Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 6:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তিনি যে আমার, শুধু আমারই আমিও যে শুধু তাঁর। কুসুম কানন মাঝে তুষিছেন তিনি তাঁর মেষপালে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই; তিনি লিলি ফুলবনে পাল চরান। ----

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমি আমার প্রেমিকের এবং আমার প্রেমিক আমারই; তিনি লিলিফুলের বাগিচায় পদচারণা করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই; তিনি শোশন পুষ্পবনে [পাল] চরান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আমি একমাত্র আমার প্রেমিকের এবং আমার প্রেমিক একমাত্র আমারই। সে পদ্ম বনে ঘুরে বেড়ায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আমি আমার প্রিয়তমেরই এবং তিনি আমারই, তিনি আনন্দের সঙ্গে লিলি ফুলের বনে পশুপাল চরান।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 6:3
7 ক্রস রেফারেন্স  

আমার প্রিয়তম শুধু আমারই আমিও একান্তভাবে তাঁর। লিলিফুলের বনে তিনি চরান তাঁর মেষপাল।


আমি যে আমার প্রিয়তমের, আমি তাঁর কামনার ধন।


প্রভু বলেন, ‘এই সব দিনের শেষে আমি ইসরায়েল কুলের সঙ্গে সন্ধি স্থাপনের এই শর্ত স্থির করব: আমি আমার সমস্ত বিধান তাদের অন্তরে প্রতিষ্ঠিত করব, তাদের হৃদয়ফলকে করব উৎকীর্ণ। আমি হব তাদের আরাধ্য ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা।


ওগো প্রিয়তম বল, কোথায় চরাও তুমি মেষপাল তোমার? কোথায় তাদের বিশ্রাম স্থান মধ্যাহ্নবেলায়? কেন মিছে আমি বেড়াব ঘুরে অন্য রাখালের মাঝে তোমার খোঁজে?


কুচযুগ যেন যুগল মৃগ যমজ হরিণ যেন পদ্মবনে।


আমি তোমারই, উদ্ধার কর আমায়, তোমার অনুশাসন পালনে আমি হয়েছি তৎপর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন