Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 11:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 কিন্তু মন্দিরের বাইরের প্রাঙ্গণ বাদ দাও, তার মাপ নিও না, কারণ ঐ প্রাঙ্গণ অন্যান্য জাতিকে দেওয়া হয়েছে। তারা বিয়াল্লিশ মাস পুণ্য নগরীকে পদদলিত করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 কিন্তু বায়তুল-মোকাদ্দসের বাইরের প্রাঙ্গণ বাদ দাও, তা পরিমাপ করো না, কারণ তা জাতিদেরকে দেওয়া হয়েছে; বিয়াল্লিশ মাস পর্যন্ত তারা পবিত্র নগরকে পদতলে দলিত করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 কিন্তু বাইরের প্রাঙ্গণটি বাদ দেবে; সেটার পরিমাপ কোরো না, কারণ তা অইহুদিদের দেওয়া হয়েছে। তারা 42 মাস পর্যন্ত পবিত্র নগরকে পদদলিত করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 কিন্তু মন্দিরের বহিঃস্থিত প্রাঙ্গণ বাদ দেও, তাহা পরিমাণ করিও না, কারণ তাহা জাতিগণকে দত্ত হইয়াছে; বিয়াল্লিশ মাস পর্য্যন্ত তাহারা পবিত্র নগরকে পদতলে দলন করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 কিন্তু মন্দিরের বাইরের প্রাঙ্গণের কোন মাপ নিও না, কারণ তা অইহুদীদের দেওয়া হয়েছে। বিয়াল্লিশ মাস ধরে তারা সেই পবিত্র নগরটি পায়ে দলবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 কিন্তু উপাসনা ঘরের বাইরে যে উঠোন আছে সেটা বাদ দিয়ে মাপ কর, কারণ ওটা অইহূদিদের দেওয়া হয়েছে। তারা বিয়াল্লিশ মাস ধরে পবিত্র শহরটাকে পা দিয়ে মাড়াবে।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 11:2
32 ক্রস রেফারেন্স  

সেই নারী পালিয়ে গেল মরুপ্রান্তরে। সেখানে ঈশ্বর তার থাকার জন্য একটি স্থান প্রস্তুত করে রেখেছেন। এক হাজার দুশো ষাট দিন সেখানে তাকে প্রতিপালন করা হবে।


শাণিত তরবারির আঘাতে মৃত্যু হবে তাদের, সমস্ত জাতির মধ্য থেকে তাদের বন্দী করে আনা হবে। অ-ইহুদী জাতিগুলির নির্ধারিত কাল শেষ না হওয়া পর্যন্ত জেরুশালেম তাদের দ্বারা পদদলিত হবে।


পরমেশ্বরের বিরুদ্ধে সে নানা কথা বলবে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান বিধিনিষেধ বদলে দেবার চেষ্টা করবে। পরমেশ্বরের প্রজারা সাড়ে তিন বছর তার পদানত থাকবে।


এই সময় আমি আমার দুজন সাক্ষীকে এক হাজার দুশো ষাট দিন ধরে দৈববাণ ঈ বলার ক্ষমতা দেব। তাদের পরণে থাকবে চট।”


দূত স্বর্গের দিকে দুহাত তুলে শাশ্বত ঈশ্বরের নাম উচ্চারণ করে বললেন, আরও সাড়ে তিন বছর লাগবে। যখন ঈশ্বরের প্রজাদের উপর অত্যাচার শেষ হবে তার মধ্যে এইসব ঘটনা ঘটে যাবে।


আমি দেখলাম, পবিত্র নগরী নূতন জেরুশালেম স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ তেকে নেমে আসছে। বরের সঙ্গে মিলনোন্মুখ বধূর মত তার প্রস্তুতি ও সাজসজ্জা।


জাগ, জাগ হে জেরুশালেম জাগ্রত হও বীর বিক্রমে, হে ঈশ্বরের পবিত্র নগরী, সুসজ্জিত হও মনোরম বস্ত্রসম্ভারে! তোমার তোরণ পার হয়ে তোমাদের সুন্নত সংস্কারহীন অনাচারীরা আর কখনও করবে না প্রবেশ।


যদি কেউ এই ভাবোক্তি গ্রন্থ থেকে কিছু হরণ করে তাহলে ঈশ্বর এই গ্রন্থে বর্ণিত জীবন তরু ও পবিত্র নগরীর অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন।


এবং যীশুর পুনরুত্থানের পর সমাধি থেকে বেরিয়ে এসে তাঁরা পুণ্য নগরীতে প্রবেশ করেছিলেন।


তোমরাই পৃথিবীর লবণ। লবণ যদি তার স্বাদ হারায় তবে তার স্বাদ ফিরিয়ে আনার কোন উপায় থাকে না। সেই লবণ আর কোন কাজেই আসে না। তাকে বাইরে ফেলে দেওয়া হয়, আর লোকে তা মাড়িয়ে যায়।


তারপর শয়তান তাঁকে পবিত্র নগরী জেরুশালেমে নিয়ে গেল। মন্দিরের চূড়ার উপরে তাঁকে দাঁড় করিয়ে সে বলল,


নিসর্গবাহিনী অর্থাৎ নক্ষত্ররাজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মত ক্ষমতা হল তার। এমনকি কতকগুলি নক্ষত্রকে সে টেনে নামিয়ে ফেলল মাটিতে আর তাদের পা দিয়ে পিষতে লাগল।


এটি ছিল দৈর্ঘ্যে-প্রস্থে পাঁচশো হাতের একটি চতুষ্কোণ ক্ষেত্র। এইভাবে দেওয়াল দিয়ে পবিত্র স্থানটিকে সবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা হয়েছে।


কিন্তু সাড়ে তিন দিন পরে ঈশ্বর প্রেরিত প্রাণবায়ু তাঁদের দেহে প্রবেশ করল। তাঁরা উঠে দাঁড়ালেন। যারা তাঁদের দেখল তারা সকলেই মহাভয়ে তটস্থ হল।


তাহলে ঈশ্বরের পুত্রকে যে চরম অগ্রাহ্য করেছে তার দশা কি হবে? যাঁর রক্তে ঈশ্বরের সঙ্গে তার সম্বন্ধ স্থাপিত হয়েছে, যাঁর দ্বারা সে পবিত্রীকৃত হয়এছে, সেই রক্ত যে তুচ্ছ করেছে এবং ঈশ্বরের অনুগ্রহদায়ী আত্মার অবমাননা যে করেছে তার দণ্ড আরও কতই না বেশী কঠোর হবে।


আমি তখন সেই চতুর্থ জন্তুটির বিষয়ে জানতে চাইলাম। এটি সেই জন্তু যার সঙ্গে অন্য তিন জন্তুর কোন মিল নেই, ভীষণাকার, লোহার দাঁত আর পেতলের নখ দিয়ে সে সব কিছু খাচ্ছে, সব গুঁড়িয়ে ফেলছে আর পা দিয়ে পিষছে।


সমস্ত ধনদৌলত তার শত্রুদল করেছে হরণ, বিদেশীদের জন্য পরমেশ্বরের নিষিদ্ধ স্থানে দেখেছে সে তাদের পদার্পণ।


তোমরা নিজেদের পবিত্র নগরীর নাগরিক বলে পরিচয় দাও, গর্বভরে বলে থাক এ কথা–— ইসরায়েলের সেই আরাধ্য ঈশ্বরের প্রতি অবিচল আস্থা তোমাদের, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যিনি।


হে ঈশ্বর, শত্রুদল তোমার এলাকায় প্রবেশ করেছে, অশুচি করেছে তোমার পবিত্র মন্দির, জেরুশালেমকে পরিণত করেছে ধ্বংসস্তূপে।


চল্লিশ দিন ধরে তোমরা সেই দেশ পর্যবেক্ষণ করেছ, তাই প্রত্যেক দিনের জন্য এক বছর হিসাবে চল্লিশ বছর তোমরা তোমাদের অধর্মাচরণের দণ্ড ভোগ করবে। আমার বিরোধিতা করার পরিণাম যে কি, তা তোমরা বুঝতে পারবে।


এবার দেখ, এই দ্রাক্ষাকুঞ্জের কি অবস্থা আমি করতে চলেছি। এর চারিদিকের বেড়া আমি তুলে দেব, ভেঙ্গে ফেলব এর প্রাচীর। বন্য জন্তুরা এসে সব খেয়ে নেবে, পায়ে দলে সব নষ্ট করে দেবে।


এই পর্ব শেষ হলে তুমি ডান দিকে ফিরে শোবে। এবার তোমাকে যিহুদীয়ার অপরাধের জন্য চল্লিশ দিন দণ্ডভোগ করতে হবে। তাদের জন্য দণ্ডভোগের একটি বছর হবে একটি দিনের সমান।


এরপর আমি শুনলাম, এক স্বর্গদূত আরেক দূতকে বলছেন, দর্শনে যে সব ঘটনাবলী দেখলাম, সেগুলি কতকাল স্থায়ী হবে? কতকাল নিত্যনৈবেদ্যের বদলে এই অনাসৃষ্টি চলবে? কতকাল নিসর্গবাহিনী ও পবিত্রস্থান পদদলিত হতে থাকবে?


শুনলাম অন্য দূতটি বলছেন, এক হাজার একশো পঞ্চাশ দিন প্রাতঃসন্ধ্যা নৈবেদ্য বন্ধ থাকবে। তারপর পবিত্র স্থান নূতন করে প্রতিষ্ঠা করা হবে।


পবিত্র আত্মার প্রভাবে তিনি আমাকে সুউচ্চ এক পর্বত শীর্ষে নিয়ে গেলেন। দেখালেন, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ তেকে নেমে আসা পবিত্র নগরী জেরুশালেম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন