Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 18:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 তখন মহাপরাক্রান্ত এক স্বর্গদূত প্রকাণ্ড জাঁতার মত একটি পাথর নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে বললেনঃ “এই ভাবেই মহানগরী ব্যাবিলনসবলে নিক্ষিপ্ত হবে,তার সন্ধান আর কখনও পাওয়া যাবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 পরে এক শক্তিমান ফেরেশতা বড় এক পাটি জাঁতার মত একখানি পাথর নিয়ে সাগরে নিক্ষেপ করে বললেন, এর মত মহানগরী ব্যাবিলন মহাবলে নিপাতিত হবে, আর কখনও তার উদ্দেশ পাওয়া যাবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 পরে এক শক্তিমান স্বর্গদূত বড়ো জাঁতার মতো বিশাল এক পাথর তুলে সমুদ্রে নিক্ষেপ করলেন ও বললেন: “এ ধরনের কঠোরতার সঙ্গে মহানগরী ব্যাবিলনকে নিক্ষিপ্ত করা হবে, তার সন্ধান আর কখনও পাওয়া যাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 পরে এক শক্তিমান দূত বৃহৎ এক পাট যাঁতার তুল্য একখান প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিলেন, ইহার ন্যায় মহানগরী বাবিল মহাবলে নিপাতিতা হইবে, আর কখনও তাহার উদ্দেশ পাওয়া যাইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 পরে এক পরাক্রান্ত স্বর্গদূত খুব বড় যাঁতার মতো পাথর তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে বললেন: “মহানগরী বাবিলকে এই পাথরটির মতো ছুঁড়ে ফেলা হবে; আর চিরকালের মতো সে নিশ্চিহ্ন হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 পরে শক্তিশালী একজন স্বর্গদূত একটা বড় যাঁতার মত পাথর নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এরই মত মহান শহর বাবিলনকে ফেলে দেওয়া হবে, আর কখনও তার দেখা পাওয়া যাবে না।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 18:21
14 ক্রস রেফারেন্স  

আমি তোমাকে বিভীষিকার দৃষ্টান্তস্বরূপ করব, এ-ই হবে তোমার চরম পরিণতি। লোকে তোমায় খুঁজবে কিন্তু কোন দিন আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না। সর্বাধিপতি প্রভু একথা বলেছেন।


দেখলাম, এক মহাপরাক্রান্ত স্বর্গদূত উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, “সীলমোহর ভেঙ্গে এই গ্রন্থ খোলার যোগ্যতা কার আছে?” —


এর পরে আমি বিরাট এক শ্বেত সিংহাসনে সমাসীন একজন পুরুষকে দেখলাম। তাঁর সম্মুখ থেকেপৃথিবী ও আকাশমণ্ডল অন্তর্হিত হল। তাদের জন্য কোন স্থান হইল না।


বীণকার, চারণ, বাঁশী ও তূরীবাদকদেরসঙ্গীতআর কখনও তোমার মাঝেযাবে না শোনা।খুঁজে পাবে না আর কোন শিল্পীকেতোমার মাঝে,জাঁতার শব্দও কখনও আরশোনা যাবে না।


দ্বীপগুলি অন্তর্হিত হল, পর্বতমালা হল অদৃশ্য।


কিন্তু তারা পরাজিত হল। স্বর্গে তাদের স্থান হল না।


সিরিয়ারাজ তার নিজের দুর্গের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার চেষ্টা করবে কিন্তু শত্রুর হাতে তার পতন হবে। এইভাবেই সে ইতিহাস থেকে মুছে যাবে।


সে স্বপ্নের মত মিলিয়ে যাবে, রাতের ছায়াদর্শনের মত সে হবে অবলুপ্ত, আর খুঁজে পাওয়া যাবে না তাকে।


তারা তার যন্ত্রমা দেখে ভয়ে দূরে সরে যাবে, বলবেঃ “হে মহানগরী, হয়া, এ কি দুর্ভাগ্য তোমারহায় ক্ষমতাময়ী ব্যাবিলন,মুহূর্তেই হল শেষ তোমার বিচার।”


এর পরে আমি একজন পরাক্রান্ত দূতকে স্বর্গ থেকে অবতরণ করতে দেখলাম। তিনি মেঘে বেষ্টিত, তাঁর মাথার উপরে ছিল মেঘধনু, তাঁর মুখ সূর্যের মত এবং চরণ অগ্নিস্তম্ভের মত।


পরে আবার সেই পথে যখন গেছি আমি, দেখেছি, সেখানে সে আর নেই, আমি খুঁজেছি তাকে কিন্তু পাইনি তার কোন সন্ধান।


তোমার প্রজাদের জন্য সাগর হল দ্বিধাবিভক্ত তোমারই আদেশে সাগরের মাঝে শুষ্ক পথ ধরে চলে গেল তারা অপর পারে। তাদের পিছু ধাওয়া করে এসেছিল যারা, নিমজ্জিত হল তারা অতল সাগরে, উত্তাল সমুদ্রে প্রস্তরখণ্ডের মত।


অতল জলধি তাদের করল গ্রাস, প্রস্তরখণ্ডের মতই তলিয়ে গেল তারা


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন