Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 9:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 বছরের পর বছর অসীম ধৈর্যে তুমি সতর্ক করেছ তাদের, নবীদের দিয়েছ প্রেরণা সাবধান বাণী উচ্চারণে, কিন্তু তোমার প্রজারা ছিল বধির, করেনি কর্ণপাত, তাই তুমি অপর জাতির হাতে তাদের ঘটালে বিপর্যয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তবুও তুমি বহু বছর তাদের ব্যবহার সহ্য করলে ও তোমার নবীদের দ্বারা তোমার রূহ্‌কর্তৃক তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে; কিন্তু তারা কান দিল না, সেজন্য তুমি তাদেরকে নানা দেশীয় জাতিদের হাতে তুলে দিলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 কিন্তু তবুও অনেক বছর ধরে তুমি তাদের উপর ধৈর্য ধরেছিলে। তোমার ভাববাদীদের মাধ্যমে তোমার আত্মার দ্বারা তুমি তাদের সতর্ক করেছিলে। অথচ তাতে তারা কান দেয়নি, সেইজন্য প্রতিবেশী অন্য জাতির লোকদের হাতে তুমি তাদের তুলে দিয়েছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 তথাপি তুমি বহু বৎসর তাহাদের ব্যবহার সহ্য করিলে ও তোমার ভাববাদিগণের দ্বারা তোমার আত্মাকর্ত্তৃক তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে; কিন্তু তাহারা কর্ণপাত করিল না, তজ্জন্য তুমি তাহাদিগকে নানাদেশীয় জাতিগণের হস্তে সমর্পণ করিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 “তুমি আমাদের পূর্বপুরুষদের প্রতি বহু বছর ধরে খুব ধৈর্য্যশীল ছিলে, তোমার আত্মায় পূর্ণ তোমার ভাববাদীদের মাধ্যমে তুমি তাদের সতর্ক করেছিলে। কিন্তু তারা শুনতে অস্বীকার করেছিল, তাই তুমি তাদের বিজাতীয়দের হাতে তুলে দিয়েছিলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 তবুও অনেক বছর ধরে তুমি তাদের উপর ধৈর্য্য ধরলে। তোমার ভাববাদীদের মধ্য দিয়ে তোমার আত্মার মাধ্যমে তুমি তাদের সাক্ষ্য দিলে, কিন্তু তাতে তারা কান দিল না। তার জন্য বিভিন্ন জাতির হাতে তুমি তাদের তুলে দিলে।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 9:30
34 ক্রস রেফারেন্স  

কিম্বা তাঁর মহানুভবতা, ধৈর্য ও সহিষ্ণুতার ঐশ্বর্যকে তুমি কি তুচ্ছ জ্ঞান কর? তোমার মন পরিবর্তনের জন্যই যে ঈশ্বরের মহানুভবতা, তা কি তুমি জান না?


হে উদ্ধত জনসাধারণ, হৃদয় তোমাদের অইহুদীদের মত অপবিত্র, শ্রবণ তোমাদের ঈশ্বরের বাণীর প্রতি বিমুখ। চিরকালই তোমরা পবিত্র আত্মার বিরোধিতা করছ। যেমন ছিল তোমাদের পূর্বপুরুষেরা তেমনিই হয়েছ তোমরাও।


কে তুলে দিয়েছিল ইসরায়েলকে লুণ্ঠকের হাতে? স্বয়ং প্রভু পরমেশ্বর, যাঁর বিরুদ্ধে আমারা পাপ করেছিলাম! তাঁর ইস্পিত পথে চলি নি আমরা, পালন করি নি তাঁর অনুশাসন।


কারণ ঐশীবাণী কখনও কোন মানুষের কল্পনা অনুযায়ী উচ্চারিত হয়নি। পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত মানুষেরাই ঈশ্বরের বাণী ঘোষণা করেছেন।


তাঁদের হৃদিস্থিত খ্রীষ্টের আত্মা যখন তাঁদের কাছে খ্রীষ্টের দুঃখবরণ ও পরবর্তী কালের মহিমার কথা প্রকাশ করেছিলেন তখন কোন সময় এবং কি পরিস্থিতিতে তা ঘটবে সে বিষয়েও তাঁরা অনুসন্ধান করেছিলেন।


তিনি বলেছেন, আমার ডাকে ওরা যেমন সাড়া দেয়নি তেমনি আমিও ওদের ডাকে সাড়া দিইনি।


প্রভু পরমেশ্বরের উদ্দেশ্য আজ সিদ্ধ, পূর্ণ তাঁর মনোরথ, পূর্ব অভিপ্রায় মত আমাদের তিনি নির্মমভাবে বিনষ্ট করেছেন, শত্রুদল জয়ী আজ তাঁরই ইচ্ছায়, আমাদের পতনে উল্লসিত তারা।


প্রভু পরমেশ্বর তাঁর সেবক নবীদের ক্রমাগত তোমাদের কাছে পাঠানো সত্ত্বেও তাঁর কথা তোমরা শোননি, মনোযোগ দাওনি তাতে।


কিন্তু তারা বিদ্রোহ করল তাঁর বিরুদ্ধে, দুঃখে ভরে গেল তাঁর অন্তর। ফলে প্রভু পরমেশ্বর তাদের বিপক্ষে দাঁড়ালেন, সংগ্রামে রত হলেন তাদের বিরুদ্ধে।


তুমি তাদের বলেছ পালন করতে তোমার অনুশাসন, কিন্তু মদগর্বে তারা তুচ্ছ করেছে তোমার বিধান। যদিও বিধান পালনের পথই জীবনের পথ, তবুও চরম ঔদ্ধত্যে তারা করেনি পালন তোমার অনুশাসন।


কিন্তু তোমার প্রজারা বিদ্রোহ করল, অবাধ্য হল তোমার। তোমার অনুশাসন পালনে করল অস্বীকার যারা তাদের সাবধানবাণী শুনিয়েছিল, বলেছিল ফিরে আসতে তোমার কাছে, সেই প্রবক্তা নবীদের তারা করেছিল বধ, বার বার তারা তেমায় করেছিল অপমান।


এতে তাঁদের নিজেদের মধ্যে মতের অমিল হওয়ায় তাঁরা সেখান থেকে চলে গেলেন, তখন পৌল বললেন, নবী যিশাইয়র মাধ্যমে পবিত্র আত্মা তোমাদের পিতৃপুরুষদের কাছে ঠিক কথাই বলেছিলেন!


এবং মরুপ্রান্তরে প্রায় চল্লিশ বছর প্রতিপালন করলেন।


সে দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে কেউ বাস করে না। ভয়াবহ সেখানকার দৃশ্য! তার নাম করে লোকে অপরকে অভিসম্পাত দেয়। প্রভু পরমেশ্বর তোমাদের দুষ্টতা ও অনাচার আর সহ্য করতে পারেন নি।


মিশর দেশ থেকে বেরিয়ে আসার দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাদের কাছে আমার দাস নবীদের বার বার পাঠিয়েছি।


কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি করুণাময়, পরম স্নেহপরায়ণ, ক্রোধে তুমি ধীর, দয়াতে মহান, সত্যে অবিচল।


সকল কর্তব্যের দিয়েছিলে নির্দেশ আপন মহত্ত্বে পালন করেছ তাদের ক্ষুধায় মান্না আর তৃষ্ণায় জল দিয়ে।


প্রভু তাঁর প্রতিশ্রুতি পূরণে বিলম্ব করেন না, যদিও কেউ কেউ এ কথা মনে করে। তোমাদের প্রতি অসীম তাঁর ধৈর্য। তাঁর ইচ্ছা নয় যে কেউ ধ্বংস হোক। তিনি চান, সকলেই যেন হৃদয় পরিবর্তন করে।


দুই জন লোক নিজেদের ছাউনির মধ্যেই ছিলেন। তাঁদের একজনের নাম ইলদদ্ আর একজনের নাম মেদদ। তাঁদেরও উপরেও আত্মা অধিষ্ঠিত হলেন। তাঁরা ঐ তালিকাভুক্ত লোকদের মধ্যে থাকলেও সম্মিলন শিবিরের কাছে যান নি। তাঁরা নিজেদের ছাউনিতেই ভাবাবিষ্ট হয়ে কথা বলতে লাগলেন।


চল্লিশ বছর ধরে এই প্রজন্মের উপর ছিল আমার তীব্র অসন্তোষ, আমি বলেছিলাম: এদের চিত্ত বিভ্রান্ত। এরা জানে না আমার পথ।


সে আমাদের অক্ষরে অক্ষরে পংক্তিতে পংক্তিতে, উপদেশের উপর উপদেশ দিয়ে শিক্ষা দেবার চেষ্টা করছে।


আমি আপন মহিমার গুণে সংবরণ করব ক্রোধ, আপন গৌরব ও মর্যাদার মুখ চেয়ে সংযত করব নিজেকে, ধ্বংস আমি করব না তোমায়।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তখনকার নবীদের মাধ্যমে যে বিধিনির্দেশ দিয়েছিলেন, তা কিছুতেই মানতে চাইল না, তাই সর্বাধিপতি প্রভুর প্রচণ্ড ক্রোধ নেমে এল তাদের উপর।


আসিরিয়া সম্রাট ইসরায়েলীদের বন্দী করে আসিরিয়ায় নিয়ে যান এবং তাদের কিছু লোককে হালা নগরে, কিছু লোককে গোশন প্রদেশের হাবোর নদী তীরে এবং কিছু লোককে মিডিয়া প্রদেশের নগরগুলিতে বসতি করান।


প্রভু পরমেশ্বর তাঁর সেবক নবীদের মাধ্যমে বলেছিলেনঃ


প্রভু পরমেশ্বর প্রবক্তা নবীদের তাদের কাছে পাঠালেন তাদের সতর্ক করে তাঁর কাছে ফিরিয়ে আনার জন্য। কিন্তু প্রজারা তাঁদের কথা শুলন না।


এই পরিস্থিতিতে আমাদের আর কি বলার আছে?


আমি বার বার আমার সেবক নবীদের দিয়ে তোমাদের কাছে নিষেধ করে বলে পাঠিয়েছি যেন এই ভয়াবহ কাজ তোমরা না কর, যা আমার কাছে অত্যন্ত ঘৃণাস্পদ।


কিন্তু তোমরা আমার কথায় কর্ণপাত করলে না, মনোযোগ দেওয়া তো দূরের কথা, অন্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করার দুর্মতি তোমাদের গেল না, তোমরা পরিত্যাগ করতে পারলে না কাজ।


তোমার দাস প্রবক্তা নবীদের মাধ্যমে তুমিই যে আমাদের রাজাদের, প্রশাসকবর্গকে, আমাদের পূর্বপুরুষদের তথা সমগ্র জাতিকে এই সব কথা বলেছ, তা জেনেও আমরা সেই কথায় কর্ণপাত করিনি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন