Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহূম 3:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 নীনবী! বিহ্ববলতা তোমায় গ্রাস করবে, বিমূঢ় হয়ে পড়বে তুমি,শত্রুর কবল থেকে রক্ষা পেতে তুমিও খুঁজবে আশ্রয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তুমিও মাতাল হবে, লুকিয়ে থাকবে; তুমিও দুশমনের ভয়ের কারণে আশ্রয় লাভের চেষ্টা করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তুমিও মাতাল হয়ে যাবে; তুমি আত্মগোপন করবে ও শত্রুর নাগাল এড়িয়ে থাকার জন্য আশ্রয়স্থল খুঁজবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তুমিও মত্তা হইবে, লুক্কায়িতা হইবে; তুমিও শত্রুভয় প্রযুক্ত আশ্রয় চেষ্টা করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 সেজন্য নীনবী, মাতাল লোকদের মতো তোমারও পতন হবে। তুমি লুকোবার চেষ্টা করবে। শত্রুদের হাত থেকে নিজেকে দূরে রাখার জন্য তুমি একটি নিরাপদ স্থান খুঁজবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তুমি মাতাল হয়ে পড়বে, তুমি শত্রুদের কাছ থেকে লুকাবার চেষ্টা করবে।

অধ্যায় দেখুন কপি




নহূম 3:11
19 ক্রস রেফারেন্স  

তোমার উপরে যারা অত্যাচার করে সেই অত্যাচারীর নিজেদের মধ্যেই হানাহানি করে একে অপরকে হত্যা করবে, উন্মত্ত হয়ে উঠবে তারা রক্তের নেশায়। তখন সর্বমানব জানবে, আমিই প্রভু পরমেশ্বর, সেই মুক্তিদাতা, উদ্ধারকর্তা তোমাদের, ইসরায়েলের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বর।


প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে আত্মরক্ষার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য তোমরা লুকাও পর্বতের গুহায়, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা কর!


তারা তখন পর্বতগুলিকে বলবে, ‘আমাদের উপর এসে পড়’, পাহাড়গুলিকে বলবে, ‘ঢেকে ফেল আমাদের।’


কাঁটা ঝোপের জঞ্জালের মত, শুকনো খড়ের মত তারা পুড়ে ছাই হয়ে যাবে।


ইসরায়েলের পাপস্বরূপ আবেনের পীঠস্থানগুলি ধ্বংস হবে, যেখানে তারা অলীক প্রতিমার পূজা করে। তাদের বেদীগুলির উপরে আগাছা ও কাঁটাঝোপ জন্মাবে। তারা পর্বতমালাকে বলবে ‘আমাদের লুকিয়ে রাখ’, পাহাড়গুলিকে বলবে, ‘আমাদের ঢেকে রাখ।’


তূরীধ্বনি কর সারা দেশে, উচ্চকণ্ঠে সুস্পষ্ট ভাষায় কর ঘোষণা। যিহুদীয়া ও জেরুশালেমের মানুষকে বল, দুর্গনগরীগুলিতে পালিয়ে যেতে।


প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে তারা আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বতের গুহায় লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা করবে! তিনি যখন আসবেন পৃথিবী কেঁপে উঠবে।


প্রভু পরমেশ্বরের হাতে রয়েছে এক পানপাত্র তীব্র রোষের ফেনিল সুরায় পরিপূর্ণ পাত্রখানি। পরিবেশন করবেন তিনি সেই তিক্ত সুরা, পৃথিবীর সমস্ত দুর্জনকে তার তলানি পর্যন্ত করতে হবে পান।


হে নীনবী, সর্বনাশ উপস্থিত। আক্রমণকারী এসে পড়েছে, তোমার ধ্বংস অনিবার্য। দুর্গ রক্ষা কর, পথে পাহারা বসাও, কোমর বেঁধে তৈরী হও, সর্বশক্তি নিয়োগে তৎপর হও।


তারা সাপের মত ধূলি লেহন করবে, সরীসৃপের মত তারা কাঁপতে কাঁপতে বেরিয়ে আসবে নিজেদের আশ্রয় থেকে। তারা সন্ত্রস্ত হয়ে আমাদের ঈশ্বর প্রভুর কাছে আসবে এবং সম্ভ্রম জানাবে তাঁকে।


কার্‌মেল পাহাড়ের চূড়ায় গিয়ে যদি তারা লুকায় আমি সেখানেও সন্ধান করে তাদের ধরে আনব। আমার সম্মুখ থেকে পালিয়ে গিয়ে তারা যদি সমুদ্রের তলদেশেও আশ্রয় নেয়, আমার নির্দেশে মহানাগ সেখানে তাদের দংশন করবে।


তার শাসনকর্তাকে আমি মত্ত করব সুরাপানে, মত্ত করব তার জ্ঞানীজনদের, নেতাদের ও সৈনিকদের। তারা নিদ্রা যাবে, আর জাগবে না কখনও। আমিই রাজা, এ কথা বললাম, আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।


ঈশ্বরের প্রজারা বলে, কেন আমরা এখনও বসে আছি? এস, আমরা দুর্গবেষ্টিত শহরগুলিতে পালিয়ে যাই এবং সেখানে গিয়ে মরি। আমাদের প্রভু ঈশ্বর আমাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, বিষ দিয়েছেন আমাদের পান করার জন্য, কারণ আমরা তার বিরুদ্ধে পাপ করেছি।


প্রচণ্ড ক্রোধে সমগ্র জাতিবৃন্দকে দলন করেছিলাম, ধ্বংস করেছিলাম তাদের এবং তাদের রক্তে লাল হয়ে গিয়েছিল পৃথিবীর মাটি।


তোমরা মোহাচ্ছন্ন হয়ে পথ চল! থাক অন্ধ হয়ে! সুরা পান না করেই মত্ত হয়ে ওঠ! বিন্দুমাত্র সুরা বিনাই পা তোমাদের টলতে থাকুক।


তখন তাঁরা দুজনেই ফিলিস্তিনী সৈন্যদের সামনে গিয়ে দেখা দিলেন। ফিলিস্তিনীরা তাঁদের দেখতে পেয়ে বলল, হিব্রুরা এতদিন গর্তে লুকিয়েছিল, এখন তারা সেখান থেক বেরিয়ে আসছে।


শত্রুদের দ্বারা পিষ্ট হয়ে বিপন্ন ইসরায়েলীরা গুহায়, ঝোপ-জঙ্গলে, পাহাড়ে, মাটির নীচের ঘরে এবং গিরিখাতে যে যেখানে পারল গিয়ে আত্মগোপন করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন