Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 8:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 আমি নিয়ে যেতাম তোমায় আমার জননীর গৃহে, আমার শৈশবের লীলা নিকেতনে, সেখানে তুমি শিখাতে আমায় প্রেমের ললিত কলা। আমি দিতাম তোমায় মশলা সুরভিত মদিরা হাতে তুলে দিতাম আমার আনারের সুরা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমি তোমাকে পথ দেখাতাম, আমার মাতার বাড়িতে নিয়ে যেতাম; তুমি আমাকে শিক্ষা প্রদান করতে, আমি তোমাকে সুগন্ধ মিশানো আঙ্গুর-রস পান করাতাম, আমার ডালিমের মিষ্ট রস পান করাতাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আমি তোমাকে পথ দেখাতাম আর নিয়ে যেতাম আমার মায়ের ঘরে— যে মা আমার শিক্ষাদাত্রী। আমি তোমাকে পান করার জন্য সুগন্ধি মশলা মিশ্রিত সুরা দিতাম, দিতাম আমার ডালিম ফলের নির্যাস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমি তোমাকে পথ দেখাইতাম, আমার মাতার গৃহে লইয়া যাইতাম; তুমি আমাকে শিক্ষা প্রদান করিতে, আমি তোমাকে সুগন্ধমিশ্রিত দ্রাক্ষারস পান করাইতাম, আমার দাড়িম্বের মিষ্ট রস পান করাইতাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 আমি তোমাকে আমার মায়ের বাড়ীতে, তাঁর সেই ঘরে নিয়ে যেতাম যিনি আমাকে শিক্ষা দিয়েছেন। আমি তোমাকে ডালিম নিষিক্ত সুগন্ধি দ্রাক্ষারস পান করতে দিতাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমি তোমাকে পথ দেখাতাম এবং আমার মায়ের ঘরে নিয়ে আসতাম এবং সে আমাকে শিক্ষা দিত। আমি তোমাকে সুগন্ধি মশলা দেওয়া আঙ্গুর রস পান করাতাম এবং আমার ডালিমের মিষ্টি রস পান করাতাম।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 8:2
16 ক্রস রেফারেন্স  

এগিয়ে যাই আমি তাদের ছেড়ে, দেখা পেলাম তার, সে যে চিরবাঞ্ছিত দয়িত আমার। আকুল আবেগে আলিঙ্গনে বাঁধি ফিরালাম তারে, নিয়ে এলাম নিভৃত গোপন অন্তঃপুরের একান্ত নিরালায়।


জাগরিত হব পোহালে রজনী যাব আমাদের দ্রাক্ষাকুঞ্জবনে, দেখব সেথায় দ্রাক্ষালতাগুলি মঞ্জরীত হয়েছে কি না, পাপড়ি মেলেছে কি না কুসুমকলি, কুসুমিত হয়েছে কি না ডালিম শাখা! সেথায় আমি তোমায় উজাড় করে দেব প্রেম আমার।


তুমি প্রিয়তমা হে বঁধু আমার পরম তৃপ্তি তব প্রেমে মোর, মদিরাও মানে হার তোমার প্রেমের কাছে, দেহ সৌরভ তব—সেও যে সবের সেরা।


কিন্তু স্বর্গীয় জেরুশালেম স্বাধীন, সে-ই আমাদের জননী।


এবং কিভাবে ছোটবেলা থেকেই পবিত্র শাস্ত্র জেনেছ। এই শাস্ত্রজ্ঞান যীশু খ্রীষ্টে বিশ্বাসের মধ্য দিয়েই তোমাকে পরিত্রাণ লাভের পথ নির্দেশ করতে পারে।


তোমরা অধ্যবসায় সহকারে শাস্ত্রপাঠ কর, মনে কর তার মধ্যেই পাবে অনন্ত জীবন। কিন্তু সেই শাস্ত্র আমারই সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে।


সুমধুর সুরা যেন মুখচন্দ্রিমা তব। সেই সুরা তবে হোক প্রবাহিত মোর প্রিয়ের অধরে অবাধে অঝোরে হোক প্রবাহিত তব দন্তরুচি কৌমুদী ঘিরে।


ভোজের জন্য সে পশু হনন করেছে, সুরা প্রস্তুত করেছে, পেতেছে আসন।


তখন আমি তাঁর আরাধনা করার জন্য তাঁর চরণে প্রণত হলাম। কিন্তু তিনি আমাকে বললেনঃ “ক্ষান্ত হও, যীশুর জন্য তোমার যে ভ্রাতৃবৃন্দ শহীদ হয়েছে, তাদেরই মত আমিও তোমার সহকর্মী সেবক মাত্র। ঈশ্বরেরই আরাধনা কর। যীশুর প্রকাশিত সত্যই নবীদের বাণীর অনুপ্রেরণা।”


এর দ্বারা আমাদের কাছে নবীদের বাণীতে আমাদের প্রত্যয় আরও সুদৃঢ় হয়েছে। তোমরা তাতে মনোনিবেশ করলে ভালই হবে, কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে এবং তোমাদের হৃদয়াকাশে প্রভাতী তারার উদয় হয় ততদিন এই বাণীই হবে অন্ধকারে প্রদীপের মত।


তুমি যদি মোর সহোদর হতে, লালিত হতে যদি মোর জননীর স্তন সুধায়, তবে পথের মাঝে তোমায় চুম্বন করলেও মনে করত না কেউ কিছুই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন