Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 16:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তারা ক্ষতের জ্বালাযন্ত্রণার জন্য স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগল, কিন্তু নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 এবং নিজেদের যন্ত্রণা ও ক্ষতের জন্য বেহেশতের আল্লাহ্‌র নিন্দা করলো এবং তাদের খারাপ কাজ থেকে মন ফিরালো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 এবং তাদের যন্ত্রণা ও তাদের ক্ষতের জন্য স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিল। কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 এবং আপনাদের বেদনা ও ক্ষত প্রযুক্ত স্বর্গের ঈশ্বরের নিন্দা করিল; আপন আপন ক্রিয়া হইতে মন ফিরাইল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 বেদনা ও ক্ষতের জন্য তারা স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিতে লাগল, কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তাদের যন্ত্রণা ও ঘায়ের জন্য তারা স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগলো, তবুও তারা নিজেদের মন্দ কাজ থেকে মন ফেরালো না।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 16:11
20 ক্রস রেফারেন্স  

দারুণ দহনে মানুষ দগ্ধ হল। তারা তখন এইসব মারীর নিয়ন্তা ঈশ্বরের নিন্দা করতে লাগল, কিন্তু মন পরিবর্তন করে তাঁকে মর্যাদা দিল না।


আকাশ থেকে মানুষের উপরে এক এক মণ ওজনের প্রকাণ্ড শিলা বর্ষিত হতে লাগল। শিলাবৃষ্টিতে আহত লোকেরা ঈশ্বরের নিন্দা করতে লাগল। কারণ এই আঘাত ছিল মারাত্মক।


তখন প্রথম দূত গিয়ে পৃথিবীর উপরে তাঁর পাত্রটি উপুড় করলেন। ফলে যারা সেই পশুর প্রতীকচিহ্ন ধারণ করত ও তার মূর্তি পূজা করত, তাদের শরীরে পুতিগন্ধময় বিষাক্ত ক্ষতের সৃষ্টি হল।


সেই মুহুর্তে প্রচণ্ড ভূমিকম্প হল এবং নগরের দশভাগের এক ভাগ ধ্বসে পড়ল। সাত হাজার লোক মারা গেল সেই ভূমিকম্পে। বাকী সবাই সন্ত্রস্ত হয়ে স্বর্গবাসী ঈশ্বরের স্তবস্তুতি করতে লাগল।


আমি তাকে অনুতাপ ও মন পরিবর্তন করার সময় দিয়েছিলাম। কিন্তু সে তার দুষ্কর্মের জন্য অনুতাপ করতে রাজী নয়।


অপরপক্ষে দুষ্ট প্রকৃতির লোক ও প্রতারকদের অবস্থা মন্দ থেকে আরও মন্দ হবে। তারা অন্যদের ভুল পথে নিয়ে যায়, নিজেরাও পথ হারায়।


স্বর্গাধিপতি ঈশ্বরের স্তব কর, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।


মহান ঈশ্বরের মন্দিরের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু জোগান দিতে যত্নবান হবে, যাতে তিনি আমার এবং আমার পরবর্তী কোন শাসকের উপরে ক্রুদ্ধ না হন।


এ সমস্ত তাঁদের দিতে হবে যেন তাঁরা মহান ঈশ্বরের কাছে বলি ও সুরভি নৈবেদ্য উৎসর্গ করতে পারেন এবং রাজা ও তাঁর পুত্রদের কল্যাণ কামনা করেন।


স্বর্গের ঈশ্বর, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর সমগ্র পৃথিবীর উপর আমাকে শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং যিহুদীয়াদেশের জেরুশালেমে তাঁর এক মন্দির নির্মাণের দায়িত্ব অর্পণ করেছেন।


এই সব রাজাদের রাজত্বের সময়ে স্বর্গমর্ত্যের অধীশ্বর এমন একটি রাজ্যের প্রতিষ্ঠা করবেন যে রাজ্য কেউ কোনদিন ধ্বংস করতে পারবে না বা কারও অধিকারে যাবে না কিন্তু এই সাম্রাজ্য ঐ সমস্ত রাজ্যকে নিঃশেষে ভেঙ্গে গুড়িয়ে দেবে আর নিজে হবে চিরস্থায়ী।


রাজা আমাকে বললেন, তুমি কিসের জন্য অনুরোধ করছ? তখন আমি স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম


এই কথাগুলি শুনে আমি বসে পড়ে অশ্রুপাত করলাম। কিছুদিন শোক পালন করলাম, উপবাস করলাম আর স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম।


আমি, সম্রাট অর্তক্ষস্ত, ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের প্রদেশের সকল কোষাধ্যক্ষকে এই আদেশ দান করছি, মহান ঈশ্বরের বিধি-বিধান সম্বন্ধে বিশেষজ্ঞ ইষ্রা তোমাদের কাছে যখন যা চাইবেন,


মহান ঈশ্বরপ্রদত্ত বিধি-বিধানে পণ্ডিত এবং যাজক ইষ্রার সমীপে রাজাধিরাজ অর্তক্ষস্ত।


পারস্য সম্রাট সাইরসের আদেশ, স্বর্গের ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাকে সারা পৃথিবীর শাসনকর্তা করেছেন এবং যিহুদীয়ার জেরুশালেম নগরীতে তাঁর জন্য একটি মন্দির নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন। অতএব, তোমরা যারা ঈশ্বরের প্রজা, তারা সেখানে ফিরে যাও। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে থাকুন।


যোনা তাদের বললেন, আমি একজন ইব্রীয় আমি স্বর্গের ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসক। তিনিই সমুদ্র ও ধরাতল সৃষ্টি করেছেন। আমি তাঁকে এড়িয়ে চলতে চাই। তাই পালাচ্ছি।


অবস্থা যখন আরও খারাপ হয়ে উঠল তখন আহস প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে এত পাপ করতে লাগলেন যা আগে কোন দিন হয় নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন