Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 7:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তব মরাল গ্রীবা যেন গজদম্ভের শুভ্র মিনার, নয়নদুটি যেন বাথ-রাব্বিমে প্রবেশ পথের পাশে হেশবোনের সেই সরোবর। দামাসকাসের প্রহরায় দণ্ডায়মান লেবাননের মিনারের মত সুন্দর নাসিকা তোমার

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তোমার গলদেশ হাতির দাঁতের উঁচু গৃহের মত; তোমার নয়নযুগল হিশ্‌বনের বৎ-রব্বীম ফটকের নিকটবর্তী পুস্করণীগুলোর মত; তোমার নাসিকা লেবাননের সেই উঁচু গৃহের মত, যা দামেস্কের দিকে মুখ করা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তোমার গলা হাতির দাঁতের নির্মিত মিনার। তোমার দুই নয়ন বৎ-রব্বীম দ্বারের পাশে অবস্থিত হিষ্‌বোনের সরোবরগুলির মতো। তোমার নাক যেন দামাস্কাসের দিকে চেয়ে থাকা লেবাননের মিনার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তোমার গলদেশ গজদন্তময় উচ্চ গৃহের ন্যায়; তোমার নয়নযুগল হিশ্‌বনের বৎ-রব্বীম পুরদ্বার-সমীপস্থ সরোবরগুলির ন্যায়; তোমার নাসিকা লিবানোনের সেই উচ্চ গৃহের ন্যায়, যাহা দম্মেশকের দিকে সম্মুখীন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তোমার কণ্ঠদেশ হাতির দাঁতের স্তম্ভের মত। তোমার দুটি চোখ বৎ-রব্বীমের দ্বারবর্তী হিশ্বনের সরোবরের মতই সুন্দর। তোমার নাক লিবানোনের সেই স্তম্ভের মত যে স্তম্ভ দম্মেশকের দিকে চেয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তোমার গলা হাতির দাঁতের উঁচু দুর্গের মত, তোমার চোখগুলি হিশবনের বৎ-রব্বীমের ফটকের কাছে সরোবরের মত। তোমার নাক লিবানোনের উঁচু দুর্গের মত, যা দম্মেশকের দিকে তাকিয়ে আছে।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 7:4
23 ক্রস রেফারেন্স  

সুগোল মসৃণ মরালগ্রীবা তব দাউদের অস্ত্রসৌধের মিনারের মত, সুশোভিত সহস্র পদকখচিত রত্নহারে।


আমাদের পুত্রগণ যেন যৌবনে বেড়ে ওঠে সতেজ তরুর মত, আমাদের কন্যারা যেন হয় প্রাসাদের কোণের কারুকার্যশোভিত স্তম্ভের মত।


পরিণত লোকদের জন্যই কঠিন খাদ্য। কারণ তাদের বিচারবুদ্ধি অনুশীলনের দ্বারা ভাল ও মন্দের পার্থক্য বিচারে অভ্যস্ত হয়েছে।


ভয় পেয়ো না—আর কখনও হবে না তোমার মর্যাদার হানি, অপমানে নতশির হবে না আর। কারণ তুমি ভুলে যাবে তোমার যৌবনের গ্লানি, স্মরণে থাকবে না তোমার বৈধব্যের কলঙ্ক।


ফিরাও ফিরাও সখী আঁখি দুটি তব, চেও না অমন করে, আমি পারি না সহিতে। ঘন কুন্তল তব আষাঢ়ের মেঘমালা যেন ঘনায়িত নীলিমায়


প্রেয়সী আমার, অপরূপা তুমি। নয়ন দুখানি তব প্রেমিক কপোত যেন অবগুন্ঠন তলে–— তব কৃষ্ণ কেশদাম যেন বরষার মেঘ


কেশপাশ তব কন্ঠে রয়েছে জড়ায়ে, যেন এক অপরূপ মণিহার।


পুষ্পসার, অগুরু ও দারুচিনির সৌরভে সুবাসিত হয় তোমার বসন। গজদন্তের কারুকার্য শোভিত প্রাসাদে বীণার ঝঙ্কারে বিনোদিত হয়চিত্ত তোমার।


বালেথ, তাঁর সমস্ত খাদ্য ভাণ্ডারের নগরী এবং তাঁর রথ ও অশ্ববাহিনীর মস্ত ঘাঁটি। তিনি নিজের পরিকল্পনা অনুযায়ী জেরুশালেম, লেবানন এবং রাজ্যের সর্বত্র যাবতীয় নির্মাণ কার্য শেষ করলেন।


আহাবের সমস্ত কীর্তি কাহিনী, তাঁর নির্মিত গজদন্তের প্রাসাদ এবং অন্যান্য নগর নির্মাণের বিবরণ ‘ইসরায়েলের রাজকাহিনীর ইতিহাসে’ লিপিবদ্ধ আছে।


শলোমনের কিছু বাণিজ্য পোত ছিল। হীরামের বাণিজ্য বহরের সঙ্গে এগুলিও সমুদ্রপথে বাণিজ্যে যেত এবং তিন বছর অন্তর সোনা, রূপো, হাতির দাঁত বানর ও ময়ূর নিয়ে আসত।


রাজা শলোমন গজদন্তের একটি বিরাট সিংহাসনও তৈরী করিয়েছিলেন। সেটি আগাগোড়া নিখাদ সোনা দিয়ে মোড়া ছিল।


তাঁর সমস্ত খাদ্যে ভাণ্ডারের নগরী, রথ ও অশ্ববাহিনীর ঘাঁটি জেরুশালেম, লেবানন এবং রাজ্যের সর্বত্র নিজের পরিকল্পনা অনুযায়ী যাবতীয় নির্মাণকার্য শেষ করলেন।


এই প্রাসাদে ‘লেবাননের অরণ্য’ নামে একটি হল ঘর ছিল। ঘরটি একশো হাত লম্বা, পঞ্চাশ হাত চওড়া ও ত্রিশ হাত উঁচু। এই ঘরের মধ্যে তিন সারি সীডার কাঠের থাম ছিল। প্রত্যেক সারিতে পনেরোটা করে, মোট পয়ঁতাল্লিশটা থাম ছিল। এগুলির উপরে সীডার কাঠের কড়ি বসান ছিল। ঘরটির ছাদ ছিল সীডার কাঠের।


দাউদ দামাস্কাস এলাকায় সৈন্যদলের ছাউনি ফেললেন। সিরিয়ার লোকেরা তাঁর বশ্যতা স্বীকার করল এবং কর দিতে লাগল। এইভাবে প্রভু পরমেশ্বর দাউদকে সর্বত্র বিজয়ী করতে লাগলেন।


অব্রাম বললেন, হে প্রভু পরমেশ্বর, তুমি আমাকে কি আর দান করবে? আমি নিঃসন্তান অবস্থায় দিন যাপন করছি। দামাস্কাসের এলিয়েষর আমার পরিবারের উত্তরাধিকারী।


কুচযুগ যেন যুগল মৃগ যমজ হরিণ যেন পদ্মবনে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন