Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 8:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 মরুপথ বেয়ে কে আসে ঐ বাহুতে লগ্নবাহু প্রিয়া যে তার? জাগিয়েছিলাম তোমায় আমি সেই আপেলের তরুতলে, নিয়েছিলে জন্ম যেথা তুমি জননীর কোলে। আমাকে দিয়ে, শুধু আমাকে দিয়ে

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 উনি কে, যিনি মরুভূমি থেকে উঠে আসছেন, নিজের প্রিয়ের উপর ভর দিয়ে আসছেন? ---- আমি আপেল গাছের নিচে তোমাকে জাগালাম, সেখানে তোমার মা তোমাকে নিয়ে প্রসব বেদনায় ভুগিয়েছিলেন, সেখানে তোমার জননী ব্যথা সহ্য করেছিলেন, ও তোমাকে প্রসব করেছিলেন। ----

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 মরুপ্রান্তর পার হয়ে আপন প্রেমিকার কাঁধে মাথা রেখে ওই কে আসে? যেখানে তোমার মা তোমাকে প্রসব করেছিলেন সেই আপেল গাছের তলায় আমি তোমাকে জাগালাম; ওখানে তোমার মা তোমার জন্মকালীন প্রসববেদনা সয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 উনি কে, যিনি প্রান্তর হইতে উঠিয়া আসিতেছেন, নিজ প্রিয়ের প্রতি নির্ভর দিয়া আসিতেছেন? আমি নাগরঙ্গ বৃক্ষতলে তোমাকে জাগাইলাম, সেখানে তোমার মাতা তোমাকে লইয়া ব্যথা খাইয়াছিলেন, সেখানে তোমার জননী ব্যথা খাইয়াছিলেন, ও তোমাকে প্রসব করিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 প্রিয়তমকে ভর করে মরুভূমির মধ্য দিয়ে ওই মেয়েটি কে আসছে? যেখানে তোমার মা তোমায় জন্ম দিয়েছে, যেখানে তুমি জন্মেছিলে সেই আপেল গাছের নীচে আমি তোমায় জাগিয়ে ছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 প্রিয়তম। তার প্রিয়ের উপর ভর দিয়ে মরু এলাকা থেকে যিনি আসছেন তিনি কে? আপেল গাছের নীচে আমি তোমাকে জাগালাম; তোমার মা সেখানেই তোমাকে ধারণ করেছেন; তোমার মা ওখানেই প্রসব যন্ত্রণা ভোগ করে তোমাকে জন্ম দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 8:5
29 ক্রস রেফারেন্স  

ধূলিমেঘ তুলে কে আসে মরুপথে? ভেসে আসে যেন বণিকের ধূপ আর সুরভি সুবাস?


উচ্চরবে ঘোষণা করছে একটি কন্ঠস্বর: পথ প্রস্তুত কর প্রভু পরমেশ্বরের জন্য মরু প্রান্তরের বুকে, আমাদের ঈশ্বরের জন্য নির্মাণ করে দাও মরুভূমির মাঝে মসৃণ এক রাজপথ!


বনানীর মাঝে পুষ্পিত আপেল তরু যেন, যুবক সমাজে যে আমার প্রিয়তম। বসে থাকি আমি পরমানন্দে সেই তরুছায়া তলে, অমৃতের স্বাদ আমি পাই তার মধুর ফলে।


তোমাতেই আসক্ত আমার প্রাণ, তোমার দক্ষিণ হস্ত ধারণ করে আমায়।


সেখানকার নেতারা উৎকোচ নিয়ে বিচার করে, পুরোহিতেরা বিধান দেয় অর্থের বিনিময়ে, নবীরাও অর্থেরই বিনিময়ে দৈবানুসন্ধান করে, এমনকি তারা প্রভুর উপর ভরসা রেখে বলে, ‘প্রভু আছেন আমাদের মাঝে, কোনও অমঙ্গল হবে না আমাদের।’


কান্তদেহা কে ঐ রূপসী কন্যা, ঊষার আলোকবিভা দুনয়নে ঝরে, যেন ললিত লাবণ্যে ঘেরা চাঁদের সুষমা, যেন অরুণদীপ্তি সুচারু অঙ্গে ঝলসে, তেজদৃপ্ত মহিমাময়ী উন্নতশির ললনা?


এগিয়ে যাই আমি তাদের ছেড়ে, দেখা পেলাম তার, সে যে চিরবাঞ্ছিত দয়িত আমার। আকুল আবেগে আলিঙ্গনে বাঁধি ফিরালাম তারে, নিয়ে এলাম নিভৃত গোপন অন্তঃপুরের একান্ত নিরালায়।


তাঁর জন্যই তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ, ঈশ্বর মৃত্যুলোক থেকে তাঁকে পুনরুজ্জীবিত করে মহিমান্বিত করেছেন যেন তোমরা তোমাদের বিশ্বাস ও আস্থা ঈশ্বরেই স্থাপন করতে পার।


শিষ্যদের মধ্যে যীশু যাঁকে খুব ভালবাসতেন তিনি যীশুর কোন ঘেঁষে বসেছিলেন।


স্বর্গদূতের সঙ্গে সে যুদ্ধে জয়ী হয়েছিল, তাঁর অনুগ্রহ লাভের জন্য রোদন ও বিনতি করেছিল সে। বেথেলে ঈশ্বর তাকে দেখা দিয়েছিলেন, সেখানে কথা বলেছিলেন তার সঙ্গে।


যৌবনে তুমি কত অনুরক্ত ছিলে আমার প্রতি,আমার স্মরণে আছে সে কথা! আমাদের বিবাহের পর কত ভালবাসতে তুমি আমায়, মরুভূমিতে তুমি আমায় অনুসরণ করে চলতে, অনুসরণ করতে আমায় অকর্ষিত প্রান্তরে।


দেখ, আমি এক নতুন কর্ম করতে চলেছি, সূত্রপাত হয়ে গেছে তার এবার তুমি দেখবে সে কাজ! মরুপ্রান্তরের মাঝখান দিয়ে আমি নির্মাণ করব এক রাজপথ প্রবাহিত করব সেখানে নদী-নির্ঝর।


তুমি যদি মোর সহোদর হতে, লালিত হতে যদি মোর জননীর স্তন সুধায়, তবে পথের মাঝে তোমায় চুম্বন করলেও মনে করত না কেউ কিছুই।


ওগো সিয়োন ললনা, এস, দেখ আমার রাজা শলোমনকে, কিরীট শোভিত রাজা আমার। এ কিরীটখানি জননী যে তাঁর, বিবাহের মধুরলগণে আনন্দের মিলনবাসরে পরায়েছিলেন তাঁরে।


তাঁর শক্তি মানুষের বাহুবল কিন্তু আমাদের সাহায্যের জন্য এবং আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য আছেন আমাদের আরাধ্য ঈশ্বর স্বয়ং প্রভু পরমেশ্বর। রাজার এই কথা শুনে প্রজাবৃন্দ অত্যন্ত উৎসাহিত হল।


সেই নারী পালিয়ে গেল মরুপ্রান্তরে। সেখানে ঈশ্বর তার থাকার জন্য একটি স্থান প্রস্তুত করে রেখেছেন। এক হাজার দুশো ষাট দিন সেখানে তাকে প্রতিপালন করা হবে।


আমার বৎসগণ, খ্রীষ্ট যতদিন না তোমাদের মধ্যে মূর্ত হয়ে ওঠেন, ততদিন আমি তোমাদের নিয়ে প্রসববেদনাতুরা জননীর মতই কষ্ট পাচ্ছি।


ভাইয়েরা আমার, অনুরূপভাবে খ্রীষ্টের দেহের সঙ্গে সংযুক্ত হয়ে বিধানগতভাবে তোমরাও মৃত। যিনি মৃতলোক থেকে পুনরুত্থিত হয়েছেন এখন তোমরা তাঁরই অধিকারভুক্ত হয়েছ যেন তোমরা ঈশ্বরের উদ্দেশে সফন জীবন যাপন করতে পার।


তোমরা সাহায্যের জন্য মিশরের ভরসা করে আছ। তাই যদি হয়, তবে তা হবে নলঘাসের লাঠিতে ভর দিয়ে চলার মত। ঐ লাঠি দুমড়ে ভেঙ্গে হাতে ফুটে যায়। কেউ যদি মিশররাজ ফারাও-এর উপরে নির্ভর করে, তবে তার অবস্থাও তেমনি হবে।


ওগো বঁধু, মোর চলে এস মোর সাথে, লেবাননের পর্বত নিলয় ছাড়ি এস নেমে আমানার শৈলচূড়া হতে, শেণীর ও হার্মোণ গিরিশিখর হতে নেমে এস, সিংহ ও চিতার আস্তানা সেথায়।


আমার প্রাণ নাশের চেষ্টায় উন্মুখ যারা, মৃত্যুলোক গ্রাস করুক তাদের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন