Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 2:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 দয়িত আমার ডাকছেন আমায়। জাগো, ওগো সুন্দরী জাগো, চলে এস প্রিয়া মোর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আমার প্রিয় কথা বললেন, আমাকে বললেন, ‘অয়ি মম প্রিয়ে! উঠ; অয়ি মম সুন্দরী! এসো;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 আমার প্রেমিক মুখ খুললেন এবং আমাকে বললেন, “প্রিয়তমা আমার, ওগো আমার সুন্দরীশ্রেষ্ঠা, উঠে পড়ো এবং আমার সঙ্গে চলো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আমার প্রিয় কথা কহিলেন, আমাকে বলিলেন, ‘অয়ি মম প্রিয়ে! উঠ; অয়ি মম সুন্দরি! এস;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 আমার প্রিয়তম আমাকে বলে, “ওঠো প্রিয়তম আমার, অদ্বিতীয় অনন্য আমার সঙ্গে চল! আমরা চলে যাই!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আমার প্রিয়তম আমাকে বলল, “আমার প্রিয়, ওঠো; আমার সুন্দরী, আমার সঙ্গে এস।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 2:10
18 ক্রস রেফারেন্স  

ডুমুর শাখায় হয়েছে ফলের সঞ্চার পুষ্পিত হয়েছে দ্রাক্ষালতা, মধুর সুবাসে তার সুরভিত হয়েছে বাতাস। জাগো প্রেয়সী আমার অপরূপা বঁধু মোর, এস মোর সাথে।


পবিত্র আত্মা ও বধু বলছেন, ‘স্বাগতম্‌’। যে একথা শোনে সেও বলুক, ‘স্বাগতম্‌’। যে তৃষ্ণার্ত সে আসুক, যে ইচ্ছুক বিনামূল্যে সে পান করুক জীবনবারি।


ঈশ্বরের মতই আমার হৃদয়ে তোমাদের জন্য গভীর ঈর্ষাবোধ আছে। কারণ আমি তোমাদের শুচিশুদ্ধা কুমারীর মত অন্য কারও সঙ্গে নয় স্বয়ং খ্রীষ্টের সঙ্গে মিলনের জন্য বাগ্‌দান করেছি।


ঐ শোন আমার প্রিয়তমের কন্ঠস্বর, আসছেন তিনি, পার হয়ে কত গিরিপথ, অতিক্রম করে কত পাহাড়-পর্বত আসছেন তিনি, আসছেন ছুটে আমার কাছে।


ওগো কুমারী ইসরায়েল, আমি চিরদিন তোমাকে ভালবেসেছি, আমার শাশ্বত প্রেম অনুক্ষণ তোমাকে ঘিরে থাকবে।


দুনয়নে মোর নেমেছিল ঘুমঘোর তবু হৃদয় জেগেছিল, আমি স্বপনের মাঝে দেখি যে প্রিয় আমার আঘাত করিছে দ্বারে। ওগো প্রিয়া মোর কপোতী আমার অপাপবিদ্ধা বালা, দুয়ারখানি খোল। শিশিরে সিক্ত হল মস্তক আমার কেশদাম হতে শিশির ঝরে।


আমি শুনব আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাণী, তিনি দান করেছেন শান্তির প্রতিশ্রুতি তাঁর প্রজাবৃন্দের কাছে, কিন্তু তারা যেন আর ফিরে না যায় ভ্রান্ত পথে।


ইসরায়েলের ঈশ্বর বলেছেন, ইসরায়েলের রক্ষক আমায় বলেছেনঃ যে রাজা ন্যায়পরায়ণতায় প্রজাশাসন করেন, সসম্ভ্রমে ঈশ্বরের বাধ্য হয়ে প্রজাপালন করেন,


সেখান থেকে যীশু আরও এগিয়ে গেলেন, দেখলেন মথি নামে একজন লোক কর আদায়ের দপ্তরে বসে আছেন। তিনি তাঁকে বললেন, আমার অনুগামী হও। মথি তখনই সব ছেড়ে উঠে এসে তাঁর অনুগামীই হলেন।


ওগো মোর প্রিয়তমা, ফারাও-এর রথের অশ্বকুলের মাঝে তুমি অশ্বিনীরূপসী যথা—সেই তব যোগ্য উপমা।


প্রিয়তমা মোর তুমি সুন্দর তুমি কত সুন্দর! ও দুটি নয়ন তোমার যেন শান্ত কপোত, প্রেমের প্রদীপ যেন।


বিগত হয়েছে হিমেল শীত বরষা ফুরায়ে গেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন