Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 18:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 সে সর্বজাতিকে পান করিয়েছে তারঅশুচি কামনার তীব্র মদিরা,পৃথিবীর রাজারা তার সঙ্গেলিপ্ত হয়েছে ব্যভিচারে,তার স্বৈরাচারের ফলে পৃথিবীরসওদাগরেরা হয়েছে লাভবান।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 কেননা সমুদয় জাতি তার জেনার গজবের মদ পান করেছে, এবং দুনিয়ার বাদশাহ্‌রা তার সঙ্গে জেনা করেছে, এবং দুনিয়ার বণিকেরা তার বিলাসিতার প্রভাবে ধনবান হয়েছে।’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 কারণ সমস্ত জাতি তার ব্যভিচারের উন্মত্তকারী সুরা পান করেছে। পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে, আবার পৃথিবীর বণিকেরা তার বিলাসিতার প্রাচুর্যে ধনবান হয়েছে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কেননা সমুদয় জাতি তাহার বেশ্যা ক্রিয়ার রোষমদিরা পান করিয়াছে, এবং পৃথিবীর রাজগণ তাহার সহিত ব্যভিচার করিয়াছে, এবং পৃথিবীর বণিকেরা তাহার বিলাসিতার প্রতাবে ধনবান্‌ হইয়াছে।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 পৃথিবীর সমস্ত মানুষ তার অসৎ যৌন পাপের মদিরা ও ঈশ্বরের রোষ মদিরা পান করেছে। পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে; আর পৃথিবীর ব্যবসায়ীরা তার অসংযত বিলাসিতার সুবাদে ধনবান হয়ে উঠেছে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কারণ সমগ্র জাতি তার বেশ্যা কাজের ভয়ঙ্কর মদ পান করেছে এবং পৃথিবীর সব রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে এবং পৃথিবীর ব্যবসায়ীরা তার বিলাসিতার শক্তির জন্য ধনী হয়েছে।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 18:3
17 ক্রস রেফারেন্স  

এর সঙ্গে পৃথিবীর সকল নৃপতি ব্যভিচারে লিপ্ত হয়েছে এবং তার কামনার সুরা পান করে পৃথিবীর মানুষ হয়েছে প্রমত্ত।”


তাঁর পরে দ্বিতীয় এক স্বর্গদূত এসে ঘোষণা করলেনঃ “পতন হল, পতন হল মহীয়সী ব্যাবিলনের! যে সর্বজাতিকে পান করিয়েছে তার অসুচি কামনার তীব্র মদিরা।”


পৃথিবীর নৃপতিবৃন্দ, যারা তার সঙ্গে যৌনবিহার ও স্বেচ্ছাচার করত, তারা তার চিতার ধোঁয়া দেখে হাহাকার ও বিলাপ করবে।


প্রদীপের আলো আর কখনও জ্বলবে নাবর ও বধূর আলাপও কখনওশোনা যাবে না তোমার মাঝে।তোমার বণিকেরা একদা ছিলপৃথিবীর অভিজাত সওদাগর,তুমি সর্বজাতিকে বিভ্রান্ত করেছতোমার মোহিনীমায়ায়।


ব্যাবিলন ছিল আমার হাতে সোনার পেয়ালা, সারা পৃথিবীকে আমি মত্ত করেছি। জাতিবৃন্দ এই পেয়ালায় পান করে মত্ত হয়েছে, মতিচ্ছন্ন হয়েছে তাদের।


কিন্তু কে দেবে ভিক্ষা? একদা উত্তম খাদ্যে পরিতৃপ্ত ছিল যারা, লালিত হয়েছিল আরামে-বিলাসে, অনাহারে আজ তারা পথে শুয়ে মৃত্যুর প্রতীক্ষায়।


ব্যাবিলনরাজ গ্রাস করেছে জেরুশালেমকে, করছে দলিত মথিত, শূন্য করেছে আমায় জলশূন্য পাত্রের মত, গ্রাস করেছে দানবের মত। তার আকাঙ্ক্ষিত বস্তু সে নিয়ে গেছে, ছুড়ে ফেলে গেছে বাকী সব কিছু।


ঐ জ্যোতিষীবৃন্দ শুধু এই টুকুই করবে তোমার জন্য, সারাটি জীবন ধরে যাদের পরামর্শ গ্রহণ করেছ তুমি তারা আপন পথে চলে যাবে পরিত্যাগ করে তোমায় পারবে না কেউ তোমায় বাঁচাতে।


অথবা মোলায়েম পোষাক পরা কোন লোককে দেখতে? শোন, যারা জমকালো পোষাক পরে ও ভোগবিলাসে জীবন কাটায়, তারা রাজপ্রাসাদেরই থাকে।


এ সবই সেই সুন্দরী মায়াবিনী বারাঙ্গনার উদ্দাম বৃত্তির পরিণাম, যে তার কুহকিনী বৃত্তি দিয়ে প্রতারিত করেছে বহু জাতি ও জনসাধারণকে।


অল্পবয়স্কদের বিধবারর তালিকাভুক্ত করো না। কারণ সংসারের টানে তারা খ্রীষ্টের কাছ থেকে সরে গিয়ে আবার বিবাহ করতে পারে।


তার অহমিকা, তার বিলাসব্যসন অনুপাতেনির্যাতন কর তাকে,জর্জরিত কর শোকে।ভোগ করাও তাকে নিদারুণ যন্ত্রণা,কারণ সে মনে মনে বলেছে,'আমি সিংহাসনে উপবিষ্ট এক রাণী,পতিহারা নই আমি,আমাকে স্পর্শ করবে না কোন শোক।’


তারা মাথায় ধূলো ছিটিয়ে কান্নাকাটি ও হাহুতাশ করে বলতে লাগলঃ “হায়, হায়, মহানগরী!তোমার সম্পদে সওদাগরী জাহাজেরঅধিকারীরা হত ধনবান,আজ এ কি দুর্দশা তোমার,নিমেষে ধ্বংস হলে তুমি!”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন