Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 4:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 সুগোল মসৃণ মরালগ্রীবা তব দাউদের অস্ত্রসৌধের মিনারের মত, সুশোভিত সহস্র পদকখচিত রত্নহারে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তোমার গলদেশ দাউদের সেই উচ্চগৃহের মত, যা অস্ত্রাগারের জন্য নির্মিত, যার মধ্যে এক হাজার ঢাল টাঙ্গান রয়েছে, সে সমস্তই বীরদের ঢাল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তোমার গলা দাউদের দুর্গের মতো, অসামান্য সুষমামণ্ডিত যার পাথরের নির্মাণসৌকর্য, যার উপরে টাঙানো থাকে এক হাজার ঢাল, যেগুলির প্রত্যেকটি যোদ্ধাদের ঢাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তোমার গলদেশ দায়ূদের সেই দুর্গের সদৃশ, যাহা অস্ত্রাগারের নিমিত্ত নির্ম্মিত, যাহার মধ্যে এক সহস্র চর্ম্ম টাঙ্গান রহিয়াছে, সে সমস্তই বীরগণের ঢাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তোমার কণ্ঠদেশ পাথরের সারি দিয়ে বানানো দায়ূদের স্তম্ভের মত। শক্তিশালী বীরদের শত শত ঢাল ঝুলিয়ে রাখার জন্য যে স্তম্ভ নির্মিত হয়, তোমার কণ্ঠদেশ সেই স্তম্ভের মত সুন্দর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তোমার গলা যেন দায়ূদের দুর্গের মত; তাতে ঝোলানো রয়েছে এক হাজার ঢাল, তার সবগুলোই যোদ্ধাদের।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 4:4
15 ক্রস রেফারেন্স  

তব মরাল গ্রীবা যেন গজদম্ভের শুভ্র মিনার, নয়নদুটি যেন বাথ-রাব্বিমে প্রবেশ পথের পাশে হেশবোনের সেই সরোবর। দামাসকাসের প্রহরায় দণ্ডায়মান লেবাননের মিনারের মত সুন্দর নাসিকা তোমার


তোমরা ঈশ্বরে বিশ্বাস কর, তাই তিনি নিজ পরাক্রমে তোমাদের সেই অধিকার রক্ষা করছেন যেন তোমরা যুগান্ত কালে প্রকাশ্যে তাঁর পরিত্রাণ দেখতে পাও।


তাঁর পরে মিস্‌পার শাসক যেশূয়ের পুত্র এসর অস্ত্রাগারে উঠবার সামনের দিকের কোণ পর্যন্ত আংশ মেরামত করেছিলেন।


তারা সেই মস্তকস্বরূপ খ্রীষ্টের সঙ্গে সংযোগ রাখে না। অথচ তাঁর দ্বারাই সমগ্র দেহ গ্রন্থি ও পেশীর সাহায্যে সন্নিবদ্ধ ও পুষ্ট হয় এবং ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী সমৃদ্ধি লাভ করে।


কেশপাশ তব কন্ঠে রয়েছে জড়ায়ে, যেন এক অপরূপ মণিহার।


তিনি তাঁর রাজাকে ভূষিত করেন মহাবিজয় গৌরবে। তাঁর অভিষিক্তের প্রতি, দাউদ ও তাঁর বংশের প্রতি প্রদর্শন করেন তাঁর অবিচল প্রেম।


হে গিলবোয়ার পর্বতমালা তোমাদের উপরে শিশির অথবা বৃষ্টি বর্ষিত না হোক, মরুভূমির উষরতা নামুক চিরতরে মহাবীরদের ঢাল সেখানে অমর্যাদায় ভূলুন্ঠিত অনাদরে মলিন হয়ে গেল শৌলের ঢাল।


আমাদের পুত্রগণ যেন যৌবনে বেড়ে ওঠে সতেজ তরুর মত, আমাদের কন্যারা যেন হয় প্রাসাদের কোণের কারুকার্যশোভিত স্তম্ভের মত।


সমুন্নত মস্তক তোমার যেন উচ্চশীর্ষ কার্মেল পর্বত, সুচিক্কণ কেশরাশি গুচ্ছ গুচ্ছ রেশম সম্ভার! রাজাও বাঁধা পড়ে ঐ রূপের মাধুরীতে।


আমি এক প্রাচীর স্বরূপা কুচযুগ মোর যেন তার সুউচ্চ মিনার। প্রেমিক আমার জানে এই কথা তারই মাঝে মোর পরম তৃপ্তি আনন্দ অপার।


হে জেরুশালেম, হে সিয়োনদুহিতার শৈলপীঠ, যেখান থেকে ঈশ্বর তাঁর মেষপালের প্রতিদৃষ্টি রাখেন, তোমার পূর্বকালের আধিপত্য, জেরুশালেম-কন্যার রাজত্ব অবশ্যই আবার ফিরে আসবে তোমার হাতে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন