Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 4:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 মোর কাননের তুমি নির্ঝরিণী উচ্ছল স্রোতধারা, উৎসার তার লেবানন গিরি-উৎসমুখে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 তুমি উপবনগুলোর উৎস, তুমি জীবন্ত পানির কূপ, লেবাননের প্রবাহিত স্রোতমালা। ----

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 তুমি বাগিচায় ঘেরা এক ঝরনা, প্রবাহিত জলের এক উৎস, যার স্রোত সেই লেবানন থেকে বইছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 তুমি উপবন সকলের উৎস, তুমি জীবন্ত জলের কূপ, লিবানোন-প্রবাহিত স্রোতোমালা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 তুমি উদ্যানের ঝর্ণার মত স্বচ্ছ টলটলে, জলের প্রস্রবনের কুয়োর মত, তুমি লিবানোনের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার মতোই সুন্দর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 তুমি বাগানের ফোয়ারা, এক বিশুদ্ধ জলের কুয়ো, যেন লিবানোন থেকে নেমে আসা স্রোত।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 4:15
15 ক্রস রেফারেন্স  

যীশু তাকে উত্তর দিলেন, যদি তুমি জানতে ঈশ্বরের দানের কথা এবং যদি জানতে কে তোমায় বলছেন ‘আমাকে জল দাও’, তাহলে তুমিই তাঁর কাছে জল চাইতে এবং তিনি তোমাকে জীবনবারি দান করতেন।


‘আমার উপর যার বিশ্বাস আছে’ শাস্ত্রে লেখা আছে ‘তার অন্তরে উৎসারিত হবে জীবনদায়ী জলের স্রোত।’


কিন্তু আমি যে জল দেব তা যে পান করবে সে আর কখন তৃষ্ণার্ত হবে না। আমার দেওয়া জলে তার অন্তর থেকে উৎসারিত হবে অনন্ত জীবনের ধারা।


দুটি পাপ করেছে আমার প্রজারা; তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেছে, ত্যাগ করেছে নিরন্তর উৎসারিত জলের প্রস্রবণ, আর মাটি খুঁড়ে তৈরি করেছে জলাধার, যাতে ফাটল ধরেছে, জল থাকে না সেখানে।


এর পরে তিনি আমাকে জীবনজলের নদী দেখালেন। নদীর জল স্ফটিকের মত উজ্জ্বল এবং ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে উৎসারিত।


হে প্রভু পরমেশ্বর, তুমি ইসরায়েলের আশা, যারা তোমাকে পরিত্যাগ করে, লজ্জিত হবে তারা, ধূলির উপরে লেখা নামের মত মুছে যাবে তারা চিরতরে কারণ তারা পরিত্যাগ করেছে তোমায়, হে প্রভু পরমেশ্বর, জীবন-জলের উৎস যিনি।


আমার প্রেয়সী, আমারই বঁধু যেন এক নিভৃত উদ্যান রুদ্ধ দুয়ার, যেন সুরক্ষিত নিকুঞ্জকানন, যেন এক নিভৃত নির্ঝর রুদ্ধ উৎসমুখ।


একটি স্রোতস্বিনী আছে, যার জলধারা পরাৎপরের পবিত্র বাসভূমি ঈশ্বরের নগরীকে করে আনন্দমণ্ডিত।


তোমার ফোয়ারার জল কি বাইরে ছড়িয়ে পড়বে? জলের স্রোত কি বয়ে রাস্তা ঘাটে?


তোমার যুবতী স্ত্রী তোমার ঝর্ণা, ধন্য হোক সে, তারই মাঝে তুমি আনন্দলাভ কর।


আমি সর্বদা পরিচালনা করব তোমাদের, চরম অভাবের দিনেও আমি তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করব। আমি তোমাদের সুস্থ ও সবল রাখব। তোমরা হবে সেই উদ্যানের মত যেখানে আছে প্রচুর জল। তোমরা হবে জলের অনন্ত উৎসের মত, যা কখনও শুকায় না।


সেদিন জেরুশালেম থেকে প্রবাহিত হবে এক জলস্রোত, তার অর্ধাংশ পূর্ব সাগরের দিকে এবং অপর অংশ পশ্চিম সাগরের দিকে বয়ে যাবে। শীত ও গ্রীষ্ম উভয় ঋতুতেই সেই স্রোত বইতে থাকবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন