Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 6:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 ফিরাও ফিরাও সখী আঁখি দুটি তব, চেও না অমন করে, আমি পারি না সহিতে। ঘন কুন্তল তব আষাঢ়ের মেঘমালা যেন ঘনায়িত নীলিমায়

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তুমি আমা থেকে তোমার নয়ন দু’টি ফিরিয়ে নাও, কেননা ওরা আমাকে ব্যাকুল করে তোলে; তোমার কেশপাশ এমন ছাগল পালের মত, যারা গিলিয়দের পাশে শুয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 আমার দিক থেকে তোমার দুই নয়ন সরাও; ওরা আমাকে বিহ্বল করে দেয়; তোমার কেশরাশি এমন ছাগপালের মতো, যারা গিলিয়দের ঢাল বেয়ে নেমে আসে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তুমি আমা হইতে তোমার নয়ন দুটী ফিরাও, কেননা উহারা আমাকে উদ্বিগ্ন করে; তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায়, যাহারা গিলিয়দের পার্শ্বে শুইয়া থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 আমার দিকে চেয়ে দেখো না! তোমার দুটি চোখ আমায় অস্থির করে দেয়! তোমার কেশরাশি, গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে নেমে আসা একদল ছাগলের মত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও; কারণ তারা আমাকে ব্যাকুল করে তুলেছে। তোমার চুলগুলি গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পালের মত।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 6:5
6 ক্রস রেফারেন্স  

তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, মোশি ও শমুয়েলও যদি আমার সামনে দাঁড়িয়ে আবেদন জানাত, তাহলেও আমি এদের উপর দয়া করতাম না। ওদের দূর করে দাও আমার চোখের সামনে থেকে, চলে যাক ওরা।


সুতরাং তুমি বাধা দিও না, ওদের বিরুদ্ধে আমার ক্রোধ এখন প্রজ্বলিত হবে, ওদের আমি ধ্বংস করব, কিন্তু তোমাকে ভিত্তি করে আমি উৎপন্ন করব মহান এক জাতি।


শুভ্র দন্তপংক্তি যেন নিটোল মুক্তামালা হারায় নি একটিও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন