Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 1:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 কেশপাশ তব কন্ঠে রয়েছে জড়ায়ে, যেন এক অপরূপ মণিহার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তোমার কানের দুল ঝুলছে তোমার গালের দু’পাশ দিয়ে, হার তোমার গলায় শোভা পাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 কানের দুলগুলি তোমার দুই গালকে আর রত্নখচিত মালা তোমার গলাকে করে তুলেছে অপূর্ব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 বেণী দ্বারা তোমার কপোলযুগল, হার দ্বারা তোমার কণ্ঠদেশ, শোভাযুক্ত হইতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তোমার কপোল গহনার দ্বারা সুন্দরভাবে সজ্জিত। তোমার কণ্ঠদেশ একটি কণ্ঠহার দ্বারা সজ্জিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তোমার গালদুটি অলঙ্কারের সঙ্গে, তোমার গলা হারের সঙ্গে সুন্দর দেখাচ্ছে।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 1:10
14 ক্রস রেফারেন্স  

বরং ঈশ্বরের দৃষ্টিতে যা বহুমূল্য সেই শান্ত ও নম্র স্বভাবের অক্ষয় আভরণে তোমাদের নিভৃত সত্তা সুন্দর হয়ে উঠুক।


কপোলের শ্মশ্রুজাল সুবাসিত সুরভি আতরে যেন সুগন্ধি মশলার বন সুরভি বিতরে। তাঁর অধর যেন কুমুদ কুসুম নিঃশ্বাসে তাঁর অগুরু সুবাস।


আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি কার কন্যা! তিনি বললেন, আমি নাহোর ও মিলকার পুত্র, বথুয়েলের কন্যা। তখন আমি তাঁর নাকে নথ ও হাতে বালা পরিয়ে দিলাম।


ওগো বঁধু, প্রেয়সী আমার, তুমি করেছ হরণ এ হৃদয় মোর একটি নজরবাণে, বেঁধেছ আমায় উজ্জ্বল মণিহারে গ্রীবাভঙ্গীর মোহিনী মায়ায়।


তাঁদের শিক্ষা তোমার শিরোভূষণ, তোমার কন্ঠের মণিহার।


আমরা প্রত্যেকে যা সোনার অলঙ্কার, নুপুর, বালা, আংটি, কানের দুল ও হার পেয়েছি তা থেকে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আমাদের প্রায়শ্চিত্তের জন্য তাঁর উদ্দেশে আমাদের অর্ঘ্য এনেছি।


তিনি নিজের হাত থেকে আঙটি খুলে যোষেফের আঙ্গুলে পরিয়ে দিলেন। তিনি তাঁকে রেশমী পোষাক পরালেন এবং তাঁর গলায় সোনার হার পরিয়ে দিলেন।


উটগুলোর জল পান করা হয়ে গেলে তিনি রেবেকার নাকে বহুমূল্য একটি সোনার নথ এবং দশ শেকেল ওজনের দুটি সোনার বালা হাতে পরিয়ে দিয়ে তাঁকে বললেন,


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


তারপর সোনা ও রূপোর অলঙ্কাকারাদি ও পোষাক পরিচ্ছদ এনে রেবেকাকে দিলেন। তাঁর ভাই ও মাকেও তিনি বহুমূল্য উপহার সামগ্রী দান করলেন।


তবু, তোমায় পরাব যতনে রজতখচিত সুবর্ণ কন্ঠহার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন