পরমগীত 4:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)9 ওগো বঁধু, প্রেয়সী আমার, তুমি করেছ হরণ এ হৃদয় মোর একটি নজরবাণে, বেঁধেছ আমায় উজ্জ্বল মণিহারে গ্রীবাভঙ্গীর মোহিনী মায়ায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তুমি আমার মন হরণ করেছ, অয়ি মম ভগিনি! মম বধূ! তুমি আমার মন হরণ করেছ, তোমার এক পলকের চাহনি দ্বারা, তোমার কণ্ঠের এক হার দ্বারা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তুমি আমার হৃদয় হরণ করেছ, মম ভগিনী, মম বধূ; তোমার এক মুহূর্তের চাহনি, তোমার জড়োয়ার একটিমাত্র রত্ন আমার হৃদয় হরণ করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তুমি আমার মন হরণ করিয়াছ, অয়ি মম ভগিনি! মম কান্তে! তুমি আমার মন হরণ করিয়াছ, তোমার এক নয়নকটাক্ষ দ্বারা, তোমার কণ্ঠের এক হার দ্বারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 প্রিয়া আমার, বধূ আমার, তুমি আমায় উৎসাহিত করেছো। তুমি আমার হৃদয়কে বন্দী করেছো। তুমি তোমার অলঙ্কারের একটি মুক্তা দিয়ে, তোমার নয়নের একটি কটাক্ষ দিয়ে আমার মন হরণ করেছো! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তুমি আমার হৃদয় চুরি করেছ, আমার বোন, আমার কনে, তুমি আমার হৃদয় চুরি করেছ; তোমার এক পলকের চাহনি দিয়ে, তোমার গলার হারের একটা মণি দিয়ে। অধ্যায় দেখুন |