Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 1:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 বক্ষলগ্ন আমার প্রিয়তম যেন এক মুঠো সুগন্ধি আতর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আমার প্রিয় আমার কাছে সুগন্ধির পুঁটলির মত, যা আমার স্তনদ্বয়ের মাঝখানে সারা রাত শুয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 আমার প্রেমিক আমার কাছে এক থলি গন্ধরসের মতো যা আমার স্তনযুগলের উপত্যকায় মিশে থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আমার প্রিয় আমার কাছে গন্ধরস-তরুগুচ্ছবৎ, যাহা আমার কুচযুগের মধ্যে থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আমার প্রিয়তম আমার কাছে ভেষজ সুগন্ধির সৌরভের মত, আমার স্তনযুগলের মধ্যে সারাটা রাত্রি ধরে বিরাজিত থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 আমার প্রিয় আমার কাছে যেন গন্ধরস রাখার ছোট এক থলির মত যা আমার বুকের মাঝখানে থাকে।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 1:13
14 ক্রস রেফারেন্স  

এবং তোমাদের বিশ্বাসহেতু খ্রীষ্ট যেন তোমাদের অন্তরে বাস করেন। প্রেমে প্রতিষ্ঠিত ও সংযুক্ত হয়ে


নিকদিমও তাঁর সঙ্গে এসে যোগ দিলেন। তিনি সঙ্গে এনেছিলেন প্রায় সোয়া মণ গন্ধরস মেশান অগুরু। ইনিই আগে একদিন রাতের বেলায় যীশুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।


পুষ্পসার, অগুরু ও দারুচিনির সৌরভে সুবাসিত হয় তোমার বসন। গজদন্তের কারুকার্য শোভিত প্রাসাদে বীণার ঝঙ্কারে বিনোদিত হয়চিত্ত তোমার।


কপোলের শ্মশ্রুজাল সুবাসিত সুরভি আতরে যেন সুগন্ধি মশলার বন সুরভি বিতরে। তাঁর অধর যেন কুমুদ কুসুম নিঃশ্বাসে তাঁর অগুরু সুবাস।


চকিত চমকে ছুটে যাই আমি দুয়ারখানি খোলার তরে। মোর দুটি করে অগুরু মাখানো, সুরভি আতরে আঙুল ভেজানো, আমি হাতখানি রাখি দ্বারে।


পরাণ বঁধু মোর প্রেয়সী পিয়া, দেখ চেয়ে, আমি এসেছি আমার উপবনে, করেছি চয়ন সুরভি নির্যাস আর সুগন্ধি সম্ভার মৌচাক নিঙড়ানো মধু করেছি পান, করেছি পান আমি দুগ্ধের সাথে দ্রাক্ষামদিরা। সখীবৃন্দ (স্বগত): পান কর হে প্রেমিক যুগল আকন্ঠ কর পান প্রেমের মদিরা, তৃপ্ত কর তৃষিত হৃদয়।


লবঙ্গ, দারুচিনি, ধূপ-গুগ্‌গুল, সুরভি আতর অজস্র সম্ভারে যেন সাজানো কানন ভূমি।


এ যামিনী আমি কাটাব তোমার সনে, তব সুবাসিত তনু, সুরভিত হিয়া মাঝে। রাত্রির অবসানে আঁধার মিলায়ে যাবে, বহিবে যবে মৃদুমন্দ সমীরণ ঊষার আভাসে আমি লইব বিদায়।


ওগো জেরুশালেমের মেয়েরা বনহরিণ আর বনহরিণীদের দোহাই ভেঙ্গে দিও না আমাদের প্রেমের বাসর।


ওগো জেরুশালেমের অঙ্গনাকুল, বনের হরিণ আর হরিণীদের দোহাই, ভেঙ্গো না মোদের প্রেমের বাসর।


ইসরায়েল তাদের বললেন, যদি তা-ই করতে হয় তবে এক কাজ কর, তোমরা প্রত্যেকে নিজ নিজ বস্তায় এদেশের বিখ্যাত দ্রব্য—গুগ্‌গুল, মধু, সুগন্ধি মশলা, গন্ধরস, পেস্তা ও বাদাম কিছু কিছু নিয়ে গিয়ে সেই ব্যক্তিকে উপহার দাও।


ধূলিমেঘ তুলে কে আসে মরুপথে? ভেসে আসে যেন বণিকের ধূপ আর সুরভি সুবাস?


জাগো, উত্তরা বায়ু জাগো, দখিণা সমীর ধীরে বও, ধীরে বও মোর উপবনে সুরভী মেখে, প্রিয়তম মোর আসবেন উপবনে মিটাবেন তিনি প্রাণের পিয়াসা এ বনের সেরা ফলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন