Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহূম 1:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 প্রভুর বিরুদ্ধে কি চক্রান্ত করছ তোমরা? তিনি সমূলে ধ্বংস করবেন শত্রুদের, দ্বিতীয় আঘাতের আর প্রয়োজন হবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তোমরা মাবুদের বিরুদ্ধে কি চিন্তা করছো? তিনি একেবারে শেষ করবেন, দ্বিতীয় বার সঙ্কট উপস্থিত হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 সদাপ্রভুর বিরুদ্ধে তারা যে চক্রান্তই করুক না কেন তিনি তা নষ্ট করে দেবেন; দ্বিতীয়বার আর বিপত্তি আসবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তোমরা সদাপ্রভুর বিরুদ্বে কি চিন্তা করিতেছ? তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয় বার সঙ্কট উপস্থিত হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রভুর বিরূদ্ধে তোমরা কেন ষড়যন্ত্রের পরিকল্পনা করছ? তিনি একেবারে ধ্বংস করে দেবেন, তাই দ্বিতীয় বারের জন্য আর বিপদ আসবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা কি ভাবছ? তিনি এর সম্পূর্ণ শেষ করবেন, দ্বিতীয়বার আর সঙ্কট আসবেনা।

অধ্যায় দেখুন কপি




নহূম 1:9
17 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর জাতিবৃন্দের মন্ত্রণা ব্যর্থ করেন, বিফল করেন তাদের সকল সঙ্কল্প।


তোমার বিরুদ্ধে ওদের কুমন্ত্রণা সমস্ত চক্রান্ত ওদের কখনও হবে না সফল।


পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।


ঈশ্বর সংক্রান্ত জ্ঞান প্রসারের পথে যারা দর্পভরে প্রতিরোধ সৃষ্টি করে, তাদের সমস্ত বাধা এবং যুক্তিতর্ক আমরা বিধ্বস্ত করি এবং মানুষের সমস্ত ভাবনাচিন্তার মোড় ফিরিয়ে খ্রীষ্টের বশে আনি।


তোমাদের মাঝে একজনের উদ্ভব হয়েছে সে প্রভুর বিরুদ্ধে চক্রান্ত করছে এবং দুষ্কর্মের মন্ত্রণা দিচ্ছে।


অবিশয় দাউদকে বললেন, ঈশ্বর আজ আপনার শত্রুকে আপনার হাতে সমর্পণ করেছেন। অনুমতি দিন, ওঁকে আমি বর্শার এক আঘাতে মাটির সঙ্গে গেঁথে ফেলি।


আমি এলির পরিবারের বিরুদ্ধে যেসব কথা বলেছি, সেই দিন প্রথম থেকে শেষ পর্যন্ত সব পূর্ণ করব।


ওদিকে যোয়াবের আর এক হাতের তরোয়াল অমাসা লক্ষ্য করেন নি,সেই ফাঁকে যোয়াব তরোয়ালটা তাঁর পেটে চালিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তাঁর নাড়িভুঁড়ি বেরিয়ে মাটিতে পড়ে গেল। দ্বিতীয়বার তাঁকে আর মারতে হল না, তিনি মারা গেলেন। এবার যোয়াব আর তাঁর ভাই অবিশয় ছুটলেন শেবাকে ধরতে।


আমার এই সতর্কবাণীতে তোমরা ব্যঙ্গের হাসি হেসো না! যদি হাসো তাহলে অবস্থা বড় কঠিন হয়ে দাঁড়াবে, তোমাদের পলায়নের কোন পথ থাকবে না। সর্বশক্তিমান প্রভু পরমেশ্বরের সিদ্ধান্তের কথা আমি শুনেছি। তিনি সমগ্র দেশ ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।


ওদের বলবে, ব্যাবিলনের দশাও এমনই হবে, সে ডুবে যাবে চিরতরে, আর কোনদিন তার উত্থান হবে না। যে মন্দ কাজ সে করেছে, তার জন্যই প্রভু পরমেশ্বর তার উপর চরম আঘাত হানতে চলেছেন। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


সর্বাধিপতি প্রভু বলেছেনঃ একের পর এক দুর্বিপাক দুর্দশা তোমাদের ঘিরে ধরবে।


প্রত্যেকে জানবে যে আমি প্রভু পরমেশ্বর আমার তরবারি কোষমুক্ত করেছি, এ তরবারি আমি কোষবদ্ধ করব না।


আমিই তাদের শিক্ষা দিয়েছি, শক্তিশালী করেছি তাদের বাহু, কিন্তু হায়, তারা আমারই বিরুদ্ধে করছে যত কুচক্রান্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন