Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 18:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 তারা মাথায় ধূলো ছিটিয়ে কান্নাকাটি ও হাহুতাশ করে বলতে লাগলঃ “হায়, হায়, মহানগরী!তোমার সম্পদে সওদাগরী জাহাজেরঅধিকারীরা হত ধনবান,আজ এ কি দুর্দশা তোমার,নিমেষে ধ্বংস হলে তুমি!”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আর তারা মাথায় ধূলা ছড়িয়ে কান্নাকাটি ও মাতম করতে করতে চিৎকার বলতে লাগল, হায়! হায়! সেই মহানগরীর দুর্ভাগ্য, যার ঐশ্বর্য দ্বারা সমুদ্রগামী জাহাজের কর্তারা সকলে ধনবান হত; কারণ এক ঘণ্টার মধ্যেই সে ধ্বংস হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 তারা তাদের মাথায় ধুলো ছড়াবে, কাঁদতে কাঁদতে ও বিলাপ করতে করতে হাহাকার করে বলবে: “হায়! হায়! হে মহানগরী, তারা কোথায়, যাদের জাহাজ সমুদ্রে ছিল, যারা তার ঐশ্বর্যের দ্বারা সমৃদ্ধ হয়েছিল! এক ঘণ্টার মধ্যে তাকে ধ্বংস করা হল!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর তাহারা মস্তকে ধূলা দিয়া রোদন ও বিলাপ করিতে করিতে উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, হায়! হায়! সেই মহানগরীর সন্তাপ, যাহার ঐশ্বর্য্য দ্বারা সমুদ্রগামী জাহাজের কর্ত্তারা সকলে ধনবান্‌ হইত; কারণ এক ঘন্টার মধ্যেই সে ধ্বংস হইয়া গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 তারা সকলে নিজেদের মাথায় ধুলো ছিটিয়ে হাহাকার করে বলতে লাগল: ‘হায়! হায়! ঐ মহানগরীর কি দুর্দশাই না হল! যার সম্পদে সমুদ্রগামী জাহাজের কর্তারা ধনবান হত, এক ঘন্টার মধ্যে সে ধ্বংস হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 আর তারা মাথায় ধূলো দিয়ে কেঁদে কেঁদে ও দুঃখ করতে করতে জোরে চিত্কার করে বলতে লাগল, হায়! হায়! সেই নাম করা শহর, যার ধন দিয়ে সমুদ্রের ব্যবসায়ীরা জাহাজের মালিকরা সবাই বড়লোক হয়েছিল; আর সেটা এক ঘন্টার মধ্যেই সে ধ্বংস হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 18:19
13 ক্রস রেফারেন্স  

তারা তার যন্ত্রমা দেখে ভয়ে দূরে সরে যাবে, বলবেঃ “হে মহানগরী, হয়া, এ কি দুর্ভাগ্য তোমারহায় ক্ষমতাময়ী ব্যাবিলন,মুহূর্তেই হল শেষ তোমার বিচার।”


যিহোশূয় এবং ইসরায়েলীদের প্রবীণ নেতারা তখন নিজেদের পোশাক ছিঁড়ে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের সামনে সন্ধ্যা পর্যন্ত মাটিতে উবুড় হয়এ পড়ে রইলেন, আর নিজেদের মাথায় ধূলা ছড়াতে লাগলেন।


তারা তোমার জন্য বুক ফাটা কান্নায় ভেঙ্গে পড়ে তোমার শোকে তারা মাথায় ধুলো মাখে ছাই-এ গড়াগড়ি দেয়।


সে সর্বজাতিকে পান করিয়েছে তারঅশুচি কামনার তীব্র মদিরা,পৃথিবীর রাজারা তার সঙ্গেলিপ্ত হয়েছে ব্যভিচারে,তার স্বৈরাচারের ফলে পৃথিবীরসওদাগরেরা হয়েছে লাভবান।”


তাঁরা দূর থেকে ইয়োবকে দেখতে পেলেন, কিন্তু তাঁকে চিনতে পারলেন না। যখন চিনতে পারলেন তখন তাঁরা বিলাপ করে কাঁদতে লাগলেন। শোকে কাতর হয়ে তাঁরা নিজেদের পোশাক ছিঁড়ে ফেললেন আর নিজেদের মাথায় ও আকাশের দিকে ধূলো ছিটাতে লাগলেন।


তাই তার সমস্ত আঘাত, মারী, শোক ও দুর্ভিক্ষ একই দিনে এসে উপস্থিত হবে। তাকে আগুনে পোড়ানো হবে। কারণ তার বিচারক মহাশক্তিমান প্রভু পরমেশ্বর।


অধিকৃত হল ঈশ্বরের চুক্তি সিন্দুক এবং এলির দুই পুত্র হফনি ও পিনহস নিহত হল।


সেই একই মাসের চব্বিশ তারিখে ইসরায়েলীরা তাদের পাপের জন্য তীব্র অনুশোচনায় উপবাস করে, চটের বস্ত্র পরিধান করে, মাথায় ধূলা মেখে একত্র সমবেত হল।


সে তখন নিজের মাথায় ছাই মেখে পরণের কাপড় ছিঁড়ে দুহাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে চলে গেল।


তুমি যে পশু ও দশটি শিং দেখলে তারা সকলে ঐ বারাঙ্গনাকে ঘৃণা করবে, তাকে সর্বস্বান্ত ও নগ্ন করবে, তার মাংস খাবে ও তাকে আগুনে পুড়িয়ে মারবে।


ব্যাবিলন সর্বাপেক্ষা সুন্দর রমণীয় রাজ্য, ব্যাবিলনবাসীর গর্বের ধন। কিন্তু, আমি প্রভু পরমেশ্বর এই ব্যাবিলনকে বিধ্বস্ত করব সদোম ও ঘমোরার মত।


জেরুশালেমের প্রবীণদল মাটিতে বসে থাকে স্তব্ধ, নীরব, মাথায় ধূলোমাখা, পরণে চটের বসন। কুমারী কন্যারা নতশিরে লুটায় ভূমিতে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন