Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহূম 3:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 হে নীনবী! মিশরের রাজধানী থিবিসের চেয়েও কি তুমি শ্রেষ্ঠ? তাকেও রক্ষা করার জন্য ছিল একটি নদী, নীলনদী প্রাচীর হয়ে তাকে ঘিরে রেখেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তুমি কি থিব্‌সের চেয়ে শ্রেষ্ঠ? সে তো নদীগুলোর পারে সুখে আসীন ও তার চারদিকে ঘিরে ছিল পানি; জলরাশি ছিল তার পরিখা, সমুদ্র তার প্রাচীর ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তুমি কি সেই থিব্‌সের চেয়ে শ্রেষ্ঠ, যা নীলনদের তীরে অবস্থিত, ও যার চতুর্দিক জলে ঘেরা? নদী তার সুরক্ষাবলয়, জলরাশি তার প্রাচীর ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 নো-আমোন হইতে তুমি কি শ্রেষ্ঠ? সে ত নদীগণের মধ্যে সুখাসীনা ও চারিদিকে জলবেষ্টিতা ছিল; জলনিধি তাহার পরিখা, সমুদ্র তাহার প্রাচীর ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 নীনবী, তুমি কি নীল নদের কুলে অবস্থিত থীব্‌সের চেয়ে ভালো? না। থীব্‌সের চারদিকেও জল ছিল। থীব্‌স্ তার শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জলই ব্যবহার করত। আত্মরক্ষার দেওয়ালের মত সে সেই জল ব্যবহার করত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 হে নীনবী, তুমি কি নো-আমোনের চেয়ে ভাল? সে তো নীল নদীর ধারে ছিল আর তার চারপাশ ঘিরে ছিল জল। সাগর ছিল তার রক্ষার দেয়াল।

অধ্যায় দেখুন কপি




নহূম 3:8
8 ক্রস রেফারেন্স  

তোমরা কাল্‌নে-তে গিয়ে দেখ সেখান থেকে হমাৎ-রাব্বাতে যাও, তারপর ফিলিস্তিয়ার জনপদ গাত্‌-এ যাও, এই রাজ্যগুলির চেয়ে তোমাদের রাজ্য কি ভাল? তাদের এলাকা কি তোমাদের এলাকার চেয়ে বড়?


যারা পানপাত্র থেকে সুরা পান করেছিল তাদের নামের তালিকা: মিশরের রাজা, সমস্ত পারিষদবর্গ ও রাজ্যের নেতৃবৃন্দ, সমস্ত মিশরবাসী ও মিশরে প্রবাসী বিদেশীরা, উস দেশের রাজন্যবর্গ, ফিলিস্তিয়ার নগরী আসকেলন, গাজা, এক্রোন এবং অসদোদের অবশিষ্ট অংশের সমস্ত রাজারা, ইদোম, মোয়াব ও আম্মোনের অধিবাসীগণ, টায়ার ও সীদোনের রাজন্যবর্গ, ভূমধ্যসাগরীয় অঞ্চলের সমস্ত রাজা, দেদান, তেমা ও বুস্‌ নগরীর সকল অধিবাসী, যারা চুল ছোট করে ছাঁটে, আরবদেশের সমস্ত রাজা, মরুভূমির উপজাতিদের রাজপুরুষগণ, সিম্রি, এলাম ও মিডিয়ার সমস্ত রাজা, দূরে বা নিকটে উত্তর দেশের রাজন্যবর্গ এবং পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত জাতি এই পাত্র থেকে একের পর এক সুরাপান করবে। সবশেষে এই পাত্রে পান করবে ব্যাবিলনের রাজা।


জাতিবৃন্দ শুনেছে তোমাদের আর্তস্বর, ধরণীর বুকে উঠেছে তার প্রতিধ্বনি, এক যোদ্ধা ঝাঁপিয়ে পড়ছে অপর যোদ্ধার উপরে তারপর ধরাশায়ী হচ্ছে দুজনেই।


সে রাজ্য হবে সবচেয়ে দুর্বল এবং গুরুত্বহীন। তারা আর কখনও অপর কোন জাতির উপর প্রভুত্ব করতে পারবে না। আমি তাদের এত অযোগ্য ও অকিঞ্চিৎকর করে তুলব যে তারা আর কখনও কোন জাতিকে নিজেদের ইচ্ছাধীনে আনতে পারবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন