Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহূম 2:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 (শত্রুদের হাতে বিধ্বস্ত ইসরায়েলের হৃতগৌরব পরমেশ্বর উদ্ধার করতে চলেছেন।)

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 কারণ মাবুদ ইসরাইলের জাঁকজমকের মত ইয়াকুবের জাঁকজমককে পুনরায় সতেজ করতে উদ্যত; কারণ ধ্বংসকারীরা তাদেরকে ধ্বংস করেছে ও তাদের আঙ্গুরলতাগুলো বিনষ্ট করেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 ইস্রায়েলের সমারোহের মতো সদাপ্রভু যাকোবের সমারোহও ফিরিয়ে আনবেন, যদিও বিনাশকারীরা তাদের ধ্বংস করেছে এবং তাদের দ্রাক্ষালতাগুলি নষ্ট করে দিয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 কারণ সদাপ্রভু ইস্রায়েলের শ্রীর ন্যায় যাকোবের শ্রীকে পুনরায় সতেজ করিতে উদ্যত; কারণ শূন্যকারীরা তাহাদিগকে [ভাণ্ডবৎ] শূন্য করিয়াছে, ও তাহাদের দ্রাক্ষালতা সকল বিনষ্ট করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 হ্যাঁ, প্রভু যাকোবের মাহাত্ম্য পাল্টে দেবেন। তার শ্রী ইস্রায়েলের মতোই হবে। শত্রুরা তাদের ধ্বংস করেছে এবং তাদের দ্রাক্ষা ক্ষেতগুলি ধ্বংস করেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 যদিও ধ্বংসকারীরা ইস্রায়েলকে জনশূন্য করেছে এবং তার আঙ্গুর শাখাগুলো ধ্বংস করে দিয়েছে তবুও সদাপ্রভু ইস্রায়েলের মত যাকোবের মহিমাকে ফিরয়ে আনবেন।

অধ্যায় দেখুন কপি




নহূম 2:2
14 ক্রস রেফারেন্স  

অতীতে তুমি আমার বিরুদ্ধে যা কিছু অপরাধ করেছ, তার জন্য সেদিন তোমায় আমি আর লজ্জা দেব না, তোমাদের মধ্যে যারা উদ্ধত ও অহঙ্কারী তাদের দূর করে দেব। আমার পবিত্র শৈলে তোমরা আর ঔদ্ধত্য প্রকাশ করবে না, তোমরা হবে নত-নম্র।


তারা আর কখনও অলীক মূর্তির সেবায় বা জঘন্য কদাচারে লিপ্ত হয়ে নিজেদের অশুচি করবে না। আর পাপের সর্বপ্রকার পথ থেকে আমি তাদের দূরে রাখব, তারা আমার বাধ্য হবে, আর বিশ্বাসভঙ্গ করবে না। আমি তাদের শুচি করব। তারা হবে আমার প্রজা, আমি হব তাদের ঈশ্বর।


একদিন তুমি ছিলে জনহীন পরিত্যক্ত, ঘৃণিত এক নগরী। কিন্তু এবার আমি সাজাব তোমায় রাজকীয় মর্যাদা দিয়ে সমুন্নত মহিমায়, এ হবে আনন্দ নিকেতন যুগে যুগে, চিরকাল।


ইসরায়েল ফলভারে সমৃদ্ধ এক দ্রাক্ষালতার মত, ফলের উৎপাদন তার যত বেড়েছে, ততই সে নির্মাণ করেছে বেদী; তার দেশ যত সমৃদ্ধ হয়েছে, ততই উৎকর্ষ লাভ করেছে তার শিলাস্তম্ভগুলি।


লোকে যখন আঙুর তোলে তখন কিছু আঙুর গাছে রেখে দেয় এবং রাতে চোর-ডাকাতরা যখন আসে, তখন তারা যেটি চায়, শুধু সেইটাই নিয়ে যায়।


আমার নিজের নগরী থেকে ধ্বংসকার্য শুরু করব। তারা কি ভেবেছে যে তারা অদণ্ডিত থাকবে? না, দণ্ড তারা পাবেই। পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আমি যুদ্ধ পাঠাচ্ছি, আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


আমাদের অধিকৃত দেশ তাঁরই মনোনীত, সেই দেশ তাঁর প্রীতিভাজন যাকোবকুলের গর্বস্বরূপ। সেলা


প্রভু পরমেশ্বর বললেন, মোয়াব সব সময় নিরাপদে থেকেছে, কোনদিন তাকে নির্বাসনে যেতে হয়নি। মোয়াব হল সেই সুরার মত, যা কোনদিন একটি পাত্রে থেকে অন্য পাত্রে ঢালা হয়নি। এর সুগন্ধ নষ্ট হয়নি কোনদিন, স্বাদও বিকৃত হয়নি কখনও।


তাদের বল যে, আমি সর্বাধিপতি প্রভু সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে থাকা আমার সমস্ত প্রজাদের একত্র করব এবং ফিরিয়ে আনব তাদের আপন দেশে।


নীনবী লুণ্ঠিত! বিধ্বস্ত! পরিত্যক্ত! ভগ্নহৃদয়, জানু শিথিল, হতাশায় বিহ্বল! সবার মুখে কালো ছায়া।


অবরোধকালীন পরিস্থিতির জন্য জল সঞ্চয় করে রাখ, দৃঢ় কর দুর্গগুলিকে, ইঁটের ভাটিতে গিয়ে কাদামাটি দিয়ে ইঁটের পাঁজা তৈরী কর। পঙ্গপালের মত নিজেদের বংশবৃদ্ধি কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন