তোমারই হাতে পরিত্রাণ, বর্ষণ কর তোমার আশিস তোমার প্রজাদের উপর। সেলা


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা। নতুন গান গাও প্রভুর উদ্দেশে, ভক্ত সমাজে কর তাঁর স্তবগান।


প্রভু পরমেশ্বরের গুণকীর্তন কর! সারা অন্তর দিয়ে আমি করব প্রভুর স্তবগান সজ্জনদের সভায়, জনসমাবেশে।


বহুবার শুনেছি আমি, একথা ব্যক্ত করেছেন ঈশ্বর, সর্ব ক্ষমতা ও পরাক্রমের অধীশ্বর স্বয়ং তিনিই।


অধর্মাচারীরা নিশ্চিহ্ন হোক পৃথিবীর বুক থেকে, মুছে যাক দুর্জনদের অস্তিত্ব। হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, মহিমাকীর্তন কর তাঁর।


উত্তর দেশ থেকে আগত ধ্বংসকারীদের হাতে যখন ব্যাবিলন বিপর্যস্ত হবে, তখন এই পৃথিবী ও আকাশমণ্ডলে যা কিছু আছে, সকলে আনন্দে হর্ষধ্বনি করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন