Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 5:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 কপোলের শ্মশ্রুজাল সুবাসিত সুরভি আতরে যেন সুগন্ধি মশলার বন সুরভি বিতরে। তাঁর অধর যেন কুমুদ কুসুম নিঃশ্বাসে তাঁর অগুরু সুবাস।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তাঁর গণ্ডদেশ সুগন্ধি বাগানের কেয়ারি ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ; তাঁর ওষ্ঠাধর লিলি ফুলের মত, তরল গন্ধরস ক্ষরণকারী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 তাঁর কপোল সুগন্ধি মশলার কেয়ারির মতো সুবাসিত। তাঁর ওষ্ঠাধর লিলিফুলের মতো, যা গন্ধরসের সৌরভ ছড়ায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তাঁহার গণ্ডদেশ সুগন্ধি ওষধির চৌকা ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ; তাঁহার ওষ্ঠাধর শোশন পুষ্পের ন্যায়, দ্রব গন্ধরস ক্ষরণকারী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তার গালদুটি একটি মসলার বাগানের মত, যা সুগন্ধ দেয়। পদ্মফুলের পাপড়ির মত তার ওষ্ঠাধর থেকে তরল সুগন্ধি গড়িয়ে পড়ে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তাঁর গালগুলি সুগন্ধি বাগানের মত, যেখান থেকে সুগন্ধ বের হয়। তাঁর ঠোঁটগুলি গন্ধরস ঝরা লিলি ফুলের মত।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 5:13
16 ক্রস রেফারেন্স  

কেশপাশ তব কন্ঠে রয়েছে জড়ায়ে, যেন এক অপরূপ মণিহার।


প্রীতম আমার এসেছেন তাঁর কাননে, সেথা সুগন্ধি তরুবীথিকা, তরুবীথিতলে শ্যামতৃণদলে তুষিছেন তিনি তাঁর মেষপাল, তারি সাথে তিনি সেই কাননের কুসুমকলি করেন চয়ন।


আমি শারোণের বনফুল অরণ্য উপত্যকায় ফোটা রজনীগন্ধা ফুল।


সেই নগরে আলোর জন্য সূর্য বা চন্দ্রের দরকার নেই। ঈশ্বরের গৌরবেই তা আলোকিত। মেষশাবক স্বয়ং তার প্রদীপ।


সকলে তাঁর কথা শুনে প্রশংসা করতে লাগল এবং তাঁর মুখনিঃসৃত মধুর ভাষণে সকলে বিস্মিত হয়ে বলল, এ যোষেফের পুত্র না?


প্রহার করেছে যারা আমায় তাদের কাছে উন্মুক্ত করেছি আমি আপন পৃষ্ঠদেশ, যখন তারা উৎপাটন করেছে আমার শ্মশ্রু, থুতু দিয়েছে মুখে, দারুণ অপমানে যখন জর্জরিত করেছে আমায় আমি দিই নি বাধা তাদের।


চকিত চমকে ছুটে যাই আমি দুয়ারখানি খোলার তরে। মোর দুটি করে অগুরু মাখানো, সুরভি আতরে আঙুল ভেজানো, আমি হাতখানি রাখি দ্বারে।


অধরে তোমার মধু যে ঝরে, তব অস্ফুটভাষ যেন মন্দাকিনীর মধুর ধারা, লেবাননের নির্মল সুরভি মাখা তোমার বেশবাসে।


ধূলিমেঘ তুলে কে আসে মরুপথে? ভেসে আসে যেন বণিকের ধূপ আর সুরভি সুবাস?


ধন্য সেই প্রজাবৃন্দ, যারা মুখর তোমার প্রশংসা গানে, হে প্রভু পরমেশ্বর, তোমার শ্রীমুখের দীপ্তি তাদের রয়েছে ঘিরে।


(হে রাজন,) সুন্দরতম তুমি মানবকুলে, মধুর তোমার মুখের বাণী তাই তুমি চিরধন্য বিধাতার আশীর্বাদে।


প্রভু পরমেশ্বরের কাছে আমি জানিয়েছি শুধু একটি আবেদন, তারই সন্ধানে আমি থাকব নিয়ত, যেন প্রভুরই ভবনে আমি বাস করি আজীবন। যেন দু চোখ ভরে দেখি তাঁর মোহন রূপ, যেন তাঁর মন্দিরে তাঁরই করি ধ্যান।


অবসাদে আচ্ছন্ন মানুষের বেদনার অনুভূতি প্রভু পরমেশ্বর দিয়েছেন আমায়, তাদের উদ্যম ফিরিয়ে আনার জন্য প্রয়োজন যে কথা, দিয়েছেন তিনি আমায় সেই কথা বলার জ্ঞান। তাঁর শিক্ষা গ্রহণের জন্য প্রতি প্রভাতে তিনি আমায় করেন উৎসুক।


হে বীরশ্রেষ্ঠ, কটিদেশে বন্ধন কর তোমার তরবারি, প্রতাপ ও মহিমায় হয়ে ওঠ ভাস্বর।


ওগো প্রিয় মোর, তুমিও যে সুন্দর রূপবান তুমি, তুমি কত মনোহর, আমার আনন্দ তুমি! শ্যামল তৃণশায্যা মোদের বাসক শয়ন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন