Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 16:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 এই পৈশাচিক আত্মাদের নানারকম অলৌকিক কাজ করার ক্ষমতা ছিল। সর্বনিয়ন্তা ঈশ্বরের নিরূপিত মহান দিবসে যুদ্দের জন্য সারা পৃথিবীর নৃপতিদের একত্র করতে তাদের পাঠানো হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 তারা বদ-রূহ্‌দের রূহ্‌, নানা চিহ্ন-কাজ করে; তারা সমস্ত দুনিয়ার বাদশাহ্‌দের কাছে গিয়ে সর্বশক্তিমান আল্লাহ্‌র সেই মহাদিনের যুদ্ধের জন্য তাদেরকে একত্র করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 তারা ভূতদের আত্মা, অলৌকিক সব চিহ্নকাজ করে, আর তারা সমস্ত জগতের রাজাদের কাছে যায়, যেন সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের জন্য সেইসব রাজাদের যুদ্ধে একত্র করতে পারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 তাহারা ভূতদের আত্মা, নানা চিহ্ন-কার্য্য করে; তাহারা জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া, সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধার্থে তাহাদিগকে একত্র করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 সেই অশুচি আত্মারা ভূতের আত্মা, যারা নানা অলৌকিক কাজ করে। তারা সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে মহাবিচারের দিনে যুদ্ধ করার জন্য সমস্ত জগৎ‌ ঘুরে রাজাদের একত্রিত করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 কারণ তারা হলো ভূতেদের আত্মা নানা চিহ্ন ও আশ্চর্য্য কাজ করে; তারা পৃথিবীর সব রাজাদের কাছে গিয়ে সর্বশক্তিমান্ ঈশ্বরের সেই মহান দিনের যুদ্ধের জন্য মন্দ আত্মাদের জড়ো করে।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 16:14
33 ক্রস রেফারেন্স  

তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে। মেষশাবক তাদের পরাস্ত করবেন। কারণ তিনি ‘প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা’। আহূত মনোনীত বিশ্বাসীবৃন্দ, যারা তাঁর সঙ্গী তারাও জয়ী হবে।”


পবিত্র আত্মা স্পষ্টভাবে বলেছেন, পরবর্তী কালে কিছু মানুষ ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত হবে। তারা বিভ্রান্তি সৃষ্টিকারী আত্মাদের দ্বারা প্রভাবিত হবে এবং দানবীয় মতাদর্শ অনুসরণ করবে।


সে তখন পৃথিবীর চার প্রান্তের জাতিগুলিকে, গোগ ও মাগোগকে প্রতারিত ও যুদ্ধের জন্য একত্র করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সেই লোকদের সংখ্যা সমুদ্রতটের বালুকারাশির মত অগণ্য।


আমরা জানি, আমরা ঈশ্বরের প্রজা। সমগ্র জগত শয়তানের আয়ত্তে।


এই ধরণের জ্ঞান, স্বর্গ থেকে আসে না, এ নিতান্তই জাগতিক, জৈব এবং পৈশাচিক।


পরে তারা এক জায়গায় সকলকে এনে একত্র করল। হিব্রু বাষায় এই জায়গাটির নাম হরমাগেদোন।


নিম্নে নিক্ষিপ্ত হল সেই মহাদানব, এ হল সেই আদিম সর্প, দিয়াবল3 ও শয়তান নামে যে পরিচিত। বিশ্ব জগতকে সে প্রতারণা করে। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হল, তার দূতবাহিনীও তার সঙ্গে হল পতিত।


শয়তানই তোমাদের জন্মদাতার অভিসন্ধি পূরণ করাই তোমাদের অভিপ্রায়। প্রথম থেকেই সে হত্যাকারী। সে সত্যে প্রতিষ্ঠিত নয়। সত্যের লেশ মাত্র নেই তাই অন্তরে। মিথ্যা বলাই তার স্বভাব। সে মিথ্যাবাদী, মিথ্যার জন্মদাতা।


শয়তানের কূটচক্রে মূর্তিমান অধর্ম মিথ্যার যাবতীয় শক্তিশালী অভিজ্ঞান ও অলৌকিক ক্রিয়াকলাপসহ আবির্ভূত হবে।


কারণ তখন অনেকে নকল মশীহ ও ভণ্ড নবীর উদ্ভব হবে। তারা চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখিয়ে সম্ভব হলে মনোনীতদেরও বিপথে নিয়ে যাবে।


কারণ অনেক নকল খ্রীষ্ট ও ভুয়ো নবীর আবির্ভাব ঘটবে। তারা এমন সব চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখাবে যার ফলে মনোনীতরাও প্রতারিত হতে পারে।


তুমি নমার নির্দেশে ধৈর্য ধারণ করেছ, তাই পৃথিবীনিবাসীদের পরীক্ষার জন্য সমগ্র জগতে যে সঙ্কটকাল আসন্ন তা থেকে আমি তোমাকে অব্যাহতি দেব।


সর্বপ্রথমে আমি যীশু খ্রীষ্টের নামে তোমাদের সকলের জন্য ঈশ্বরের চরণে কৃতজ্ঞতা নিবেদন করছি। কারণ তোমাদের বিশ্বাসের কথা সমগ্র জগতে স্বীকৃত।


আমি তখন বেদী থেকে এই বাণী শুনলামঃ “ঙ্যাঁ, প্রভু পরমেশ্বর সর্বনিয়ন্তা,তোমার বিচার যথার্থ ও সঙ্গত।”


দেখে মনে হল, তার সাতটি মাথার একটি মারাত্মকভাবে আহত, কিন্তু তার সাংঘাতিক ক্ষত সারিয়ে দেওয়া হল। তার ফলে সারা পৃথিবী স্তম্ভিত বিস্ময়ে সেই পশুর অনুগামী হল।


আজ তাঁদের ক্রোধের মহাদিন উপস্থিত। এই দিনে কে অবিচল থাকতে পারে?


যদি কোন নবী ভ্রান্ত নির্দেশ উচ্চারণ করে মানুষকে ভুল পথে নিয়ে যায়, জেনো, আমি প্রভু পরমেশ্বরই তাকে ভ্রান্তিতে ফেলেছি। আমি তাকে ইসরায়েলীদের মধ্যে থেকে উচ্ছেদ করব।


সেই সময় রোমসম্রাট অগাষ্টাস সীজার ঘোষণা করলেন যে তাঁর সাম্রাজ্যের সমস্ত প্রজাকে নিজেদের নাম তালিকাভুক্ত করতে হবে।


তখন আহাব প্রায় চারশোজন নবীকে আহ্বান জানালেন এবং জিজ্ঞাসা করলেন, আমি রামোৎ-গিলিয়দ আক্রমণ করব কি করব না? তাঁরা বললেন। আক্রমণ করুন। ঈশ্বর আপনাকে বিজয়ী করবেন।


সর্বজাতির সমক্ষে সাক্ষ্য স্বরূপ ঐশ রাজ্যের সুসমাচার সমগ্র জগতে প্রচারিত হবে। তখনই হবে কালের অন্ত।


এই সব নৃপতিরা একসঙ্গে মিলিত হয়ে ইসরায়েলীদের আক্রমণ করার জন্য মেরোম সরোবরের কাছে এসে ছাউনি ফেললেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন