Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 1:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 রাজা আমার শয্যায় শুয়ে থাকেন যখন, ভরে যায় বাতাস তখন আমার অঙ্গের সৌরভে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 যখন বাদশাহ্‌ সভায় বসলেন, আমার জটামাংসীর সৌরভ ছড়াতে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 রাজা যখন তাঁর মেজের নিকটে উপস্থিত, তখন আমার সুগন্ধি তার সৌরভ ছড়াল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 যখন রাজা সভায় বসিলেন, আমার জটামাংসীর সৌরভ বিস্তারিত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 রাজা যখন আমার পাশে তাঁর কেদারায় শুয়েছিলেন তখন আমার সুগন্ধির ঘ্রাণ তাঁর কাছে গিয়ে পৌঁছেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 রাজা যখন তাঁর ভোজনে বসলেন তখন আমার সুগন্ধি দ্রব্য সৌরভ ছড়াতে লাগল।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 1:12
14 ক্রস রেফারেন্স  

মরিয়ম তখন জটামাংসী লতার বিশুদ্ধ এবং বহুমূল্য আধ সের পরিমাণ সুগন্ধি নির্যাস নিয়ে এল, মাখিয়ে দিল যীশুর দুখানি পায়ে। তারপর নিজের চুল দিয়ে মুছিয়ে দিল পা দুখানি। সারা ঘর ভরে গেল মধুর সুরভিতে।


দেখ, আমি দুয়ারে দাঁড়িয়ে করাঘাত করছি। যে আমার ডাক শুনে দুয়ার খুলে দেয়, আমি ভতরে তার কাছে যাব, তার সঙ্গে পানাহার করব, সেও আমার সঙ্গে পানাহার করবে।


আমি সবকিছুই পেয়েছি, প্রচুর পরিমাণেই পেয়েছি। ইপাফ্রদীতের মারফৎ তোমাদের কাছ থেকে যা পেয়েছি তাতে আমার অভাব মিটেছে। তোমাদের এই দান ঈশ্বরের গ্রহণযোগ্য প্রীতিজনক সুরভি নৈবেদ্য।


এই সময় যীশু ছিলেন বেথানিতে, শিমোনের বাড়িতে। ইনি একসময় কুষ্ঠ রোগে আক্রান্ত হয়এছিলেন। যীশু খেতে বসেছেন, এমন সময় একটি স্ত্রীলোক স্ফটিকে পাত্রের বহুমূল্য সুগন্ধি আতর নিয়এ এল। তারপর সেটার মুখ ভেঙ্গে যীসুর মাথায় ঢেলে দিল।


রাজা তখন তাঁর ডান পাশের লোকদের বলবেন, এস, তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র। জগৎ সৃষ্টির শুরু থেকে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে তার অধিকার গ্রহণ কর।


রাজা অতিথিদের আপ্যায়ন করার জন্য এলেন। সেখানে এমন একজনকে তিনি দেখতে পেলেন যার পরণে বিবাহ উৎসবের পোষাক ছিল না।


তিনি আবার অন্য একদল কর্মচারী পাঠিয়ে তাদের বললেন, তোমরা নিমন্ত্রিতদের গিয়ে বল, দেখুন, ভোজ প্রস্তুত। বৃষ ও অন্যান্য হৃষ্টপুষ্ট পশু সব মারা হয়েছে। সব কিছুই তৈরী। আপনারা এবার এসে ভোজে যোগ দিন।


সমুন্নত মস্তক তোমার যেন উচ্চশীর্ষ কার্মেল পর্বত, সুচিক্কণ কেশরাশি গুচ্ছ গুচ্ছ রেশম সম্ভার! রাজাও বাঁধা পড়ে ঐ রূপের মাধুরীতে।


রাজার উদ্দেশে এ গাথা নিবেদন করতে গিয়ে সুমধুর কল্পনার ভাবাবেশে উচ্ছ্বসিত হৃদয় আমার, সুলেখকের লেখনীর মত।


তবু, তোমায় পরাব যতনে রজতখচিত সুবর্ণ কন্ঠহার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন