Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 12:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 এই জন্য স্বর্গ ও স্বর্গলোকবাসী, তোমরা উল্লাস কর, কিন্তু হায় ধরিত্রী, হায় জলধি! দিয়াবল মহাক্রোধে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। সে জানে তার সময় সংক্ষিপ্ত।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 অতএব, হে বেহেশত ও বেহেশত-বাসীরা, আনন্দ কর; দুনিয়া ও সমুদ্রের সন্তাপ হবে; কেননা শয়তান তোমাদের কাছে নেমে গেছে; সে অতিশয় রাগান্বিত, সে জানে, তার কাল সংক্ষিপ্ত।’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 সেই কারণে স্বর্গলোক ও তার অধিবাসীরা, তোমরা আনন্দ করো! কিন্তু পৃথিবী ও সমুদ্রের দুর্দশা হবে, কারণ দিয়াবল তোমাদের কাছে নেমে গিয়েছে! সে ক্রোধে পূর্ণ, কারণ সে জানে তার সময় সংক্ষিপ্ত।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 অতএব, হে স্বর্গ ও তন্নিবাসিগণ, আনন্দ কর; পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে; কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে; সে অতিশয় রাগাপন্ন, সে জানে, তাহার কাল সংক্ষিপ্ত।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 তাই স্বর্গ এবং সেখানে বসবাসকারী তোমরা সকলে আনন্দ কর! কিন্তু পৃথিবী ও সমুদ্রের কি দুর্দশাই না হবে, কারণ দিয়াবল তোমাদের কাছে নেমে এসেছে। সে রাগে ফুঁসছে, কারণ সে জানে যে তার আর বেশী সময় বাকী নেই।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 অতএব, হে স্বর্গ ও স্বর্গে যারা বাস কর, আনন্দ কর; কিন্তু পৃথিবী ও সমুদ্রের বিপর্যয় হবে; কারণ শয়তান তোমাদের কাছে নেমে এসেছে; সে খুব রেগে আছে কারণ সে জানে তার দিন আর বেশি নেই।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 12:12
18 ক্রস রেফারেন্স  

তখন আমি তাকিয়ে দেখলাম মধ্য-আকাশে উড়ন্ত এক ঈগল। তাকে উচ্চকণ্ঠে বলতে শুনলাম, “অবশিষ্ট যে তিনজন স্বর্গদূত তূর্যধ্বনি করতে উদ্যত, তাঁদের তূরীধ্বনির সঙ্গে সঙ্গে মর্ত্যলোকবাসীরদের চরম বিপর্যয়, ঘোর বিপর্যয়।”


হে আকাশমণ্ডল মুখরিত হও সঙ্গীতে! আনন্দ ধ্বনি কর হে ধরিত্রী! পর্বতমালা উচ্ছ্বসিত হোক গানে গানে! প্রভু পরমেশ্বর দূর করবেন তাঁর প্রজাবৃন্দের দুঃখ দুর্দশা, দান করবেন তাদের সান্ত্বনা, দুঃখভারে জর্জরিত প্রজাদের উপর বর্ষণ করবেন করুণাধারা।


“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”


স্বর্গ, পৃথিবী, সমুদ্র এবং তন্মধ্যস্থ সবকিছুরই স্রষ্টা চিরজীবি ঈশ্বরের নামে শপথ করে তিনি বললেন, “আর বিলম্ব নেই।


মর্ত্যলোকবাসী তাঁদের মৃত্যুতে উল্লসিত হবে। স্ফূর্তি করবে। উপহার আদান-প্রদান করবে কারণ ঐ দুই নবী তাদের যন্ত্রণাস্বরূপ ছিলেন।


প্রথম দুর্ভোগ শেষ হল, কিন্তু এর পরে আরও দুই বিপর্যয় আসন্ন।


ঠিক সেইরকম তোমাদের আমি বলছি, একজন পাপী হৃদয় পরিবর্তন করলে ঈশ্বরের দূতেরা তেমনি আনন্দ করে।


দ্বিতীয় বিপর্যয়ের অবসান হল। তৃতীয় বিপর্যয় কিন্তু তখনও আসন্ন।


কিন্তু বন্ধুগণ, এ কথা ভুলে যেও না যে, প্রভুর দৃষ্টিতে একটি দিন সহস্র বছরের মত এবং সহস্র বছর একটি দিনের সমান।


কারণ শাস্ত্রে লেখা আছে, ‘আর ক্ষণকাল মাত্র, ক্ষণকাল পরেই আসবেন তিনি, যাঁর আবির্ভাব সুনিশ্চিত,তিনি বিলম্ব করবেন না,


ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমামর্ত্যলোকে তাঁর প্রীতিভাজনমানবের মাঝে বিরাজ করুক শান্তি।


হে আকাশমণ্ডল, জাগাও আনন্দধ্বনি! জয়ধ্বনি কর হে পৃথিবীর গভীর গহন গোপন কন্দর! আনন্দধ্বনি কর গিরি-পর্বত, আনন্দধ্বনি কর বন-উপবন, অরণ্যানীর প্রতিটি বৃক্ষ। প্রভু পরমেশ্বর প্রকাশ করেছেন তাঁর মহত্ব, মুক্ত করেছেন তাঁর প্রজাবৃন্দকে।


নিম্নে নিক্ষিপ্ত হল সেই মহাদানব, এ হল সেই আদিম সর্প, দিয়াবল3 ও শয়তান নামে যে পরিচিত। বিশ্ব জগতকে সে প্রতারণা করে। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হল, তার দূতবাহিনীও তার সঙ্গে হল পতিত।


তখন সে ঈশ্বর-নিন্দায় —তাঁর নাম, তাঁর আবাস এবং স্বর্গলোকবাসী সকলের নিন্দায় মুখর হয়ে উঠল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন