পরমগীত 1:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)11 তবু, তোমায় পরাব যতনে রজতখচিত সুবর্ণ কন্ঠহার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আমরা তোমার জন্য সোনার অলংকার প্রস্তুত করবো, তা রূপা দিয়ে সাজানো হবে। ---- অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 আমরা তোমাকে করে তুলব যেন সোনার তৈরি কানের দুল, যা হবে রৌপ্যখচিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আমরা তোমার জন্য সুবর্ণ-বেণী প্রস্তুত করিব, তাহা রৌপ্যের গ্রন্থিবিশিষ্ট হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 চল আমরা তোমার জন্য রৌপ্য খচিত সোনার গহনা তৈরী করি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আমরা তোমার জন্য রূপা দিয়ে কাজ করা সোনার কানের দুল তৈরী করব। অধ্যায় দেখুন |