Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 5:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 সুগঠিত বাহুদ্বয়, রত্নখচিত অঙ্গুরীয় অঙ্গুলিতে শোভা পায়। সুঠাম সুন্দর নন্দন তনু তাঁর যেন সুচিক্কণ গজদম্ভে সুন্দর কারুকার্য নীলকান্ত মণির।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 তাঁর হাত বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মত; তাঁর উদর নীলকান্তমণিতে খচিত হাতির দাঁতের শিল্পকর্মের মত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 তাঁর বাহুযুগল বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মতো; তাঁর দেহ নীলকান্তমণিতে খচিত মসৃণ গজদন্তের মতো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 তাঁহার হস্ত বৈদূর্য্যমণিতে খচিত সুবর্ণের অঙ্গুরীয়স্বরূপ; তাঁহার কায় নীলকান্তমণিতে খচিত গজদন্তময় শিল্পকর্ম্মের ন্যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 তার বাহু রত্নখচিত সোনার দণ্ডের মত। তার উদর হাতির দাঁতের তৈরী এবং নীল মরকতে ঢাকা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তাঁর হাতগুলি বৈদূর্যমণি বসানো সোনার আংটির মত, তাঁর উদর নীলকান্তমণিতে সাজানো হাতির দাঁতের শিল্পকাজের মত।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 5:14
15 ক্রস রেফারেন্স  

তাঁরা ইসরায়েলীদেরর আরাধ্য ঈশ্বরের দর্শন লাভ করলেন। তাঁর চরণতলে ছিল আকাশের স্বচ্ছ নীলের মত নীলকান্ত মণির শিলাপীঠ।


হে জেরুশালেম, দুঃখে ক্লিষ্ট অসহায়-নগরী, সহায় কেউ নেই তোমার, আমি পুনর্গঠিত করব তোমার ভিত্তিমূল মহামূল্য প্রস্তরখণ্ডে, মণিমাণিক্যে।


চারটে চাকাই একই রকম দেখতে। প্রত্যেকটি চাকা উজ্জ্বল মণির মত জ্বলজ্বল করছে। আবার চাকাগুলির মধ্যে আড়াআড়ি ভাবে লাগান আর একটি চাকা।


প্রভু পরমেশ্বর বলেছেন, আমার ভক্তদাস কৃতকার্য হবেন, পুনরায় ভূষিত হবেন উচ্চ সম্মান ও মর্যাদায়।


দাউদের কুলতিলক তিনি, উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাঁর রাজকীয় ক্ষমতা, তাঁর রাজ্যে সতত বিরাজ করবে শান্তি। ন্যায় ও ধর্মনিষ্ঠায় ভিত্তিতে শাসন পরিচালনা করবেন তিনি এখন থেকে অনন্তকাল পর্যন্ত। সর্বাধিপতি পরমেশ্বরের এই হল স্থির সিদ্ধান্ত।


তোমার নাভিকুণ্ড যেন সুরায় উচ্ছল এক সুগোল পানপাত্র, কটিদেশ যেন কুমুদ কমলে ঘেরা গোধূমের স্তূপ।


হে রাজন! তুমি সর্বশক্তিমান, ন্যায়নিষ্ঠ তুমি, তুমিই প্রতিষ্ঠিত করেছ ন্যায়নীতি, যাকোবকুলে তুমিই প্রবর্তন করেছ ন্যায়বিচার ও ধর্মশীলতা।


এবং চতুর্থ সারিতে বৈদূর্য গোমেদ ও সূর্যকান্ত মণি বসানো হল।


চতুর্থ সারিতে বৈদুর্য, গোমেদ ও সূর্যকান্ত। এগুলি সবই সোনার খাপে আঁটা থাকবে।


হে প্রভু পরমেশ্বর, মহাবলে বলীয়ান তোমার বাহু, তোমারই বাহুবলে বিধ্বস্ত হয়েছে বৈরীদল।


দ্বিতীয় সারিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরা।


ওফির দেশের সোনা কিম্বা বহুমূল্য গোমেদ ও নীলকান্তমণি তার সমতুল্য নয়।


বৈদূর্য মণির মত উজ্জ্বলকান্তি এক পুরুষ। তাঁর মুখমণ্ডলে বিদ্যুতের আভা, চোখে আগুনের ঝলক। হাতে পায়ে পিতলের চমক। বজ্রগম্ভীর তাঁর কণ্ঠস্বর যেন বিপুল জনতার কলরোল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন