Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 11:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 মর্ত্যলোকবাসী তাঁদের মৃত্যুতে উল্লসিত হবে। স্ফূর্তি করবে। উপহার আদান-প্রদান করবে কারণ ঐ দুই নবী তাদের যন্ত্রণাস্বরূপ ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর দুনিয়া-নিবাসীরা তাঁদের বিষয়ে আনন্দিত হবে, আমোদ-প্রমোদ করবে ও একে অন্যের কাছে উপহার পাঠাবে, কেননা এই দুই নবী দুনিয়া-নিবাসীদের যন্ত্রণা দিতেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 পৃথিবীর অধিবাসীরা তাঁদের কারণে উল্লসিত হবে এবং পরস্পরকে উপহার পাঠিয়ে আনন্দ উদ্‌যাপন করবে, কারণ এই দুই ভাববাদী পৃথিবী নিবাসীদের যন্ত্রণা দিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর পৃথিবী-নিবাসীরা তাঁহাদের বিষয়ে আনন্দিত হইবে, আমোদপ্রমোদ করিবে, ও পরস্পর উপঢৌকন পাঠাইবে, কেননা এই দুই ভাববাদী পৃথিবী-নিবাসীদিগকে যন্ত্রণা দিতেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 পৃথিবীর লোকরা আনন্দিত হবে, কারণ ঐ দুজনের মৃত্যু হয়েছে। তারা আমোদ-প্রমোদ করবে, পরস্পরকে উপহার পাঠাবে, কারণ এই দুজন ভাববাদী পৃথিবীর লোকদের অতিষ্ঠ করে তুলেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 যারা এই পৃথিবীতে বাস করে তারা খুশি হবে এবং আনন্দ করবে, লোকেরা একে অপরের কাছে উপহার পাঠাবে, কারণ যারা এই পৃথিবীর, তারা এই দুই জন ভাববাদীর জন্য কষ্ট পেয়েছিল।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 11:10
29 ক্রস রেফারেন্স  

এলিয়কে দেখামাত্র আহাব বললেন, এই যে তুমি, ইসরায়েলের কাঁটা।


তুমি নমার নির্দেশে ধৈর্য ধারণ করেছ, তাই পৃথিবীনিবাসীদের পরীক্ষার জন্য সমগ্র জগতে যে সঙ্কটকাল আসন্ন তা থেকে আমি তোমাকে অব্যাহতি দেব।


এই কথা শুনে তাঁরার রাগে জ্বলে উঠলেন এবং তাঁদের মৃত্যুদণ্ড দিতে চাইলেন।


জগত তোমাদের ঘৃণা করতে পারে না। কিন্তু আমাকে ঘৃণা করে কারণ তার পথ যে মন্দ, সে কথা আমি প্রকাশ করে দিই।


আমার জন্যই তোমরা সকলের পাত্র হবে। কিন্তু যে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবে। সে-ই পরিত্রাণ লাভ করবে।


হে আমার বৈরী, আমার বিপক্ষে করো না উল্লাস, আমার পতন হলেও আমি উঠে দাঁড়াব, অন্ধকারে বাস করলেও প্রভুই হবেন আমার আলোক।


রাজা আহাব বললেন, হ্যাঁ, আর একজন আছেন। তিনি হলেন ইমলার পুত্র মিখাইয়া। কিন্তু আমি তাঁকে বরদাস্ত করতে পারি না। তিনি কখনও আমার পক্ষে ভাল কোন কথা বলেন নি, সবসময় কিছু না কিছু অমঙ্গলের কথা বলেছেন! যিহোশাফট বললেন, মহারাজের মুখে একথা শোভা পায় না।


এইভাবে ঐ প্রথম পশুর সামনে যেসব অলৌকিক লক্ষণ দেখাবার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল তা দিয়েই প;থিবীর মানুষকে এই দ্বিতীয় পশু বিভ্রান্ত করছিল। তরকবারির আঘাতে আহত হয়েও যে পশু বেঁচে গিয়েছিল তারই এক বিগ্রহ নির্মাণ করার আদেশ সে পৃথিবীনিবাসীদের দিল।


জগৎ সৃষ্টির পূর্বেই পৃথিবীর অধিবাসীদের মধ্যে যাদের নাম একদা নিহত মেষশাবকের জীবন-পুস্তকে লেখা হয়েছিল, তারা ছাড়া সকলেই তাঁকে পূজা করবে।


ভালবাসা কারও অধর্মাচরণে আনন্দ লাভ করে না, সত্যেই তার পরম প্রীতি।


সত্যিই আমি তোমাদের বলছি, তোমরা শোকাকুল হবে কিন্তু জগত হবে উৎফুল্ল। তোমরা শোকার্ত হবে ঠিকই কিন্তু তোমাদের শোক পরিণত হবে আনন্দে।


পদস্থ কর্মচারীরা রাজার কাছে গিয়ে বলল, এই লোকটির মৃত্যুদণ্ড হওয়া উচিত। কারণ এই সমস্ত কথা বলে এ আমাদের সৈন্যদলের মনোবল ভেঙ্গে দিচ্ছে এবং নগরীতে অবশিষ্ট অধিবাসীদের মনও এভাবে দুর্বল করে তুলছে। মানুষকে সাহস দিয়ে সাহায্য করার কোনও চেষ্টাই নেই তার, বরং সে কেবল তাদের অমঙ্গল করতে চায়।


তোমার শত্রুর পতনে তুমি উল্লাস করো না, আনন্দিত হয়ো না তার বিপদে।


তুমি শক্তিবৃদ্ধি করেছ তার বিপক্ষদের, তার শত্রুদের তুমি করেছ উৎফুল্ল।


শত্রুদের বলতে দিও না এ কথা: ওকে পরাজিত করেছি আমরা। উল্লসিত হতে দিও না তাদের আমার পতনে।


আহাব যিহোশাফটকে বললেন, দেখলেন তো? আমি কি বলি নি যে লোকটা আমার সম্বন্ধে কোন ভাল কথা বলে না? সব সময় কিছু না কিছু অমঙ্গলের কথা বলবেই।


আহাব যখন এলিয়কে দেখতে পেলেন, তাঁকে বললেন, আমার চিরশত্রু, এবার বুঝি আমাকে হাতে পেয়েছে? এলিয় বললেন, হ্যাঁ পেয়েছি বৈকি! পরমেশ্বরের অপ্রীতিকর কাজেই তুমি নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছ।


তারপর পঞ্চম দূত সেই পশুর সিংহাসনের উপরে তাঁর পাত্র উপুড় করলেন। ফলে তার রাজ্যে অন্ধকার নেমে এল। লোকেরা যন্ত্রণায় জিভ কামড়াতে লাগল।


সেই দানব যখন দেখল যে সে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছে তখন সে পুত্রসন্তান প্রসবিনী সেই নারীর পশ্চাতে তাড়া করে গেল।


তোমার ভাইদের দুর্দিনে, তাদের দুর্ভাগ্যের দিনে তোমার খুশী হওয়া উচিত হয়নি। যিহুদীয়ার লোকদের ধ্বংসের দিনে তোমার উল্লাস করা উচিত হয়নি, সঙ্কটের দিনে তাদের উপহাস করা উচিত হয়নি।


প্রভু পরমেশ্বর বলেন, হে ব্যাবিলনবাসী,যদিও আমার সন্তানদের তোমরা করেছ লুণ্ঠন, যদিও উল্লাসে আনন্দে হয়ে উঠেছ উত্তাল, যদিও তোমরা শস্যমর্দনকারিণী গাভীর মত চলেছ, হ্রেষাধ্বনি করেছ অশ্বের মত,


মিথ্যাবাদী শত্রুদের উল্লাস করতে দিও না আমার বিরুদ্ধে, অকারণে যারা আমাকে হিংসা করে কটাক্ষ করতে দিও না তাদের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন