Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 1:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 শ্যামা বলে ঘৃণা করো না আমায়, দগ্ধ এ তনু মোর প্রখর তপন তাপে। ক্রোধে ও অন্ধ ভাইয়েরা আমার করেছে আমায় পালিকা তাদের দ্রাক্ষাকুঞ্জ বনের, আমার দেহকুঞ্জের রূপ তাই বিশুষ্ক মলিন অযত্নে অনাদরে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তোমরা আমার প্রতি এভাবে দৃষ্টিপাত করো না যে, আমি কালো রংয়ের, কারণ সূর্যই আমাকে বিবর্ণা করেছে। আমার ভাইয়েরা আমার উপর রাগ করলো, আমাকে সকল আঙ্গুরক্ষেতের রক্ষিকা করলো, আমার নিজের আঙ্গুরক্ষেত আমি রক্ষা করি নি। ----

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 আমি ঘন কালো বলে ওভাবে তাকিও না আমার দিকে, কেননা রোদে পুড়েই আজ আমি ঘন কালো। আমার মাতৃপুত্রগণ আমার প্রতি ক্রুদ্ধ ছিল এবং তারা আমাকে দ্রাক্ষাক্ষেত্র দেখভাল করতে পাঠাত; ফলে আমার নিজের দ্রাক্ষাক্ষেত্রকে আমায় উপেক্ষা করতে হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তোমরা আমার প্রতি এরূপ ভাবে দৃষ্টি করিও না যে, আমি কৃষ্ণবর্ণা, যে সূর্য্যই আমাকে বিবর্ণা করিয়াছে। আমার মাতৃপুত্রগণ আমার প্রতি কুপিত হইল, আমাকে দ্রাক্ষাক্ষেত্র সকলের রক্ষিকা করিল, আমার নিজ দ্রাক্ষাক্ষেত্র আমি রক্ষা করি নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আমি কি কালো! সে দিকে তোমরা দেখো না কারণ সূর্য আমাকে কালো করেই দেখায়। আমার ভাইরা আমার প্রতি রাগে জ্বলছে। তারা আমাকে তাদের দ্রাক্ষা ক্ষেতের দেখাশোনা করতে বাধ্য করেছে। তাই আমি আমার নিজের দ্রাক্ষাক্ষেতের যত্ন নিতে পারি নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আমার দিকে এমন ভাবে তাকিয়ে দেখো না যে আমি কতটা কালো, কারণ সূর্য্য আমার রং কালো করেছে। আমার নিজের ভাইয়েরা আমার উপরে রেগে গেল এবং আমাকে আঙ্গুর ক্ষেতের রক্ষী করেছে, সেইজন্য আমার নিজের আঙ্গুর ক্ষেত রক্ষা করি নি।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 1:6
15 ক্রস রেফারেন্স  

বন্ধু ও স্বজনের কাছে আজ আমি অপরিচিত, সহোদরদের কাছেও ভিনদেশী আমি।


আমার পায়ের চামড়া কালো হয়ে গেছে শুকিয়ে উঠে যাচ্ছে গা থেকে, জ্বরের তাপে তামার সারা দেহ জ্বলছে।


সেদিন যেমন জৈবিক নিয়মে জাত সন্তান আধ্যাত্মিক সন্তানকে নিগ্রহ করত, আজও তাই করে।


সেই সমস্ত জায়গার নবদীক্ষিত খ্রীষ্টবিশ্বাসীদের মনে তাঁরা সাহস সঞ্চার করলেন এবং একনিষ্ঠভাবে তাদের বিশ্বাসে অটল থাকতে উৎসাহ দিলেন। তাদের বললেন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে আমাদের বহু দুঃখ, যন্ত্রণা, নির্যাতন পার হয়ে যেতে হবে।


তারপর সূর্য উঠলে চারাগুলো ঝলসে গেল, শিকড় না থাকায় শুকিয়ে গেল।


কাজেই শিষ্য তার গুরুর মত ও ভৃত্য তার প্রভুর মত হবেই তার পক্ষে যথেষ্ট। গৃহকর্তাকে যখন লোকে বেলসবুল (শয়তান) আখ্যা দিয়েছে তখন বাড়ির লোকজনদের আরও কত না বেশী বলবে।


আমার জন্যই তোমরা সকলের পাত্র হবে। কিন্তু যে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবে। সে-ই পরিত্রাণ লাভ করবে।


কারণ পুত্র পিতাকে তুচ্ছজ্ঞান করে, কন্যা মাতার ও পুত্রবধূ শাশুড়ীর বিরুদ্ধাচরণ করে, মানুষের নিজের পরিবারই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে।


আজ তারা শুয়ে আছে রাজপথে পরিচয়হীন, মুখে মৃত্যুর কালিমা, হাড়ের উপর জড়ান শুকনো চামড়া।


তোমার ভাইয়েরা, তোমার পরিজনেরা বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে, সোচ্চার হয়েছে তারা তোমার বিরুদ্ধে, হাত মিলিয়েছে তোমার আক্রমণকারীদের সাথে। বিশ্বাস করো না তাদের, এমনকি মধুর কথাতেও করো না বিশ্বাস।


আমার বুক ভেঙ্গে যাচ্ছে, কারণ নিষ্পিষ্ট হচ্ছে আমার স্বজাতির মানুষ। আমি শোকে আকুল হয়েছি, বিহ্বল হয়েছি আমি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন