Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 1:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 শলোমনের মধুরতম গীতি

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 এটি সবচেয়ে সুন্দর গজল। এই গজল সোলায়মানের।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 শলোমনের পরমগীত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরমগীত; ইহা শলোমনের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 শলোমনের অনন্য সাধারণ গীত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 পরমগীত; এটি শলোমনের।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 1:1
5 ক্রস রেফারেন্স  

আমার প্রিয়তমের উদ্দেশে একটি প্রেমসঙ্গীত গাইতে দাও, এ গান তাঁরই দ্রাক্ষাকুঞ্জের গান! একটি দ্রাক্ষাকুঞ্জ ছিল আমার প্রিয়তমের, ছিল সে কুঞ্জ অতি উর্বর এক গিরির উপরে।


তিনি তিন সহস্র প্রবাদ বাক্য ও সহস্রাধিক গীত রচনা করেছিলেন।


নির্বোধ মনে মনে বলে: ঈশ্বর নাই। ওরা ভ্রষ্ট, দুরাচার, সৎকর্ম করে না কেউ।


ওগো প্রিয়তম, চুম্বনে চুম্বনে আজ ভরে দাও বিবশ অঙ্গ মোর, তোমার প্রেমের কাছে, সুরাও যে হার মানে।


প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী শলোমনকে প্রজ্ঞা দান করেছিলেন। হীরাম ও শলোমনের মধ্যে প্রীতির সম্পর্ক অটুট ছিল। তাঁরা দুজনে একটা সন্ধিচুক্তি করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন