Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 2:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 বনানীর মাঝে পুষ্পিত আপেল তরু যেন, যুবক সমাজে যে আমার প্রিয়তম। বসে থাকি আমি পরমানন্দে সেই তরুছায়া তলে, অমৃতের স্বাদ আমি পাই তার মধুর ফলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 যেমন বনের গাছপালার মধ্যে আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়; আমি পরমহর্ষে তাঁর ছায়াতে বসলাম, তাঁর ফল আমার মুখে সুস্বাদু লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তরুণদের মধ্যে আমার প্রেমিক ঠিক যেন অরণ্যের বৃক্ষরাজির মধ্যে একটি আপেল গাছ। তাঁর ছায়ায় বসলে আমার আনন্দ হয়, তাঁর ফলের স্বাদ আমার মুখে মিষ্টি লাগে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 যেমন বনতরুগণের মধ্যে নাগরঙ্গবৃক্ষ, তেমনি যুবকগণের মধ্যে আমার প্রিয়; আমি পরমহর্ষে তাঁহার ছায়াতে বসিলাম, তাঁহার ফল আমার মুখে সুস্বাদু লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আমার প্রিয়তম, অন্যান্য পুরুষদের মধ্যে জংলী গাছের মধ্যে তুমি একটি দুর্লভ আপেল গাছের মত! আমার প্রিয়তমের ছায়ায় বসে আমি তার সুমিষ্ট ফলের আস্বাদ গ্রহণ করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়। আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই, আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 2:3
34 ক্রস রেফারেন্স  

মরুপথ বেয়ে কে আসে ঐ বাহুতে লগ্নবাহু প্রিয়া যে তার? জাগিয়েছিলাম তোমায় আমি সেই আপেলের তরুতলে, নিয়েছিলে জন্ম যেথা তুমি জননীর কোলে। আমাকে দিয়ে, শুধু আমাকে দিয়ে


তাঁরা প্রত্যেকেই হবেন ঝড়ের দিনের আশ্রয় এবং ঘূর্ণিঝড়ের সময়ে আত্নরক্ষার স্থান স্বরূপ। তাঁরা হবেন মরুভূমিতে জলধারার মত, ঊষর প্রান্তরে বিশাল শৈলের ছায়ার মত।


দরিদ্র ও অসহায় মানুষ পালিয়ে গেছে তোমার কাছে, পেয়েছ পরম আশ্রয় বিপদের দিনে। প্রবল ঝঞ্ঝার কালে তুমি দিয়েছ তাদের পরম আশ্রয়, প্রখর তপন-তাপে দিয়েছ তাদের ছায়া সুশীতল। কারণ হিংস্র নিষ্ঠুর মানুষের আক্রমণ যেন প্রবল ঝঞ্ঝা,


আমাদের বিশ্বাসের অগ্রনায়ক ও সিদ্ধিদাতা যীশুর দিকে দৃষ্টি নিবদ্ধ রাখি। তিনি বাবী আনন্দ লাভের জন্য ক্রুশে মৃত্যুর চরম অপমান উপেক্ষা করেছেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।


নদীর দুই তীরে থাকবে সবরকমের ফলের গাছ। এগুলি থেকে খাদ্যসংস্থান হবে। এদের পাতা হবে চিরসজীব, ফল হবে অফুরন্ত। এগুলি হবে বারমেসে ফলের গাছ। কারণ মন্দির থেকে উৎসারিত স্রোতধারায় এই সব গাছ পুষ্টিলাভ করে, তাই এদের পত্র-পল্লব মানুষের রোগ-নিরাময় করবে।


ঈশ্বরের প্রতাপ ও মহিমা এইভাবে চন্দ্রাতপ হয়ে সমগ্র নগরীকে সূর্যের প্রখর তাপ এবং ঝঞ্ঝা ও বর্ষণ থেকে রক্ষা করবে, আশ্রয় দান করবে সবাইকে।


সেই দিন প্রভু পরমেশ্বরের রোপিত বৃক্ষশাখা নব পল্লবে সুসজ্জিত হয়ে উঠবে। ইসরায়েলের অবশিষ্ট লোকেরা দেশে উৎপন্ন শস্যসম্ভারে সমৃদ্ধ হবে। এই সমৃদ্ধি এনে দেবে তাদের গর্ব ও গৌরব।


মুধমাখা বাণী তাঁর অমৃতের নির্ঝর! নয়নমোহন তিনি সর্বাঙ্গসুন্দর! ওগো জেরুশালেমের কামিনীফুল, মোর প্রিয়তম অপরূপ রূপময়, এই তাঁর পরিচয়


জাগো, উত্তরা বায়ু জাগো, দখিণা সমীর ধীরে বও, ধীরে বও মোর উপবনে সুরভী মেখে, প্রিয়তম মোর আসবেন উপবনে মিটাবেন তিনি প্রাণের পিয়াসা এ বনের সেরা ফলে।


প্রেমাতুরা ক্লান্ত আমি ও অতৃপ্ত হৃদয়, পীড়িতা আমি অতৃপ্তির বেদনায়। আঙুরে আপেলে মোরে সতেজ কর আমি যে তোমার প্রেমে জরজর।


গীতিকার: পরাৎপরের আশ্রয়ে যে বাস করে, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি,


হে প্রভু পরমেশ্বর, ঊর্ধ্বলোকে দিব্যলোকবাসীদের মাঝে কে আছে তোমার তুল্য?


হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, আমি তোমারই শরণাগত, কৃপা কর আমায়। তোমারই পক্ষচ্ছায়ে আমি আশ্রয় চাই, যতক্ষণ না কেটে যায় বিপদের ঝড়।


(হে রাজন,) সুন্দরতম তুমি মানবকুলে, মধুর তোমার মুখের বাণী তাই তুমি চিরধন্য বিধাতার আশীর্বাদে।


কাঁটাঝোপ গাছদের বলল, তোমরা যদি সত্যিই আমাকে রাজপদে অভিষিক্ত করতে চাও তাহলে সকলে এসে আমার ছত্রছায়ায় আশ্রয় নাও। নচেৎ এই কাঁটাঝোপ থেকে অগ্নিশিখা নির্গত হয়ে লেবাননের সীডার বৃক্ষরাজিকে গ্রাস করুক।


ওগো প্রিয় মোর, তুমিও যে সুন্দর রূপবান তুমি, তুমি কত মনোহর, আমার আনন্দ তুমি! শ্যামল তৃণশায্যা মোদের বাসক শয়ন,


তোমার রূপমাধুরী যেন আনারকলির নন্দনবন আনারের অতুল সম্ভারে ছন্দময়ী। সুরভিত হেনা, জাফরাণ আর


সুগন্ধি ফুলের মধুর সুবাসে, আর রসাল ফলের সুরভিতে সুরভিত হবে তুমি আমার দেহলিতে। প্রিয়তম, আমি সাজিয়ে রেখেছি ডালা তোমারই তরে, পুরাতন রূপে রসে, নবতর সম্ভারে।


বেল-হামোনে শলোমনেরএক দ্রাক্ষাকুঞ্জ ছিল, কৃষকেরা জমা নিয়েছিল সেই কুঞ্জখানি প্রত্যেকে তাকে ফসলের জন্য দিত সহস্র রজত মুদ্রা।


শলোমন পান সহস্র মুদ্রা, অংশরূপে পায় কৃষকেরা দুই শত। আমারও একটি দ্রাক্ষাকুঞ্জ আছে, সে আমার, আমারই একান্ত!


দ্রাক্ষালতা শুকিয়ে গেছে, রসহীন হয়েছে ডুমুর গাছ, ডালিম, খেজুর, আপেল গাছেরও সেই দশা, শুকিয়ে গেছে বাগানের সব গাছ! মানুষের মনে কোন আনন্দ নেই!


হে বীরশ্রেষ্ঠ, কটিদেশে বন্ধন কর তোমার তরবারি, প্রতাপ ও মহিমায় হয়ে ওঠ ভাস্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন