Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 17:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 ঐ যে পশুটি তুমি দেখলে, সে একসময় জীবিত ছিল, কিন্তু এখন নেই। কিন্তু সে রসাতল থেকে আবার উত্থিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীনিবাসীদের মধ্যে যাদের নাম জগৎ সৃষ্টির কালে জীবনপুস্তকে লিখিত হয়নি তারা এই পশুকে দেখে বিস্মিত হবে কারণ এর অস্তিত্ব ছিল, এখন নেই কিন্তু পরে উপস্থিত হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তুমি যে পশুকে দেখলে, সে ছিল কিন্তু এখন নেই; সে অতল গহ্বর থেকে উঠবে ও বিনাশে যাবে। আর দুনিয়া-নিবাসী যত লোকের নাম দুনিয়ার আরম্ভ থেকে জীবন-কিতাবে লেখা হয় নি, তারা যখন সেই পশুকে দেখবে যে ছিল, এখন নেই, পরে হবে, তখন আশ্চর্য জ্ঞান করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 যে পশুকে তুমি দেখলে, যে এক সময়ে ছিল, কিন্তু এখন নেই, সে অতল-গহ্বর থেকে আবার উঠে আসবে ও তার ধ্বংসের পথে যাবে। আর পৃথিবীর অধিবাসী যতজনের নাম জগৎ সৃষ্টির সময় থেকে জীবনপুস্তকে লেখা নেই, তারা যখন সেই পশুটিকে দেখবে, যা ছিল কিন্তু এখন নেই কিন্তু পরে আসবে, তখন তারাও আশ্চর্য বোধ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তুমি যে পশুকে দেখিলে, সে ছিল, কিন্তু নাই; সে অগাধলোক হইতে উঠিবে ও বিনাশে যাইবে। আর পৃথিবী-নিবাসী যত লোকের নাম জগতের পত্তনাবধি জীবন-পুস্তকে লিখিত হয় নাই, তাহারা যখন সেই পশুকে দেখিবে যে ছিল, এখন নাই, পরে হইবে, তখন আশ্চর্য্য জ্ঞান করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তুমি যে পশুকে দেখলে, এক সময় সে বেঁচে ছিল, কিন্তু এখন সে বেঁচে নেই। সে পাতাল থেকে উঠে আসবে ও তার ধ্বংস স্থানে যাবে। জগৎ‌ পত্তনের সময় থেকে পৃথিবী নিবাসী যত লোকের নাম জীবন পুস্তকে লিখিত নেই, তারা ঐ পশুকে দেখে বিস্মিত হবে, কারণ পশুটি একদিন ছিল, এখন আর নেই, কিন্তু পরে আবার আসবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তুমি যে জন্তুকে দেখেছিলে, সে বর্তমানে নেই; কিন্তু সে অতল গর্ত থেকে উঠে এসে চিরকাল শাস্তি ভোগ করবে। আর পৃথিবীতে যত লোক বাস করে, যাদের নাম জগত সৃষ্টির প্রথম থেকে জীবন পুস্তকে লেখা নেই, তারা যখন সেই জন্তুটিকে দেখবে যে আগে ছিল কিন্তু এখন নেই অথচ আবার দেখা যাবে, তখন সবাই অবাক হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 17:8
28 ক্রস রেফারেন্স  

আর যে পশু ছিল কিন্তু এখন নেই, সে ঐ সাতজনের অন্যতম হলেও সে হচ্ছে অষ্টম। ধ্বংসই তার পরিণাম।


তাঁদের সাক্ষ্য শেষ হওয়ার পর রসাতল তেকে সমুত্তিত এক জন্তু এসে তাঁদের সঙ্গে যুদ্ধ করবে এবং তাঁদের পরাস্ত করে হত্যা করবে।


তুমি নমার নির্দেশে ধৈর্য ধারণ করেছ, তাই পৃথিবীনিবাসীদের পরীক্ষার জন্য সমগ্র জগতে যে সঙ্কটকাল আসন্ন তা থেকে আমি তোমাকে অব্যাহতি দেব।


যে বিজয়ী হবে তাকে শুভ্রবাস পরানো হবে। আমি তার নাম জীবনপুস্তক থেকে মুছে ফেলব না। আমার পিতা এবং তাঁর দূতবৃন্দের সমক্ষে আমি তাকে স্বীকৃতি দেব।


রাজা তখন তাঁর ডান পাশের লোকদের বলবেন, এস, তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র। জগৎ সৃষ্টির শুরু থেকে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে তার অধিকার গ্রহণ কর।


আমি দেখলাম, ক্ষুদ্র ও মহৎ নির্বিশেষে সমস্ত মৃত ব্যক্তি সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে। তখন কয়েকটি গ্রন্থ খোলা হল। তারপর আর একটি গ্রন্থ অর্থাৎ জীবনপঞ্জী খোলা হল। ঐ গ্রন্থাবলীতে লিখিত মৃত ব্যক্তিদের কার্যকলাপের বিবরণ অনুযায়ী তাদের বিচার হল।


তিনি এইভাবে জগতের সৃষ্টির পূর্বেই আমাদের ভালবেসে খ্রীষ্টের সঙ্গে মিলিত করার জন্য আমাদের মনোনীত করেছিলেন যেন তাঁর দৃষ্টিতে আমরা পবিত্র ও নিষ্কলুষ হতে পারি।


হে, পিতা, যাদের তুমি আমায় দান করেছ, আমার বিনতি আমি যেখানে থাকব তারাও যেন সেখানে থাকে এবং জগত পত্তনের আগেই ভালবেসে যে মহিমা আমায় তুমি দান করেছ, সেই মহিমা যেন তারা দর্শন করে।


সেই ছোট শিংটির আস্ফালন আমার দৃষ্টি আকর্ষণ করল। দেখলাম, চতুর্থ জন্তুটিকে বধ করে কেটে, ছিঁড়ে আগুনে ফেলে দেওয়া হল।


জীবনপঞ্জীতে যার নাম ওঠেনি তাকে অগ্নি-হ্রদে নিক্ষেপ করা হল।


তাদের প্রতারণাকারী দিয়াবল জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হল যেখানে ঐ পসু ও ভণ্ড নবী আগেই নিক্ষিপ্ত হয়েছিল। সেখানে তারা চিরকাল দিবারাত্রি যন্ত্রণা ভোগ করবে।


প্রভুই একথা বলেছেন এবং বহুদিন আগেই তিনি তা করেছেন ব্যক্ত।


সমুদ্র ও যে পাহাড়ের উপর পবিত্র মন্দির আছে তার মধ্যবর্তী স্থানে সে তার বিশাল রাজকীয় শিবির স্থাপন করবে। কিন্তু সেখানে অসহায়ভাবে তার মৃত্যু হবে, তাকে সাহায্য করার জন্য কেউই সেখানে থাকবে না।


তারপর স্বর্গীয় বিচারসভায় তার বিচার হবে। তার সব ক্ষমতা কেড়ে নিয়ে সম্পূর্ণভাবে তাকে ধ্বংস করা হবে।


আমি চেয়ে আছি। দেখলাম, চতুর্থ এক জন্তু। সাংঘাতিক তার দৈহিক শক্তি, বিকট, বীভৎস তার চেহারা। লোহার মত শক্ত বিরাট রাক্ষুসে দাঁত দিয়ে সে তার শিকারকে চিবিয়ে গুঁড়িয়ে ফেলছিল আর বাকী অংশ পা দিয়ে দলে পিষে ফেলছিল। এই জন্তুটি আগেকার জন্তুগুলির মত নয়। এর মাথায় আবার দশটি শিং।


বিশ্বসৃষ্টির পূর্বেই তিনি এর জন্য নির্দিষ্ট হয়েছিলেন, কিন্তু এই যুগান্তকালে তিনি তোমাদের জন্যই প্রকাশিত হয়েছেন,


লুপ্ত হোক ওদের নাম তোমার জীবন পুস্তক থেকে, না থাকুক ওদের নাম তোমার ভক্তবৃন্দের তালিকায়।


এমন সময় সমুদ্র থেকে উঠে এল চারটি অতিকায় জন্তু। একটির সঙ্গে আর একটির কোন মিল নেই।


তারা তাঁকে অনুনয় করে বলতে লাগল, যেন তাদের রসাতলে যাওয়ার আদেশ না দেওয়া হয়।


তবে অপদেবতারা তোমাদের বশীভূত হচ্ছে বলে খুশী হয়ো না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা হল বলে আনন্দিত হও।


এর সঙ্গে পৃথিবীর সকল নৃপতি ব্যভিচারে লিপ্ত হয়েছে এবং তার কামনার সুরা পান করে পৃথিবীর মানুষ হয়েছে প্রমত্ত।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন